Saturday, October 28, 2023

বিষ্ঠার মাঝে অন্নের খোঁজ কারী - পাভেল রহমান || Bisthar majhe Onner kojh Kari - Pavel Rahaman || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 বিষ্ঠার মাঝে অন্নের খোঁজ কারী

                পাভেল রহমান 



বিষ্ঠার মাঝে নিষ্ঠার সাথে যাহারা খোঁজে অন্ন,

আমাদের এই সমাজ মাঝারে তাহারা হয়ত ঘৃণ্য।

আমি কিন্তু তাঁদের মাঝেই দেখিয়াছি বিধাতা,

যাহারা বিষ্ঠার মাঝে অন্নের খোঁজ কর্তা।

তারাই শেখায় কিভাবে হওয়া যায় জীবন যোদ্ধা।

বিষ্ঠার মাঝে নিষ্ঠার সাথে যারা অন্নের খোঁজ কারী,

শেষ নিঃশ্বাস তক যেন গাই জয়গান তাহাদেরই।



No comments: