এইতো এবার কাব্য ফুটুক - রবীন প্রামাণিক || Eito ebar kabbo futuk - Robin Pramanik || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 এইতো এবার কাব্য ফুটুক

          রবীন প্রামাণিক 


একটু করে খুললো কপাট আসলো আলোর রেখা

উঠছে জেগে জীবন কলি পাবো এবার দেখা!


মনের আশায় চেয়ে আছি ঈশ্বান কোনের পাছে

ফুটবে আলো উঠবে বাতাস আসবে প্রাণের কাছে।


দুরন্ত সেই বাতাস কখন করবে লুটোপুটি 

কাশের মাঠে শিউলি তলে কতই না খুনসুটি!


সাদা মেঘের ওড়াউড়ি আকাশ ভরা ছুটি 

কোথায় কখন যায় যে ছুটে মৌমাছিদের জুটি ।


পদ্মবনে বক্ষ ভরা প্রেমের ছোঁয়া চলে 

স্নিগ্ধ শীতল স্পর্শ নিয়ে ফোটে দিঘির জলে ।


দেশ বিদেশে বার্তা দিলাম মেঘের বুকে দিয়ে 

ঘরে ফেরার এই নিমন্ত্রণ দিলাম আশা নিয়ে ।


এইতো তুমি আসবে বলে তোমায় পাবার ছলে

মেধা-মন আর পৌরুষ ছেনে যুক্ত করি দলে ।


এই তৌ তুমি কাব্য আমার জন্ম জন্ম ধরে

বাজাও বাঁশি নতুন করে রাখো জীবন ভরে ।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র