মন বিবাগী - দীপঙ্কর বেরা || Mon bibagi - Dipankar bera || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 মন বিবাগী

দীপঙ্কর বেরা


বাতাসে তার উড়নচণ্ডী মেঘ বিকেলের চলাফেরা

বিবাগী হয় ঘর ছাড়া সুখ ফেরারি মন স্বপ্ন ঘেরা।

আছড়ে পড়া ঢেউয়ের তালে চর জেগেছে বুকের মাঝে

রঙ জীবনের এইটুকু পথ খুঁজছে পীরিত সকাল সাঁঝে।

ও পাখি তোর বাসা ফেলে চললি কোথায় দূর সীমানা

আকাশ বড়ো মাটির মোহ করছে কে আর নিষেধ মানা?

খুব কাছে নয় পথ চলা পথ লক্ষ্য পূরণ যাওয়া আসা

বিচিত্র তার রূপ গভীরে আছে যত ভালোবাসা।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র