Thursday, October 26, 2023

রাস্তার ছেলে - সব্যসাচী মন্ডল || Rastar Chele - Sabyasachi Mandal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 রাস্তার ছেলে 

       সব্যসাচী মন্ডল


দ্যাখো ওরা হাসে , 

ওরা কাঁদে না, 

এ পৃথিবী করেছে অনেক চেষ্টা, 

তবুও ওরা হাসে

সমস্ত দুঃখ ভুলে। 


ওরা রাস্তায় থাকে, 

ছুঁড়ে ফেলা খাবার খোঁজে, 

ডাস্টবিনের পাশে। 

তবুও ওরা হাসে

সমাজের নিষ্ঠুরতাতে। 


ওদের জন্ম হয়েছে

মৃত্যুকে বিদায় জানিয়ে। 

ওদের বেঁচে থাকতে হবে, 

প্রতিদিনের লড়াইকে স্বাগত জানিয়ে। 

এটাই ওদের জীবন, 

হাসতে হাসতে চলে

দুঃখকে বিদায় জানিয়ে। 


মাতৃগর্ভের প্রবল নিরাপত্তা ছাড়িয়ে, 

অনিশ্চয়তার গাঢ় অন্ধকারে, 

ধুলো মাখা জীবনে, 

বেঁচে আছে ওরা। 

ওরা রাস্তার ছেলে, 

সামাজিকতা , বিলাসিতা ফেলে

মাটির সোঁদা গন্ধে

মিশেছে জীবন ওদের। 


ওরা বোঝেনা অর্থনীতি, 

বোঝেনা ওরা ক্ষমতা। 

ওরা বোঝে শুধুই

 বেঁচে থাকার সংগ্রাম, 

ক্ষুধার জ্বালায় পাকস্থলীর আর্তনাদ। 


ওরা সহজেই বয়ে যায়

সমাজের কালো অন্ধকারে। 

কারণ ওদের নেই কোন অভিভাবক, 

নেই কোন আলোর দিশা, 

ওরা শুধুই হাসে, 

কান্না ওদের কাছে বিলাসিতা। 


 

No comments: