নদীকথা - দিবাকর মণ্ডল || Nodikotha - Dibakar Mondal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
নদীকথা
দিবাকর মণ্ডল
আবার এলাম ফিরে নদীটির কাছে...
মজা দহ, দুই তীরে ধূপধূপি বালি
এখানেই ডুবেছিল শবরীবালার যত আশা...
সজনে ডালের মতো ভেঙেছিল কিশোরীর বুনো ভালোবাসা।
কামধেনু চরেছিল এরই দুই তীরে
আড়বাঁশি বেজেছিল ভরা জ্যোৎস্নায়
তারপর হা-রাই বলে কেঁদেছিল যশোদাদুলাল।
বনো শালিখের ঝাঁক এখানেই একদিন লীন হয়েছিল,
শাঁখচিল গেয়েছিল করুণ বেহাগ।
মাদল ধিতাং নাচে গম্ভীর সিং মুড়া নেচেছিল ছৌনাচ আসরে।
সে নদী এখন মৃত, মমিময়...
মিশরীয় সভ্যতাই জানে।
Comments