মল্লার রঙের বশ্যতা - আবদুস সালাম || Mollar Ronger Bossata || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 মল্লার রঙের বশ্যতা

     আবদুস সালাম



ঘনিষ্ঠ জীবনের সজীবতা লিখি মল্লার রঙে 

অপ্রস্তুত শরীরে সোহাগের নদী টলোমলো 

 নিষিদ্ধ চুম্বনে সুর তোলে প্রতীক্ষার বাঁশি    

  অযাচিত সম্ভাবনার আলিঙ্গনে লেখা হয় প্রণয় আখ্যান


প্রাচীন ইঁদারায় কিংকর্তব্যহীন আফশোষ দেখি কাল্পনিক বলয়ে তার বিবর্ণ উচ্ছ্বাস

ভালোবাসা ভর্তি নির্বিকার স্থাপত্য কেঁপে ওঠে

  বিমূর্ত মিনারের শরীরে আঁকা হয় পাল ভাঙ্গা উচ্ছ্বাস


অন্তঃসারশূন্য কাঙাল বন্দরে ফোটে বাসনার ফুল

গান শোনায় অলৌকিক ভ্রমর    

যাপনশৈলীর সারমর্ম খুঁজি রোমিং এরিয়াই

সুরের মোহনায় রং পাল্টায় নির্লজ্জ মিথ্যাচার


ক্ষুধার্ত ,হ্যাংলা গ্রাসে গিলে নিই বাঁধাধরা প্ররোচনা

তারপর আক্ষেপ আর অপেক্ষা স্পর্ধা দেখায়

অন্দর মহল ঘিরে বশ্যতার চক্রব্যূহ


মুক্তির নিঃশ্বাসে খসে পড়ে আস্ফালনের পোশাক

বিষন্ন ফুলে দোল খায় অবাধ্য প্রজাপতি

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র