আমার বেদনা - রূপায়ন হালদার || Amar bedona - Rupayan Haldar || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
আমার বেদনা
রূপায়ন হালদার
আমার বেদনা নিরপরাধ,
আমার বেদনা প্রতারকের কাছে উল্লাসের হাসি,
কিংবা মুখের আড়ালে লুকিয়ে থাকা অমানুষিক মনের প্রতিচ্ছবি।
চোখের জল মেঘ ভাঙ্গা বৃষ্টির মতো সমুদ্র নয়,
মনের অব্যক্ত যন্ত্রণা;
শিকড় উপরে যাওয়া গাছের সংকেত হীন যন্ত্রনার মতো নীরব।
আমার ব্যর্থতা----
আমি আমার বেদনা নিয়ে গুমোট বেঁধে থাকি;
আকাশের কালো ধূসর মেঘের মতো রূপ নিয়ে।
আর চেপে রাখতে না পারলে চোখে জল আসে,
তখন আধমরা শালিকের মতো ছটফট করি।
কাউকে মন খুলে বলতেও পারিনা।
আমার বেদনা নীরবে ক্রন্দনরতা মা'র মতো নিশ্চুপ।
তবে এ বাস্তব সত্য কে মানতে হবে;
সে যত' লোহার মতো কঠিন হোক না কেনো।
চিরদিন বসে থাকি;
অপ্রাণ পাথরের মতো ভারী হয়ে।
আর কেবল আত্মবিশ্লেষন করি---
প্রেমার্ত মনে বেদনার ছাপ কেন প্রস্ফুটিত হল;
উৎসবের বদলে দুঃখের মতো মূর্তি নিয়ে।
Comments