তুমি মেয়ে , মা আর প্রেমিকা
অসীম কুমার সমাদ্দার
তুমি নারী , পর্দানসিনা , কোন অধিকার নেই প্রয়োগে
খড়ির গন্ডি মেনে নাও , মাতবে না কোন হুজুগে
শৈশবে খেলা ছিল রান্নাবাটি আর পুতুল-বিয়ের সাজ
যুবতী আর জননী হয়ে নিয়েছো সারা দুনিয়ার কাজ
সমাজপতির বিধান তোমায় বারবার করে আহত
সুস্থ জীবন ধ্বংস করে ছন্দ হয়েছে ব্যাহত
যারা ঠেলে দিল পিছনে সন্ধ্যারতির আগে
বজ্রকঠিন রূপ দেখে শয়তানেরা ভাগে
পৃথিবীর সব সৃষ্টিতে ছিলে সকলের অগ্রভাগে
ভিঞ্চির মোনালিসায় বা অসুর নিধনে তোমার স্পর্শ লাগে ,
সংস্কার আর বিধিনিষেধের বেড়াজাল ভেঙে ফেলে
এগিয়ে গিয়েছো বহুদূর তুমি প্রসারিত ডানা মেলে
অনাহারে অনিদ্রায় কাটিয়েছো বহু রাত
সব লড়াইয়েই জিতে করেছো বাজিমাত
তুমি মেয়ে ,মা আর প্রেমিকা হয়ে থাকো সবার পাশে
অশুভর বিসর্জনে রয়েছো শুভর কাছে ।
No comments:
Post a Comment