Sunday, December 12, 2021

কবিতা || প্রেমের দৃষ্টি || শ্যামল চক্রবর্ত্তী

 প্রেমের দৃষ্টি

           


     হৃদয় দিয়ে ডাকবো তোরে।

    চক্ষু দিয়ে কথা।

    বোকার মতন তাকিয়ে কেন?

    বুঝবি মোর ভাষা

   হৃদয়টাকে জ্বালিয়ে দিলি।

    তুই কি আমার প্রাণেশ্বরী।

  কতোনা অবকাশ করেছি ক্ষয়।

  মানিনি ঘড়ির বারণ।

চোখটা মোর পাগল হয়েছে।

কেন যে এত সুন্দর।

মন মানে না দিন রাত তাই।

শুধু আছে জীবন মোর।

হৃদয় আছে দব দব হৃদস্পন্দন।

নেইমার নেই অর্থ ভিজে আছে শুধু রক্তে।

তোকে পেয়ে ভেবেছিল পাবে এভারেস্টে।

ঘড়ি হাসে আর বলে দোস্ ওই চোখটা।

হারিয়েছি সব জীবনের প্রান্তে।

রাখবে না খবর, হাবিএই ভবঘুরে।

এমন করে হারিয়েছে কতনা ভবঘুরেজাত ।

No comments: