পারি
সুশান্ত সেন
মূল্যবান সময়ের অপচয়ে
রয়ে সয়ে
চিতাবাঘ উঠে পড়ল খাটে
আদ্য শ্রাদ্ধ শুরু হল ঘাটে ঘাটে।
কে আবার ভাসিয়ে দেবে তরী
কে ভালো রাধে চচ্চড়ি
খুঁজে খুঁজে চলে যাবে বেলা
তুই কি পড়ে থাকবি ঘাটে , একেলা ?
কর গোছগাছ
জাল ফেলে ধর মাছ
দেখা যাক কে করে
পরের ধনে পোদ্দারী
তোমার সাথে কি টক্কর দিতে পারি।
No comments:
Post a Comment