নতুন জন্মদিন - সৌহার্দ্য মুখার্জী || Notun Jonmodin - Souhardho Mukherjee || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 নতুন জন্মদিন

    সৌহার্দ্য মুখার্জী



আমার বাড়ির পাশে একটা নদী থাকুক।

নগর সভ্যতার কোলাহল ছাপিয়ে তার ভাষা তীব্রতর হোক।

আমার বাড়ির পাশে থাকুক দেবদারু, পাইনদের বিরাট পাহারা।

আর থাকুক পাহাড়ি সর্পগন্ধার দল।

চাঁদের আলো আমায় স্নান করিয়ে যাক প্রতি রাত্রে।

আমি ঘাসের সবুজ গালিচাই শুয়ে ওই চাঁদের আলো মদিরার মত পান করব

আমার বাড়ির পাশে থাকুক আদিত্য রশ্মি মাখা পাহাড়ের দল।

তাদের কোলে দাঁড়িয়ে আমার দর্পের সমাধি বানাতে চায়।

আমি ভোরের কুয়াশায় তামাকের ধোঁয়া মিশিয়ে দেবো প্রতিদিন।

আমার বনানী ঘেরা বাড়ি থাকুক একটা।

যেখানে আবিষ্কার করব আমার নতুন জন্মদিন।


Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র