মহা নিষ্ক্রমণ - পরাগ চৌধুরী || Moha Niskraman - Parag Choudhary || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
মহা নিষ্ক্রমণ
পরাগ চৌধুরী
লোকটা আলিবাবার মতো রওনা দিয়েছিলো
স্বাধীনতার বন্ধ গুহার সামনে
চিচিং ফাঁক হাঁকতে
কিন্তু ঠিক কাশিমের মতো দেশের শরীরটা
দু'টুকরো হয়ে গেলো...
লোকটা রাতপরীর মতো বেরিয়ে প'ড়েছিলো
দেশটাকে সোনা করার
ছু মন্তরি জাদুকাঠি আনতে
কিন্তু ফুস মন্তরের অভাব না থাকায়
খাদ মিশে গেলো চাওয়া-পাওয়ায়...
Comments