বৃষ্টি-বালিকা - বদরুদ্দোজা শেখু || Bristi Balika - Badrujja Sekhu || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 বৃষ্টি-বালিকা 

বদরুদ্দোজা শেখু



মাঝ রাতে আজ বৃষ্টি নামলো,নামলো অঝোরে

একটু থামলো, আবার নামলো , নামলো সজোরে

গর্জন নাই বর্ষণ শুধু ঘনঘোর বরষাত

আজ শুধু ধারাপাত-- ধারাপাত সারারাত ।


বৃষ্টি-বালিকা আসে চঞ্চল মঞ্জীর চরণে

ষোড়শী যেন সে নাচে শ্যামল কোমল বরণে

কাজল সজলাকাশে চলছে চপল তার কীর্তি হাসছে নিশীথকালে তাপিত তৃষিত পৃথ্বী,

নন্দিত করি তারে বন্দিত বন্ধু সে ললনা

ওরে আজ প্রাণ খোল্ দোলা তোর আনন্দ-দোলনা

বাদলের তালে তালে সুন্দর অন্তর-বিতানে

যেন সে পরীয়া থাকে বিনিদ্র রজনী শিথানে,

শঙ্কারা শ্লথ আজ-- বিমগ্ন নিমগ্ন চেতনা

দুলে উঠে মায়াতরুর মৃদুল পৃথুল দ্যোতনা

ছলনার ছায়াতরু সেজেছে সৃষ্টির তরুতে

আজ শুধু ধারাস্নান নীরব বিবশ মরুতে

পরতে পরতে শুধু অম্লান অযুত ঝরনা

আসান ভাসান হবে আসন্ন প্রসন্ন-বরণা

বর্ষার কল্যাণে , কাঙ্ক্ষিত নিশীথ জাগো হে

মধুর মেদুর সুখ এই খুশ -নসীবের আবহে ,

 বৃষ্টির মধু-ধারা সমস্ত সৃষ্টির পালিকা

হাসছে নাচছে দ্যাখো শ্যামল কাজল বালিকা ।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র