পারি - সুশান্ত সেন || Pari - Susanta sen || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
পারি
সুশান্ত সেন
মূল্যবান সময়ের অপচয়ে
রয়ে সয়ে
চিতাবাঘ উঠে পড়ল খাটে
আদ্য শ্রাদ্ধ শুরু হল ঘাটে ঘাটে।
কে আবার ভাসিয়ে দেবে তরী
কে ভালো রাধে চচ্চড়ি
খুঁজে খুঁজে চলে যাবে বেলা
তুই কি পড়ে থাকবি ঘাটে , একেলা ?
কর গোছগাছ
জাল ফেলে ধর মাছ
দেখা যাক কে করে
পরের ধনে পোদ্দারী
তোমার সাথে কি টক্কর দিতে পারি।
Comments