সৌম্য-শান্তির জিয়াফত
বেদুইন পথিক
অভ্রংলিহ চির বিদ্রোহিনীর বিজয় কেতন উড়ে পতপত
বাজে বৈজয়ন্তীর করতাল, সন্ধ্যের আকাশ সাজে আবিরে
মা এলেন বুঝি? দশভুজা মা! নিয়ে সৌম্য-শান্তির জিয়াফত
রণরঙ্গিণী মূরতি তার- আঁকা যতো দুষ্ট মতির মানস তসবিরে
শিষ্টের প্রেমে প্রেমদুর্মদ মা, আকুল তিয়াসে তার পিয়াসী মন
গাহেন মানব প্রীতির স্তোত্র তিনি, পরাস্ত করি সকল অনাচার
পরার্থেই তাহার শুভ্র শরতে এমন ঘন অভ্র-আবির বেশ-বসন
শাসন-ত্রাসন সংহার- এ যে সবি তার অসুরবিনাসী যজ্ঞাচার।
No comments:
Post a Comment