Saturday, October 28, 2023

আমার প্রেম - কাজল মৈত্র || Amar Prem - Kajal maitra || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 আমার প্রেম

     কাজল মৈত্র 


আমার প্রেম পরের তরে

সাম্যের গান গায়

আমার প্রেম জীবন ভরে

বিদ্বেষ বিষ নেভায়

আমার প্রেম হৃদয় জুড়ে

ভালবাসা বিলায়

আমার প্রেম রক্তের দরে

পরিশ্রমই শেখায় ।

No comments: