Sunday, December 12, 2021

কবিতা || শিখন্ডী || কুনাল রায়

 শিখন্ডী




এক অসামান্য চরিত্র তুমি,

মহাকাব্য মহাভারতে,

অবহেলিত,

স্বল্পালোচিত,

তবু-

পর্বতের সম তোমার গরিমা!

সমুদ্রের সম তেজ তোমার,

শিখন্ডী তুমি!


মহেশ্বরের কৃপা প্রাপ্ত,

অম্বা,

পূর্বজন্মের কাহিনী,

যা দৃঢ় করে তোলে তোমায়!

শৈল্যের উপেক্ষা,

গঙ্গাপুত্রের প্রত্যাখ্যান,

আহুতি দিতে বাধ্য করে তোমায়!


ফিরে এলে তুমি,

দ্রূপদের সন্তান রূপে,

আবির্ভাব ঘটল তোমার-

কুরুক্ষেত্রের পুণ্য ভূমিতে।

গঙ্গাপুত্রের মৃত্যু কারণ হলে তুমি,

শরশয্যায়ে পিতামহ-

সুনিশ্চিত করলে,

ধর্মের জয়!

মুছে দিলে অধর্মের গ্লানি।

সমাজে আজ,

শিখন্ডীদের পূর্ণাঙ্গ প্রকাশ,

ছিনিয়ে নিয়েছ অধিকার,

তুলেছ ঝংকার,

প্রতিবাদের ভাষায়,

শরীরী আশ্লেষ,

তীব্র অনুভূতির ছায়ায়ে!

No comments: