শিক্ষাগুরু - অভিজিৎ দত্ত || Sikhha guru - Avijit Dutta || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
শিক্ষাগুরু
অভিজিৎ দত্ত
শিক্ষাগুরু,তুমিই আমার ভিত
তুমিই আমার জীবনের প্রেরণা
তোমার আর্শীবাদ ছাড়া কিছুতেই
প্রকৃত মানুষ হতে পারতাম না।
শিক্ষাগুরু,তোমার কাছেই পেয়েছিলাম
দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা
যেগুলি ছাড়া কখনোই প্রকৃত
মানুষ হওয়া যায় না।
শিক্ষাগুরু,তুমিই প্রথম বুঝিয়েছো
এই পৃথিবীতে মানুষ সবাই সমান
কৃত্রিম ভেদাভেদ, ধর্মান্ধতা
লোভ, হিংসা ও স্বার্থপরতা
মানুষকে করেছে পশুর সমান।
শিক্ষাগুরু,তোমার কাছে শিক্ষা
মানবতার পাঠ
যেটা ছাড়া দুনিয়াই
বেঁচে থেকে কী লাভ?
সবশেষে শিক্ষাগুরু শিখিয়েছিলে
জীবনে ভালো মানুষ হতে
যেটা ছাড়া জীবনের কোন মূল্য আছে?
Comments