Saturday, October 28, 2023

আমিই ইতিহাস - শুভজিৎ ব্যানার্জী || Amiy Itihas - Subhajit Banerjee || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 আমিই ইতিহাস

       শুভজিৎ ব্যানার্জী



আমি ডাক শুনেছিলাম!

আমি পেয়েছিলাম তোমার পরিচয়, 

জেনেছিলাম তোমার নিদারুণ সংগ্রামের খবর,

রেখেছিলাম তোমার ক্রুদ্ধ চোখে চোখ।

আমি ডাক শুনেছিলাম!


আমার কাছে অসম্ভবের সম্ভাব্য সতর্কতা ছিল,

আমার কাছে আরো ছিল পরাজয়ের আশংকা,

পিছু ডেকে ভয় বলেছিল আমায় শিয়রে শমন ,

মনের কোথাও হয়তো অন্ধ সাহস ছিল।

আমার কাছে অসম্ভবের সম্ভাব্য সতর্কতা ছিল!


আমার না ছিল জেতার তাগিদ না ছিল হারের ভয়, 

আমি বিশ্বাসে বিশ্বাসী, 

আমি প্রত্যয়ের প্রত্যাশী,

আমি গর্বিত অহংকার,

আমি আমার নিজের প্রতিদ্বন্দ্বী,

আমার না ছিল জেতার তাগিদ না ছিল হারের ভয়!


ইতিহাস লেখা হয়েছিল আমার জন্য,

লেখা হয়েছিল আমার প্রতিটা সংগ্রাম,

থামার আগে ভুলেছি থামতে,

শুরুর আগেই সৃষ্টি করেছি,

বোঝার আগে তত্ত্ব করেছি তৈরী,

জেতার আগেই পড়েছি জয়মাল্য,

ইতিহাস লেখা হয়েছিল আমার জন্য!



(প্রথম গুহামানবের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ)



No comments: