মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
আমার প্রেম
কাজল মৈত্র
আমার প্রেম পরের তরে
সাম্যের গান গায়
আমার প্রেম জীবন ভরে
বিদ্বেষ বিষ নেভায়
আমার প্রেম হৃদয় জুড়ে
ভালবাসা বিলায়
আমার প্রেম রক্তের দরে
পরিশ্রমই শেখায় ।
Post a Comment
No comments:
Post a Comment