কেন তুমি - দীপক বসু || Keno tumi - Dipak Basu || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry
কেন তুমি
দীপক বসু
কেন তুমি এত চঞ্চল হয়ে ওঠো
হৃদয় কে বিলিয়ে দাও যথা তথা
মাটিকে কেন ভালোবাসো
নদীকে মন দিয়ে দাও সকালে
সবুজ জড়িয়ে ধরো কাছে
আকাশকে বলো তোমাকেও আমি ভালোবাসি বড়!
তুমি পাখি ডাকো বুলবুলি টিয়ে
ঘাসের বুকে খুব গোপনে হাত বুলাও
এ সব ভালো বাসা তুমি আমাকে দাও না কেন
দুহাত ভরে!
তুমি আমাকে দাওনা কেন
একটু হাসি
কিছু কথা
মন টাকে দিয়ে!
আমি তো নষ্ট করিনা কিছু
দেয়নি তোমার কিছু ফেলে!
Comments