শরত - প্রদীপ ভট্টাচার্য || Sarat - Pradeep Bhattacharya || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

শরত

 প্রদীপ ভট্টাচার্য


শরতের পিঠে চড়ে

আকাশে চাঁদ উঠেছে।

বেলা শেষে প্রথম প্রেমে

হাঁসছে ষোলকলায় -------


আজ থাকবে সারারাত

ভোরের গ্রীবায়, শিশিরের শব্দে

বৃষ্টির গান বাজবে ,টুপ্ টাপ্।


শিউলি তলায় পড়ন্ত ফুলগুলো

মৃত্তিকাকে বরণ করবে মালায়।

তারপর বসন্তক্ষণ আসবে, সন্ধিক্ষণে

শান্ত সমীরণে ;পাশে দাঁড়াবে সকাল।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র