আবোলতাবোল : শতবর্ষ - পরাগ চৌধুরী || Aboltabol : Satabarsya - Parag Chowdhury || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 আবোলতাবোল : শতবর্ষ

                পরাগ চৌধুরী


তোমার জন‍্য দীর্ঘশ্বাস পদ্মপাতায় জলের ফোঁটা

তোমারই জন‍্য হাসি হয়ে ওঠে শরতের রোদ

তোমার জন‍্য আরও কতো কী হতে পারতো'র আক্ষেপ

এক টোপ চন্দন হয়ে উঠলে

তোমারই জন‍্য হাসিও হয়ে ওঠে

আমাদের রবীন্দ্রোত্তর চওড়া কপাল

সোজা কথায়,শতখানেক বছরটছরের হিসেব

কাক্কেশ্বর কুচকুচে যখন সময়ের নিয়মে ফেলে

উধো শেখায় কখন বয়স কমে না গেলে

শেষটায় বুড়ো হয়ে মরতে হয়...

তাই তোমায় মনে পড়লেই

সব চে' সহজে সব চে' কঠিন শাস্তিটা দিয়ে রেখেছো---

কখনও রামগরুড়ের উত্তরাধিকারী হওয়া যাবে না।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র