আগুন হও এবার - অঞ্জনা ভট্টাচার্য্য || Agun hou ebar - Anjana Bhattacharya || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
আগুন হও এবার
অঞ্জনা ভট্টাচার্য্য
নরম হাত অবুঝ মন পূর্ণিমার চাঁদ
লোলুপ দৃষ্টির মারপ্যাচ বুঝে কি!
অমাবস্যার রাত জাগা পাখি দুটো
ডানা ঝাপটায় । শিকার হাতছাড়া
চিল শকুনের রাজ ।
চোখে এক পক্ষকালের হিংস্রতা
হংসবলাকার দলে মিলে যাও ।
ও গো মেয়ে যদি বাঁচতে চাও ।
শেষ হওয়ার আগে দপ করে জ্বলে ওঠা
প্রদীপের শিখা হয়ে ওঠো এবার
মেয়ে এবার আগুন হও , জ্বলে ওঠো
জ্বালিয়ে দাও শয়তানের আস্তানা।
Comments