নীরব শহর - সোমা রায় || Nirab Sahar - Soma Ray || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
নীরব শহর
সোমা রায়
এই শ্রাবণের সন্ধ্যায়
তোমার শহরের মাদকতা গ্রাস করে আমায়
কত স্বপ্ন হারায় চিরন্তন নীরবতায়
আধারের ঘনঘটায় খুঁজে ফিরি তোমায়
এই শহর তুমি চিনিয়ে ছিলে আমায়
আজ এই শহরই ছিনিয়ে নিল তোমায়
অবশেষে কিছু মধুর স্মৃতি রইল পড়ে
স্মৃতির মাঝেই খুঁজিবো তোমায় বারে বারে ।
Comments