জীর্ণ পৃথিবী - রিঙ্কু পাল || Jirna Prithibi - Rinku pal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
জীর্ণ পৃথিবী
রিঙ্কু পাল
পৃথিবীটা পুড়ে যাচ্ছে ঘুষঘুষে জ্বরে ।
ঘামে ভেজা আস্তিন গুটিয়ে আমরাও যাচ্ছি ক্ষয়ে
কতকটা বা সয়ে প্রখর তাপের দহন ।
হাঁড়িতে ফুটছে জল অথচ চাল বাড়ন্ত ।
বিশ্ব-জোড়া খিদে থেমে থাকে না ;
নেমে পড়তে হয় সকলকেই
রোজনামচার অলিতে গলিতে
কিনে নিতে হয়; ছিনিয়ে নিতে হয়
মুখের গ্রাসাচ্ছাদন অথবা ফুটপাথ যাপন ।
তারই মাঝে চিনে নিতে হয় জাত গোখরো
নয়তো খেতে হয় বিষাক্ত ছোবল।
ভাঙছে-গড়ছে রোজ নদীটার এ-কুল ও-কুল ।
তবু রোজ নদী-পাড়ে বসত গড়ে মানুষ।
জীবনের ভাঙাগড়া খেলায় বসে সংসারের মেলা ।
জীবিকা-জীবন-সম্পর্কের নিক্তিতে মাপা হতে হতে
মানুষ ধুলো-কাদা মাখা পৃথিবী থেকেই
ওড়া'য় সুখ দুঃখের ফানুস।
এদিকে ক্রমবর্ধমান জীবনের মাশুল গুনতে গুনতে
জীর্ণ পৃথিবীও জীর্ণতর হতে থাকে
পুড়ে যেতে থাকে ঘুষঘুষে জ্বরে ।
Comments