ভোলার মহালয়া শোনা
নিখিল মিত্র ঠাকুর
শিউলি ঝরা ভোরের বেলা,
শুনবে মহালয়া,
রেডিও খুঁজে বেড়ায় ভোলা,
ঘরময় চরকি দিয়া।
গিন্নি ঘুমায় নাক ডাকিয়া,
টেনে তোলে ভোলা,
বলেন গিন্নি দাঁত খিঁচিয়া,
মাচায় আছে তোলা।
নামায় ভোলা ধূলা ঝেড়ে
সারা বছর পরে,
রেডিও শুধুই বলে কে রে?
আমায় হাতে ধরে!
No comments:
Post a Comment