স্বাধীন - সুমিত কুমার রানা || Swadhin - Sumit Kumar Rana || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 স্বাধীন 

সুমিত কুমার রানা



স্বাধীনতা?

সে তো অলীক এক কল্পনা। 

সাম্রাজ্যবাদের থাবায় সাধারণ আজ শিকার ছাড়া কিছুই নয়.....

সাম্যবাদ পুঁজিবাদের পায়ের নীচে পৃষ্ঠ হয় সকাল থেকে সন্ধ্যায় !

মৌলিক অধিকারের হরনে তবু মোরা স্বাধীন, মোরা সবাই স্বতন্ত্র....

মুখ খুললে, উচিৎ বললে সর্বশান্ত হই, লাশ হই।

কতো জন মর্গে, কেউ হয়েছে কাক, চিল, কুকুর, শকুনের আহার !

খবরদারি শুধু ওরা দেখায়, আইন কানুন আছে যতো সব আমাদের তরে-

দিনের শেষে লেলিয়ে দিল, ব্যাস!

আমরা স্বাধীন বলির পাঁঠা,

আমরা সবাই জগতের সাধারণ খেটে খাওয়া লোক।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ