শিক্ষা অর্জন করলাম - রঞ্জিত বিশ্বাস || Sikhha Orjan korlam - Ranjit Biswas || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
শিক্ষা অর্জন করলাম
রঞ্জিত বিশ্বাস
সেদিন রাত্রি দশটা নাগাদ ,দেখেছি ভুতের খেল
এক লাফে সে গাছে উঠে ,গিলে খেলো নারকেল।
গাছের থেকে নেমে মাখলো গায়ে জল বিছুটি
চোখে ঢুকিয়ে এক কঞ্চি ,বের করলো পিচুটি।
ভীত হয়ে বীর হনুমান ডাকলো জোরে হুপ হুপ
মেজাজ হারিয়ে ভুত বললো সাইলেন্ট থাকবি চুপ, চুপ।
বীর হনুমান বললো তখন,ওরে কোকিল, পেঁচা
বাঁচতে চাইলে সবাই মিলে ভীষণ জোরে চেঁচা।
এই কথাতে ক্ষুব্ধ ভুত আর বাঁচিয়ে কি রাখে ?
ব্যাকসট মেরে বেচারিকে পৌঁছে দেয় ইরাকে ।
তবু ভুতের রাগ মেটেনি,হয় নি একটু খুশি
তেঁতুল গাছের ভাঙলো গুঁড়ি,মেরে একটা ঘুশি।
হঠাৎ দেখি আমার পানে ভুত আছে তাকিয়ে
তেড়ে এসে কিছু কথা বললো চোখ পাকিয়ে।
"খাবো আমি আরাম করে তোর রক্ত গুছিয়ে
পড়ার সময় ঘুমানোর রোগ দেব আজ ঘুচিয়ে।"
সত্যি বলছি সেদিন হলো অনেক শিক্ষা অর্জন
পড়ার সময় ঘুমের চিন্তা করেছি তাই বর্জন।
Comments