মাঝদরিয়া - রথীন পার্থ মণ্ডল || Majhdoria - Rothin Partha mondal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
মাঝদরিয়া
রথীন পার্থ মণ্ডল
রাত্রির বুক চিরে নেমে আসে মেঘ
তোমার ভালোবাসা মাখা হাতের স্পর্শে
একদিন ভেঙেছিল ঘুম।
ঘুম ঘুম চোখে দেখেছিলাম
তারাদের আনাগোনা,
তুমি তো ছিলে আমারই পাশে
হাতে হাত রেখে...
দমকা হাওয়ায় নিভে গেল সব
অন্ধকারে তোমার হাত হাতড়াতে হাতড়াতে
মাঝদরিয়ায় ভেসে চলি
কিনারার খোঁজে।
Comments