প্রেমিক জন্মে - তুষার ভট্টাচাৰ্য || Premik Jonme - Tusar Bhattacharya || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 প্রেমিক জন্মে

          তুষার ভট্টাচাৰ্য



দেখেছি এই ধুলোমাটি মাখা প্রেমিক জন্মে

ভালবাসার কোনও জয় নেই

পরাজয় নেই ;

ভালবেসে পেয়েছি শুধুই বৈষ্ণবীর

দু'চোখভরা অশ্রুর অভিমান

উপহার ;

তবু হৃদয়ের বাতিঘরে বাঁধিয়ে রেখেছি

 গালে টোল পড়া শ্যামল বৈষ্ণবীর

টলটলে মুখের ছবি জীবন ।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র