Friday, October 27, 2023

মহাপ্রস্থানের পথে - আনন্দ গোপাল গরাই || Mahaprasthaner Pathe - Ananda Gopal garai || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

    মহাপ্রস্থানের পথে

      আনন্দ গোপাল গরাই



স্মৃতির গ্যালারি থেকে একে একে মুছে যাচ্ছে

একটা একটা করে ছবি

পোকায় কেটে দিচ্ছে বহুযত্নে সংরক্ষিত

মনের অ্যলবাম -- ধূসর বিবর্ণ সব!

দিন দিন শেষ হয়ে আসছে মগজের ব্যালান্স

কিছুদিন পরে হয়ে যাবে নিল

ফেল হবে রিচার্জও

অকেজো হয়ে যাবে ব্যাটারি

চেঞ্জ করলেও সেট হবে না পুরোনো সেটে।

ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে সবকিছু

তারপর ব্রেনডেথ

আই সি ইউ-তে থেকে

আবছা আলো আঁধারে চিনে নেওয়া 

মহাপ্রস্থানের পথ!

No comments: