জ্যোৎস্না - উৎপলেন্দু দাস || Jyotsna - Utpalendu Das || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 জ্যোৎস্না

 উৎপলেন্দু দাস



এখনো আঁধার নামে আনন্দ মুছে

দিবসে নিশীথে না বলে কয়ে

চোখ ভেসে যায় চোখের ভিতরে

অপেক্ষায় কেটে যায় প্রতিদিন

খুঁজে ফিরি তোমায় আকাশ জুড়ে

এই জনমের জননীর স্নেহ করুণার আলো

পরম পাওয়া ছোট্ট যাত্রা পথে

রেখেছে কৃতজ্ঞ অন্তর সদা আলোকিত করে ।


তারপর আঁধার মুছে হেসে ওঠে 

সেই মায়াবী আলো

তারারা সরে যায় ঢের ঢের দূরে 

অজগরের মত এক অমোঘ অনুভূতি 

অদম্য আকর্ষণে টানতেই থাকে

জ্যোৎস্না নাম্নী সেই মানবীর কাছে পেশ

যে রেখে ছিলো জঠরে আমায় দশমাস ধরে।  

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র