Sunday, February 19, 2023

রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েতে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ || WB GP Group-D Group-C Recruitment 2023


 



সারা রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর আছে। নিয়োগ হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত গুলিতে গ্রুপ-ডি, গ্রুপ-সি পদে নতুন কর্মী নিয়োগ হতে চলেছে। সামনে পঞ্চায়েত ভোট। তাই নিয়োগ হতে চলেছে নতুন। সুযোগ হাতছাড়া করা যাবে না। মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পাস পর্যন্ত সকল বেকার চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড়ো সুযোগ। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই ন্যুনতম মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পাস করা পর্যন্ত সকল যোগ্যতার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।



নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-


পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্ৰাম উন্নয়ন দপ্তরের অধীনস্থ West Bengal Comprehensive Area Development Corporation এর পক্ষ থেকে জেলা ভিত্তিক কৃষি বিকাশ কেন্দ্রে যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি হল-



• Programme Co-ordinator


• Subject Matter Specialist (Crop Production)


• Subject Matter Specialist(Home Science)


• Subject Matter Specialist(Animal Husbandry)


• Subject Matter Specialist(Agro Meteorology)


• Programme Assistant (Lab Technician)


• Programme Assistant(Agromat Observer)


• Farm Manager


• Stenographer


• Assistant


• Driver


• Support Staff



শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-


উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে পদ বিশেষে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা হল-




Driver-


এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে শুধু মাত্র মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেইসঙ্গে একটি যথাযথ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও কোনো আবেদনকারীর যদি সংশ্লিষ্ট পদে ১ বছর ট্রেড কোর্স Complete করার সার্টিফিকেট থাকে অথবা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ড্রাইভিং এর কাজের অভিজ্ঞতা থাকে অথবা মোটর মেকানিকের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। বেতন প্রতি মাসে ৮,০০০-২৭,৮০০ টাকা।



Programme Co-ordinator-


এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে Horticulture/Agriculture/Animal Science/Fisheries এ গ্ৰ্যাজুয়েশান, পোস্ট গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি সহ Doctorate ডিগ্ৰি পাস করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। বেতন প্রতি মাসে ১৫,৬০০-৪৭,১০০ টাকা। 



Stenographer-


এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্টেনোগ্ৰাফারের কোর্স Complete করার সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। বেতন প্রতি মাসে ১০,৭০০-৪১,২০০ টাকা ।



Assistant-


এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অনার্স সহ গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে কাজ করার জ্ঞান থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। বেতন প্রতিমাসে ১০,৭০০-৪১,২০০ টাকা।



Support Staff-


এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে শুধু মাত্র মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেইসঙ্গে ITI কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের মাধ্যমে কাজ করার জ্ঞান থাকলে অগ্ৰাধিকার পাওয়া যাবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। বেতন প্রতি মাসে ৬,৬০০-১৭,৯০০ টাকা ।


        বাকি যে সব শূন্যপদ গুলি রয়েছে সেগুলির সন্বন্ধে বিস্তারিত ভাবে জানতে চাইলে আমাদের এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে সেখান থেকে পড়ে জেনে নিন।



আবেদন পদ্ধতি:-


উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ‌‌। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-



১) প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbprd.gov.in/www.wbcadc.com এ গিয়ে সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রের একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।




২) এরপর সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে ‌।




৩) এরপর ফর্মের একেবারে উপরে ডানদিকে ফটো লাগানোর জায়গায় এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং একেবারে নীচের দিকে ডানপাশে সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে।


৪) এরপর এক এক করে যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।


৫) তারপর সবকিছু একসাথে খামে ভরে খামের উপর ঠিকানা ও যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।



প্রয়োজনীয় ডকুমেন্টস:-


আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-



১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।


২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।


৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।


৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।


৫) তে পদের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর প্রয়োজন সেক্ষেত্রে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।


৬) যে পদের ক্ষেত্রে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর প্রয়োজন সেক্ষেত্রে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।


৭) যে পদের ক্ষেত্রে ITIকোর্সের সার্টিফিকেট এর প্রয়োজন সেক্ষেত্রে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।


৮) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।



প্রার্থী বাছাই পদ্ধতি:-


উক্ত পদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই দুটি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।



আবেদনের সময়সীমা ও আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-


সংশ্লিষ্ট পদ গুলির জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ৭/০৩/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থী তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-



        To,


        The Administrative Secretary,


        West Bengal Comprehensive Area


        Development Corporation, Mrittika


        Bhavan 18/9 DD Block, Sector-l,


        Salt Lake, Kolkata-700064


OFFICIAL NOTICE: 

Click here 🔴


OFFICIAL WEBSTE: 


Click here 🔴


______________________________________


চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন





Telegram group-

Click here 🔴






Whatsapp group-

Click here 🔴





Friday, February 17, 2023

বাংলা সহায়তা কেন্দ্রে ৩ হাজার শূন্যপদে নতুন কর্মী নিয়োগ নিয়োগ || WB BSK New Recruitment 2023 || BSK Recruitment 2023


 




পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি পরিষেবা দেবার জন্য  বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra) শুরু করেছেন। আধার কার্ডের সংশোধন, আধার কার্ড তৈরি ছাড়া  বিভিন্ন সরকারি প্রকল্প সহ অন্যান্য কাজের সুবিধা পাওয়র  জন্য এই সংস্থার নির্মাণ। সাধারণ মানুষের সুবিধার্থে নতুন তিন হাজার কর্মী নিয়োগ এর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


বিষয় সূচীঃ-
রাজ্যে নতুন করে ১৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি
প্রায় ৩ হাজার শূন্যপদে BSK-তে কর্মী নিয়োগ 
আধার কার্ডের সব কাজ 
বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ 
রাজ্যে নতুন করে ১৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি
ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে বাংলা সহায়তা কেন্দ্রে আধার কার্ডের কাজের অনুমোদন মিলেছে। আর এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে বাংলা সহায়তা কেন্দ্র স্থাপন করতে চলেছে। তাই রাজ্যে আরো ১৪৬১ টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র তৈরি হতে চলেছে। 

প্রায় ৩ হাজার শূন্যপদে BSK-তে কর্মী নিয়োগ  হবে। 
বর্তমানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় মোট ৩৫৪১ টি বাংলা সহায়তা কেন্দ্র আছে। এই পরিমাণ বিএসকে তে মোট ৭১২০ জন পরিষেবা দেবার কাজে কর্মরত রয়েছেন। তবে রাজ্যে নতুন তৈরি হওয়া বাংলা সহায়তা কেন্দ্রের জন্য আরো ২৯২২ জন অর্থাৎ মোটামুটি ৩০০০ জন কর্মী নিয়োগ হতে চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়োগের কথা তথ্য সূত্রে জানা গেছে।

আপনাকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু করা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের ৯ কোটি মানুষ উপকৃত হচ্ছে। বাংলা সহায়তা কেন্দ্রে সরকারি দপ্তরের মোট ৩২৩ টি পরিষেবা পাওয়া যায়। 

আধার কার্ডের সব কাজ এখন থেকে বাংলা সহায়তা কেন্দ্রে আঁধার পরিষেবার বিষয়টি সংযুক্ত হলো। কেন্দ্র সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী পোস্ট অফিসের মাধ্যমে ৫০ টাকার বিনিময়ে আধার কার্ডের সংশোধন করা হচ্ছে। তবে সেখানে প্রচুর লাইন (ভিড়) এবং পরিষেবা সঠিকভাবে না পাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে এমন অনেক সংস্থা রয়েছে যারা আধার কার্ডের কাজ করিয়ে দেওয়ার জন্য ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত টাকা চার্জ করছে। 

তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব। 


নোটিশ নাম্বার :- 130-PAR(BSK)/BSK-57/2022(PT-II)



পদের নাম :- 

ডাটা এন্ট্রি অপারেটর (DEO)



নিয়োগকারী সংস্থা :- 

বাংলা সহায়তা কেন্দ্র (BSK)



শিক্ষাগত যোগ্যতা :- 

 উচ্চ-মাধ্যমিক পাশ এবং সাথে কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকলে আবেদন করার সুযোগ পাবেন|



শূন্যপদ :- 

মোট ১৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্রে ২ জন করে মোট ২৯২২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |







বয়সসীমা :- 
 বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে । সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


বেতন :- 
 প্রতি মাসে ১০,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা।



নিয়োগ পদ্ধতি :- 
প্রথমে হবে ইন্টারভিউ তারপর কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে |


আবেদন পদ্ধতি :- 
শুধু মাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন করার সুযোগ পাবেন। 


নিয়োগ স্থান :- 
পশ্চিমবঙ্গের বিভিন্ন নতুন বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করানো হবে | রাজ্যে বেশির ভাগ পঞ্চায়েত দপ্তরে নতুন বাংলা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠিত হতে চলেছে, তাই বেশির ভাগ শূন্যপদ থাকবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত অফিসের অধীনে |

বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ 
খুব শীঘ্রই বাংলা সহায়তা কেন্দ্রে প্রায় ৩০০০ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে জানিয়ে দেবো। 

Important Links:- 

Official Notice :- 

BSK List :-

Website Link :- 

______________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন




Telegram group-





Whatsapp group-








Wednesday, February 15, 2023

CANARA BANK RECRUITMENT 2023 || ক্যানাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগ 2023


 


ক্যানড়াব্যাঙ্ক ফ্যাক্টরস লিমিটেড একটি চুক্তির ভিত্তিতে আইনি অফিসার পদের জন্য আমন্ত্রিত আবেদনগুলির একটি সহায়ক সংস্থা৷ কানারা ব্যাঙ্ক নিয়োগ 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, শুধুমাত্র 01 টি শূন্যপদ রয়েছে। নিয়োগ 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীর আইনে স্নাতক ডিগ্রি (LLB/LLM) থাকতে হবে এবং বার কাউন্সিলে একজন অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত হতে হবে। নিয়োগ 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, বয়স 01.01.2023 অনুযায়ী 21 থেকে 35 বছরের মধ্যে হওয়া উচিত। SC/ST প্রার্থীদের জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছর বয়সের ঊর্ধ্ব সীমাতে শিথিলকরণ গ্রহণযোগ্য।


 2023 সালের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, যোগ্য প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে প্রতি মাসে 45800 টাকা। নিয়োগ 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, চুক্তির ভিত্তিতে আইনি অফিসার পদের জন্য আবেদনগুলি যোগ্যতা, অভিজ্ঞতা, উপযুক্ততা/ থাকার জায়গার ভিত্তিতে শর্টলিস্ট করা হবে এবং বাছাই করা প্রার্থীদের শুধুমাত্র কল লেটার এবং/অথবা সাক্ষাত্কারের জন্য ডাকা হবে। ই-মেইল সাক্ষাৎকারটি বেঙ্গালুরুতে আমাদের নিবন্ধিত অফিসে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের চিঠি/মেল শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পাঠানো হবে।




 কানারা ব্যাঙ্ক নিয়োগের বয়স 2023:

 Canara Bank Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, বয়স 01.01.2023 অনুযায়ী 21 থেকে 35 বছরের মধ্যে হওয়া উচিত। SC/ST প্রার্থীদের জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছর বয়সের ঊর্ধ্ব সীমাতে শিথিলকরণ গ্রহণযোগ্য


 কানারা ব্যাঙ্ক নিয়োগ 2023-এর জন্য যোগ্যতা:

 Canara Bank Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীর আইনে স্নাতক ডিগ্রি থাকতে হবে (LLB/LLM) এবং বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত হতে হবে।


 কানারা ব্যাঙ্ক নিয়োগ 2023-এর জন্য নির্বাচন প্রক্রিয়া:

 Canara Bank Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, চুক্তির ভিত্তিতে আইনি অফিসার পদের জন্য আবেদনগুলি যোগ্যতা, অভিজ্ঞতা, উপযুক্ততা/ থাকার জায়গার উপর ভিত্তি করে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের শুধুমাত্র কল লেটারের মাধ্যমে সাক্ষাত্কারের জন্য ডাকা হবে। / অথবা ই-মেইল। সাক্ষাৎকারটি বেঙ্গালুরুতে আমাদের নিবন্ধিত অফিসে অনুষ্ঠিত হবে। ইন্টারভিউ লেটার/মেল শুধুমাত্র বাছাই করা প্রার্থীদের পাঠানো হবে।


 কানারা ব্যাঙ্ক নিয়োগ 2023-এর জন্য কীভাবে আবেদন করবেন:

 Canara Bank Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীরা কোম্পানির ওয়েবসাইট WWW.CANBANKFACTORS.COM থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন। আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা এবং প্রার্থীর স্বাক্ষরিত ফি এর জন্য প্রযোজ্য ডিমান্ড ড্রাফ্ট সহ


  নিম্নলিখিত ঠিকানায় জমা দেওয়া হয়েছে:


 সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো

 ক্যানব্যাঙ্ক ফ্যাক্টরস লি

 নং 67/1, কনকপুরা মেইন রোড

 (লালবাগ পশ্চিম গেটের কাছে)

 বাসবনগুড়ি

 বেঙ্গালুরু - 560 004


 যথাযথভাবে পূরণ করা আবেদনগুলি আমাদের নিবন্ধিত অফিস, বেঙ্গালুরুতে 17.02.2023 তারিখে বা তার আগে 5.30 PM এর আগে উল্লিখিত ঠিকানায় পৌঁছাতে হবে, যথাযথভাবে খাম/কভার এবং প্রাপ্ত আবেদনের উপর "চুক্তির ভিত্তিতে আইনী কর্মকর্তার পদের জন্য আবেদন" শীর্ষক লেখা। উপরোক্ত তারিখ/সময়ের পরে গ্রহণযোগ্য/বিনোদন করা হবে না।


Official notice -Click here 🔴

Tuesday, February 14, 2023

রাজ্যে আবার হোম গার্ড নিয়োগ, শুধু মাত্র অষ্টম শ্রেণি পাশে চাকরি || WB Home Guard Recruitment 2023 || WB Job News 2023 || Home Guard Recruitment in Paschim Medinipur


 


পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আবার নতুন নিয়োগ হতে চলেছে হোম গার্ড পদে। নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর বিভিন্ন থানায় । ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। এই হোম গার্ডের চাকরির জন্য ছেলে-মেয়ে সকলেই আবেদন করার সুযোগ পাবেন। আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে ইচ্ছুক প্রার্থীরা তাদের নিকটবর্তী থানায় গিয়ে আবেদনপত্র জমা করতে পারবেন। শুধু মাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করার সুযোগ পাবেন।

 তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।



হোম গার্ড নিয়োগ বিষয়ক তথ্য (Home Guard Recruitment Details)


যে পদে নিয়োগ করা হবে:


হোম গার্ড (Home Guard)


হোম গার্ডের বেতন:

 প্রতিদিন 565 টাকা (দৈনিক ভিত্তিতে)।


 বয়স:

প্রার্থীর বয়স 18-40 বছরের মধ্যে হওয়া আবশ্যক।


 শূন্যপদ:

পশ্চিম মেদিনীপুর জেলার ৮ টি থানাতে মোট ১০০ টি শূন্যপদে নিয়োগটি হবে। 



শিক্ষাগত যোগ্যতা:

কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ (Eight Pass) হলেই হোম গার্ডের চাকরির জন্য আবেদন করা যাবে। সেই সাথে আবেদনকারী অবশ্যই বাংলায় লিখতে এবং পড়তে পারতে হবে। 



অন্যান্য যোগ্যতা: 

পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৬০ সেমি এবং ওজন কমপক্ষে ৫১ কেজি হতে হবে।

মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৫২ সেমি এবং ওজন কমপক্ষে ৪৪ কেজি হতে হবে।



 নিয়োগ প্রক্রিয়া: 


লিখিত পরীক্ষার শারীরিক মাপ যোগ এবং দৌড়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। 


যে সমস্ত থানায় হোম গার্ড নিয়োগ হবে: 

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি, ডেবরা, কোতয়ালি, খড়গপুর লোকাল, দাতন সহ মোট আটটি থানায় এই হোম গার্ড নিয়োগ করা হবে। 



 আবেদন প্রক্রিয়া:-

 অফলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করার ফর্ম নির্দিষ্ট থানায় গিয়ে সংগ্রহ করতে হবে।



ওই আবেদন পত্রটিকে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে এবং তার সাথে দরকারি বেশ কিছু ডকুমেন্টসের জেরক্স যুক্ত করে একটি খামে ভর্তে হবে। সবশেষে ওই আবেদনপত্র সহ খামটি নির্দিষ্ট থানায় গিয়ে জমা করতে হবে। 


আবেদনের শেষ তারিখ:

17/02/2023 (17 ফেব্রুয়ারি 2023)




গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

👇👇👇👇


Official Website-

Click here 🔴



Official notice-

Click here 🔴


______________________________________


চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন





Telegram group-

Click here 🔴






Whatsapp group-

Click here 🔴



Sunday, February 12, 2023

হলদিয়ার কারখানায় কর্মী নিয়োগ || Haldia Industry Recruitment 2023


 



 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। হলদিয়ার একাধিক শিল্পসংস্থায় বিভিন্ন শূন্যপদে চুক্তিভিত্তিতে ৮৮ জন স্কিলড, আনস্কিলড শ্রমিক নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হলদিয়ার জব পোর্টালে (Haldia Job Vacancy)। আপনাদের সুবিধের জন্য একলপ্তে একাধিক সংস্থার নিয়োগের বিস্তারিত তথ্য তুলে ধরেছি একটি প্রতিবেদনের মধ্যে দিয়েই। টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল নানান কাজের জন্য এই নিয়োগ হচ্ছে। আপনারা নিজেদের পছন্দ মতো কাজে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারেন।

তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।




১। কাজের সাইট – HALDIA PETROCHEMICALS LTD.


নিয়োগকারী সংস্থা – MM AQUA TECHNOLOGIES LTD.

কাজের নাম – স্কিলড ওয়ার্কার ফর কুলিং টাওয়ার জব

শূন্যপদ – ২০টি

শিক্ষা – অষ্টম থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হলে আবেদন করা যাবে

অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

বয়স – ৫০ বছরের নীচে

কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

আবেদনের শেষ দিন – ৮ ফেব্রুয়ারী, ২০২৩ বেলা ২টো পর্যন্ত অফলাইনে আবেদন নেওয়া হবে। রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করা যাবে।

এই কাজের অফিশিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে এবং কাজটির সম্পর্কে বিস্তারিত জানতে MM AQUA TECHNOLOGIES LTD. JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।


২। কাজের সাইট – Hiranmaye Energy Limited


নিয়োগকারী সংস্থা – D.B. CONSTRUCTION

কাজের নাম – আনস্কিলড লেবার

শূন্যপদ – ২৮টি

শিক্ষা – শিক্ষাগত যোগ্যতা বা কোনও টেকনিক্যাল জ্ঞান প্রয়োজন নেই। অনভিজ্ঞরাও আবেদন করতে পারেন।

আবেদন কারী – পুরুষ/ মহিলা উভয়েই এই কাজের জন্য আবেদন করতে পারেন

বয়স – ২০ থেকে ৫৫ বছর

কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

আবেদনের শেষ দিন – ৯ ফেব্রুয়ারী, ২০২৩ বেলা ২টো পর্যন্ত অফলাইনে আবেদন নেওয়া হবে। রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করা যাবে।

এই কাজের অফিশিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে এবং কাজটির সম্পর্কে বিস্তারিত জানতে D.B. CONSTRUCTION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৩। কাজের সাইট – IOCL, Haldia


নিয়োগকারী সংস্থা – SANTRA ENTERPRISE

কাজের নাম – আনস্কিলড

শূন্যপদ – ২৪টি

শিক্ষা – কমপক্ষ্যে মাধ্যমিক পাশ, কোনও টেকনিক্যাল জ্ঞান প্রয়োজন নেই। অনভিজ্ঞরাও আবেদন করতে পারেন।

বয়স – ৩০ বছর বয়সের মধ্যে

কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

আবেদনের শেষ দিন – ১০ ফেব্রুয়ারী, ২০২৩ বেলা ২.৩০টা পর্যন্ত অফলাইনে আবেদন নেওয়া হবে। রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করা যাবে।

এই কাজের অফিশিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে এবং কাজটির সম্পর্কে বিস্তারিত জানতে SANTRA ENTERPRISE JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৪। কাজের সাইট – CHLORIDE METALS LTD.


নিয়োগকারী সংস্থা – MIDNAPUR PLASTIC INDUSTRY PVT LTD

কাজের নাম – অপারেটর (FORKLIFT & HYDRA)

শূন্যপদ – ০৩টি

শিক্ষা – কমপক্ষ্যে মাধ্যমিক পাশ, সেই সঙ্গে কমপক্ষ্যে ৩ বছর হেভি ভেহিক্যাল ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

বয়স – ২৩ থেকে ২৮ বছর বয়সের মধ্যে

কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

আবেদনের শেষ দিন – ১০ ফেব্রুয়ারী, ২০২৩ বেলা ২.৩০টা পর্যন্ত অফলাইনে আবেদন নেওয়া হবে। রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করা যাবে।

এই কাজের অফিশিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে এবং কাজটির সম্পর্কে বিস্তারিত জানতে MIDNAPUR PLASTIC INDUSTRY PVT LTD JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৫। কাজের সাইট – WEST BENGAL WASTE MANAGEMENT LTD, HALDIA


নিয়োগকারী সংস্থা – ARCON UDYOG


কাজের নাম – EPOXY PAINTER, শূন্যপদ – ০৫টি, টেকনিক্যাল নলেজ – সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা – প্রয়োজন নেই, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – ২৩ থেকে ৪৫ বছর, কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

কাজের নাম – FITTER (SHEET), শূন্যপদ – ০৩টি, টেকনিক্যাল নলেজ – সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা – প্রয়োজন নেই, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – ২৩ থেকে ৪৫ বছর, কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

কাজের নাম – FABRICATOR (STRUC), শূন্যপদ – ০১টি, টেকনিক্যাল নলেজ – সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে মাধ্যমিক পাশ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – ২৩ থেকে ৪৫ বছর, কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

এই সমস্ত কাজে আবেদনের শেষ দিন – ৯ ফেব্রুয়ারী, ২০২৩ বেলা ৩টে পর্যন্ত অফলাইনে আবেদন নেওয়া হবে। রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করা যাবে।


এই কাজের অফিশিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে এবং কাজটির সম্পর্কে বিস্তারিত জানতে ARCON UDYOG JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।


৬। কাজের সাইট – CHLORIDE METALS LTD., HALDIA


নিয়োগকারী সংস্থা – M/s. NU INDIA CONSTRUCTION


কাজের নাম – HYDRA DRIVER LEAD CASTING PRODUCTION WORK, শূন্যপদ – ০১টি, প্রয়োজনীয় স্কিল – সেমি স্কিলড, শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছর কোনও কারখানায় প্রোডাকশান/ হাইড্রা ড্রাইভার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – ১৮ থেকে ৩৫ বছর, কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

কাজের নাম – FORKLIFT DRIVER PRODUCTION WORKER FOR CASTING, শূন্যপদ – ০১টি, প্রয়োজনীয় স্কিল – সেমি স্কিলড, শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছর কোনও কারখানায় প্রোডাকশান/ ফোর্কলিফট ড্রাইভার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – ১৮ থেকে ৩৫ বছর, কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

এই সমস্ত কাজে আবেদনের শেষ দিন – ৯ ফেব্রুয়ারী, ২০২৩ বেলা ২টো পর্যন্ত অফলাইনে আবেদন নেওয়া হবে। রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করা যাবে।


এই কাজের অফিশিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে এবং কাজটির সম্পর্কে বিস্তারিত জানতে M/s. NU INDIA CONSTRUCTION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।


৭। কাজের সাইট – CHLORIDE METALS LTD., HALDIA


নিয়োগকারী সংস্থা – IMPERIAL CONSTRUCTION


কাজের নাম – LEAD CASTING PRODUCTION WORKER (FURNISH REFINERY), শূন্যপদ – ০১টি, প্রয়োজনীয় স্কিল – সেমি স্কিলড, শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১ বছর যে কোনও কারখানায় প্রোডাকশান/ কনস্ট্রাকশান সাইটে ৫০ ডিগ্রীর ওপর হাইট টেমপারেচারে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – ১৮ থেকে ৩৫ বছর, কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

কাজের নাম – PRODUCTION WORK FOR CASTING (AS AND WHEN REQUIRED)-RELIVER, শূন্যপদ – ০১টি, প্রয়োজনীয় স্কিল – সেমি স্কিলড, শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১ বছর যে কোনও কারখানায় প্রোডাকশান/ কনস্ট্রাকশান সাইটে ৫০ ডিগ্রীর ওপর হাইট টেমপারেচারে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – ১৮ থেকে ৩৫ বছর, কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

এই সমস্ত কাজে আবেদনের শেষ দিন – ৯ ফেব্রুয়ারী, ২০২৩ বেলা ২টো পর্যন্ত অফলাইনে আবেদন নেওয়া হবে। রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করা যাবে।


এই কাজের অফিশিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে এবং কাজটির সম্পর্কে বিস্তারিত জানতে IMPERIAL CONSTRUCTION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।


কিভাবে অনলাইন ও অফলাইনে আবেদন করবেন, কিভাবেই বা রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে দেখে নিন নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করে–অনলাইন রেজিষ্ট্রেশান (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক-এ ক্লিক করুন)।



অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে দেওয়া রয়েছে। অফলাইনে আবেদনের পদ্ধতি ও নির্ধারিত ফর্ম (কোথায় কিভাবে অফলাইন আবেদন, এবং আবেদনের ফর্মটি পেতে এই লিংক-এ ক্লিক করুন)–এর লিংকগুলি আপনাদের জন্য দেওয়া হল।





Official from download -

Click here 🔴


Official notice -

Click here 🔴


Online registration link -

Click here 🔴

Saturday, February 11, 2023

ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023 || Bank of Baroda Recruitment 2023 || BOB Recruitment 2023


 


 BOB নিয়োগ 2023: (BOB) চিফ এবং সিনিয়র এইচআর অ্যানালিটিক্সের পদের জন্য যোগ্য প্রার্থীদের একটি চুক্তির ভিত্তিতে একটি নির্দিষ্ট মেয়াদী নিযুক্তিতে নিয়োগ করছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে 02 টি শূন্যপদ রয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীর AICTE/UGC/সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ডিগ্রী থাকতে হবে এবং প্রকৌশল, গণিত, অপারেশন রিসার্চ, এর মতো পরিমাণগত বিষয়ে অ্যাডভান্সড ডিগ্রি (স্নাতকোত্তর বা তার উপরে) থাকতে হবে। পরিসংখ্যান, ডেটা মাইনিং, ইকোনোমেট্রিক্স এবং পছন্দসই প্রার্থীদের এইচআর অ্যানালিটিক্সে ডিপ্লোমা/ সার্টিফিকেশন থাকতে হবে।


নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, চিফ এইচআর অ্যানালিটিক্সের জন্য ন্যূনতম বয়স 29 বছর এবং সর্বোচ্চ বয়স 45 বছর হওয়া উচিত। সিনিয়র ম্যানেজার এইচআর অ্যানালিটিক্সের জন্য সর্বনিম্ন বয়স সীমা 27 বছর, এবং সর্বোচ্চ বয়স 45 বছর হওয়া উচিত। ব্যাঙ্ক অফ বরোদার নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, বাছাই করা হবে শর্টলিস্টিং এবং পরবর্তী রাউন্ডের ব্যক্তিগত ইন্টারভিউ এবং/অথবা অন্য কোনও নির্বাচন পদ্ধতির উপর ভিত্তি করে। এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের একটি বৈধ ব্যক্তিগত ইমেল আইডি এবং যোগাযোগ নম্বর থাকতে হবে। এই নিয়োগ প্রকল্পটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এটি সক্রিয় রাখা উচিত। ব্যাঙ্ক নিবন্ধিত ইমেল আইডিতে ব্যক্তিগত সাক্ষাৎকার এবং/অথবা নির্বাচন প্রক্রিয়ার জন্য কল লেটার পাঠাতে পারে। ক্ষেত্রে, একজন প্রার্থীর বৈধ ব্যক্তিগত ইমেল আইডি না থাকলে, আবেদন করার আগে তাকে তার নতুন ইমেল আইডি তৈরি করতে হবে। আবেদন করার শেষ তারিখ 02.03.2023।


 সূচি তালিকা

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023-এর জন্য পদের নাম এবং শূন্যপদ:

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগের বয়স 2023:

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023-এর জন্য শিক্ষাগত যোগ্যতা:

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023-এর অভিজ্ঞতা:

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023-এর জন্য ব্যস্ততার প্রকৃতি:

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023-এর জন্য নির্বাচন প্রক্রিয়া:

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023-এর জন্য কীভাবে আবেদন করবেন:

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023-এর জন্য পদের নাম এবং শূন্যপদ:

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, চিফ এবং সিনিয়র এইচআর অ্যানালিটিক্সের পদের জন্য যোগ্য প্রার্থীদের একটি চুক্তির ভিত্তিতে একটি নির্দিষ্ট-মেয়াদী নিযুক্তিতে নিয়োগ দিচ্ছে। ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে 02 টি শূন্যপদ রয়েছে


ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগের বয়স 2023:

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, চিফ এইচআর অ্যানালিটিক্সের জন্য ন্যূনতম বয়স 29 বছর এবং সিনিয়র ম্যানেজার এইচআর অ্যানালিটিক্সের জন্য সর্বোচ্চ বয়স 45 বছর হওয়া উচিত সর্বনিম্ন বয়স সীমা 27 বছর এবং সর্বোচ্চ বয়স 45 বছর হওয়া উচিত। বছর


 

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023-এর জন্য শিক্ষাগত যোগ্যতা:

 ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, নিয়োগ 2023 প্রদত্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নীচে দেওয়া হল:-


 প্রার্থীর AICTE/UGC/সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক এবং প্রকৌশল, গণিত, অপারেশনস রিসার্চ, পরিসংখ্যান, ডেটা মাইনিং, ইকোনোমেট্রিক্স এবং এর মতো পরিমাণগত বিষয়ে অ্যাডভান্সড ডিগ্রি (স্নাতকোত্তর বা তার উপরে) থাকতে হবে।


 কাম্য:- প্রার্থীর এইচআর অ্যানালিটিক্সে ডিপ্লোমা/ সার্টিফিকেশন থাকতে হবে।


 

 

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023-এর অভিজ্ঞতা:

 ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, নিয়োগ 2023 প্রদত্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নীচে দেওয়া হল:-


চিফ এইচআর অ্যানালিটিক্সের জন্য:-


 প্রার্থীর অ্যানালিটিক্সে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে 3 বছরের এইচআর অ্যানালিটিক্সে বড় প্রতিষ্ঠানে বিশেষভাবে BFSI সেক্টরে।


 সিনিয়র ম্যানেজার এইচআর অ্যানালিটিক্সের জন্য:-


 প্রার্থীর অ্যানালিটিক্সে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে 2 বছরের এইচআর অ্যানালিটিক্সে বড় প্রতিষ্ঠানে বিশেষভাবে BFSI সেক্টরে।


 

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023-এর জন্য ব্যস্ততার প্রকৃতি:

 ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, নিয়োগ 2023 চুক্তিভিত্তিক এনগেজমেন্ট 5 বছরের জন্য, পর্যায়ক্রমিক কর্মক্ষমতা পর্যালোচনা সহ, ব্যাঙ্কের বিকল্পে প্রসারিত।


 এছাড়াও পড়ুন

 দিল্লি মেট্রো রেল নিয়োগ 2023: মাসিক বেতন Rs. 115000, চেক পোস্ট, যোগ্যতা, অন্যান্য বিবরণ

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023-এর জন্য নির্বাচন প্রক্রিয়া:

 ব্যাঙ্ক অফ বরোদার নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, বাছাই করা হবে সংক্ষিপ্ত তালিকা এবং পরবর্তী রাউন্ডের ব্যক্তিগত ইন্টারভিউ এবং/অথবা অন্য কোনও নির্বাচন পদ্ধতির উপর ভিত্তি করে


 এছাড়াও পড়ুন

 CMRL নিয়োগ 2023: এখানে পোস্ট, বয়স, যোগ্যতা এবং অন্যান্য বিবরণ দেখুন

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023-এর জন্য কীভাবে আবেদন করবেন:

 ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023 বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের একটি বৈধ ব্যক্তিগত ইমেল আইডি এবং যোগাযোগ নম্বর থাকতে হবে। এই নিয়োগ প্রকল্পটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এটি সক্রিয় রাখা উচিত। ব্যাঙ্ক নিবন্ধিত ইমেল আইডিতে ব্যক্তিগত সাক্ষাৎকার এবং/অথবা নির্বাচন প্রক্রিয়ার জন্য কল লেটার পাঠাতে পারে। ক্ষেত্রে, একজন প্রার্থীর বৈধ ব্যক্তিগত ইমেল আইডি না থাকলে, আবেদন করার আগে তাকে তার নতুন ইমেল আইডি তৈরি করতে হবে।


 আবেদন করার শেষ তারিখ - 02.03.2023


 Notice - 

Click here 🔴

Thursday, February 9, 2023

উপন্যাস - পদ্মাবধূ || বিশ্বনাথ দাস || Padmabadhu by Biswanath Das || Fiction - Padmabadhu Part -36


 

দেখলাম শ্যামলীদির চোখ দুটো ধীরে ধীরে বাষ্পাকূল হয়ে উঠলো। ও ঠোঁট কাঁপতে শুরু করলো। সেও তো একদিন সুখী সংসার গড়ার স্বপ্ন দেখছিলো। স্বামী সেবা করবে, গৃহবধূ হয়ে সংসারে দায় দায়িত্ব পালন করবে কিন্তু তার জীবনে সমস্ত আশা-আকাঙ্খা, চাওয়া পাওয়া হঠাৎ কোথায় মিলিয়ে গেলো ।


 গভীর যন্ত্রণাকে উপেক্ষা করে শ্যামলীদি নিজের আঁচলের খুঁট দিয়ে চোখের জলকে মুছবার চেষ্টা করলো। দেবীদাস তা লক্ষ্য করল ও এও বুঝতে পারলো শ্যামলী পদ্মার মতোই সমদুঃখিনী।

 দেবীদাস শ্যামলীকে নম্রকণ্ঠে বলল, আমি যে জন্যে তোমার সাথে দেখা করতে এসেছি, তা বলা হয় নি। তোমার সাথে আমার যে কি মধুর সম্পর্ক আছে তা হয়তো জানো না। তোমার মা আমাকে পুত্রের মতো দেখেন। তোমার দাদা সুভাষ আমার বন্ধু, সুতরাং তুমি আমার বোনের মতো কোন চিন্তার কারণ নেই, আমরা সকলে মিলে যত শীঘ্র পারি তোমাকে কারামুক্ত করবো। আমি আজই তোমার দাদার সাথে আলোচনা করবো। আজ আমরা বিদায় নিচ্ছি, পরে খুব শীঘ্রই তোমার কাছে আসছি।

 দেবীর মুখ থেকে এই কথা শুনে জেল কপাটের রেলিং ধরে স্টাচু হয়ে দাঁড়িয়ে রইলো। শ্যামলীকে দেখে দেবীদাসের মনে হলো, তার ঘৃণ্য জীবনের আবর্জনার মধ্যেও পদ্মার মত একটি সুখী সংসার খোঁজ পাওয়ার জন্য মনে মনে কাতর আকুতি জানাচ্ছে।

 শ্যামলী যখন অতীতের ধঞ্জা বিধস্ত জীবনে দুঃখ ও বেদনার সাগরে হাবুডুব খাচ্ছিলো সে সময় দেবীদাস সেখানে উপস্থিত হতেই শ্যামলীদি কিছুটা শান্তির আশ্রয়

খুঁজে পেলো। শ্যামলীদির মুখপানে তাকিয়ে থেকে কখন যে বাইরে এসে উপস্থিত হলাম টের পেলাম না।

 পরদিন দেবীদাসের সাথে যখন কয়েক জন লোক বাড়ীতে প্রবেশ করলো, তখন মনে হলো ওদের সাথে আমার যেন না পরিচয় হয়। আমি জানতে পারলাম এরা কারা, বা কেন এখানে এসেছে এবং আমাকে শ্যামলীদির নিয়ে কথা জিজ্ঞেস করবেন এর কোন ব্যতিক্রম নেই। শ্যামলীদির বাবার চেহারা দেখে মনে হলো তিনি গম্ভীর, নিষ্ঠাবান আভিজাত হলেও তার দেহমন একেবারে ভেঙ্গে পড়েছে। হয়তো শ্যামলীদির চিন্তায় শরীরের ঐরূপ দুর্দশা। সমস্ত সুখ, উল্লাস ও জীবনের আমোদ-প্রমোদকে পরিত্যাগ করে শ্যামলীকে খুঁজে পাবার জন্য চাতক পাখীর মত পথ চেয়ে থাকেন। মনে হয় আমর কাছে শ্যামলীদির সংবাদ শুনে মনকে অনেকখানি সান্ত্বনা দেবেন।

 কোন সময় যে দেবী আমার পেছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি। ওর ডাক শুনে নিজের স্বম্বিৎকে ফিরে পেয়ে ওকে বললাম, আমার ঘৃণ্য অতীত ওদের সামনে উদ্ঘাটন করা কি আমার পক্ষে উচিত হবে ?

 দেবীদাস সাহস দিলো বলার জন্য। কারণ শ্যামলীকে যদি বাঁচাতে হয় তাহলে উকিল বঙ্কুবাবুর কাছে প্রকাশ করতেই হবে। তিনি শ্যামলীর গোপন সূত্র ধরে শ্যামলীর পক্ষে লড়াই করবেন। শ্যামলীকে বাঁচাতেই হবে, এ আমার কর্তব্য। তাই, একথা চিন্তা করে শ্যামলীদির পঙ্কিল জীবনের ইতিহাস একে একে প্রকাশ করলাম ওদের নিকট।

 বঙ্কুবাবু আমার কাছে শ্যামলীদির ঘৃণ্য, কদর্য ইতিহাস শুনে কিছুক্ষণ হেঁট মস্তকে থেকে ধীরে ধীরে মুখ তুলে বললেন, আমি তোমাকে কতকগুলো প্রশ্ন করবো, আশাকরি সঠিক উত্তর দিও।

 ঘাড় নেড়ে সম্মতি জানালাম। তিনি বললেন, তোমার সাথে শ্যামলীর ঐ বস্তীতেই

 পরিচয় ? হ্যাঁ।

 তোমাকে সে বোনের মতো ভালোবাসতো?

 হ্যাঁ।

 তাহলে আদালতে সাক্ষী দিতে পারবে?

 হ্যাঁ।

 শ্যামলী যে রন্টুকে খুন করেনি একথা বলতে পারবে?

 হ্যাঁ বলতে পারবো।

 বন্ধুবাবু আমাকে বললেন, এই সাহসটুকু রেখ মা। আমার বিশ্বাস সে সাহস তোমার আছে। কারণ তোমার কাহিনী শুনে জানতে পারলাম শ্যামলী তোমাকে
গভীরভাবে ভালোবাসতো। আমার মনে হয় তোমার জন্যই শ্যামলীকে কারামুক্ত করতে পারবো।

বন্ধুবাবু শ্যামলীদির বাবার মুখ পানে তাকিয়ে বললেন, কোন চিন্তা করবেন না বিকাশবাবু। কোন কেসে হারিনি। এই কেসেও হারবো না। কিভাবে কেশ ফাইল করবো তার পরিকল্পনা অতি শীঘ্র করছি।

দেবীদাসের কাঁধে হাত রেখে বললেন, আমি তোমার মানবিকতার পরিচয় পেয়ে যারপর ন্যায় সন্তুষ্ট হয়েছি। পতিতাদের জন্য আমাদের সমাজ দায়ী। অনেকাংশে এর জন্য আমরা অপরাধী। আমাদের সমাজের নারী জাতি দারিদ্রের দুর্বিষহ জ্বালা উপেক্ষা করেও কোন মতেই তারা নারীত্বকে নিয়ে ছেলেখেলা করে না। নারীত্বের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য আত্মত্যাগের ইতিহাস গৌরবজ্জ্বল। সমাজের কতিপয় স্বার্থান্ধ ও উৎশৃঙ্খল যুবক নারীদের অসহায়েত্বে ও দারিদ্রের সুযোগ নিয়ে তাদের পাপ পথে পরিচালিত করে এবং নিজেদের লালসার ইন্ধন যোগায়।

দেবীদাস তুমি যা করছো তার জন্য বর্তমান সমাজে তুমি অভিনন্দন যোগ্য। আমি কথা দিচ্ছি শ্যামলী মাকে মুক্ত করবই। তোমার প্রতি প্রীতি হয়ে আমি আশীর্বাদ করছি, তুমি সুখী হও ও দীর্ঘজীবি হও।

বন্ধুবাবু আমার মস্তকের কেশ স্পর্শ করে বললেন, তোমারও জীবন মধুময় হোক মা। বিগত দিনের ঘৃণ্য কাহিনী তোমার মনকে যেন কখনো আবিষ্ট করতে না পারে।

বঙ্কুবাবুর কথা শেষ হতেই আমি ধৈর্য্য ধরতে না পেরে তাকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম তিনি পুনরায় বললেন, আমি তোমাকে কায়মনো বাক্যে বলছি তোমার জীবন মধুময় হবেই। আমার আশীর্বাদ বিফলে যাবে না মা। দেবীদাস যখন তোমাকে গ্রহণ করেছে তখন তুমি নিশ্চিন্ত আশ্রয় লাভ করেছো। আজ আসি মা। পরে আবার আসবো।

তারা উভয়েই প্রস্থান করলেন। তাদের পিছন পানে তাকিয়ে থাকলাম। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু নিষ্প্রভ জ্যোতির ন্যায় চিক চিক করতে থাকল। এক সময় দেবীদাসের ডাকে আমার তন্দ্রা কাটলো।

দেবীদাস আমাকে ভেতরে প্রবেশ করতে বলল, কারণ আমার সাথে রেজেষ্টারী ম্যারেজ নিয়ে আলোচনা করবে। বঙ্কুবাবু আমাদের সম্পূর্ণ সহযোগীতা করবেন। তবে তারপূর্বে সুশীলবাবুর সাথে আলোচনা করতে হবে। আজকে সুশীল বাবু আসবেন। দেবীদাসের কাছে শুনেছি সুশীলবাবু দেবীর বাবার বিশ্বক্ত বন্ধু এবং শিল্পকার্য্যের পরিচালনার ভার তার উপর দিয়ে গেছেন। তিনি একজন বিশিষ্ট মানুষ, সৎ ও জানি না সেই পর উপকারী মানুষটির বিচারে আমার ভাগ্যে কি পরিবর্তন ঘটবে। পরোপকারী। জানি না আমি জয়ী হতে পারবো কিনা। শত চিন্তা ভাবনাকে মুক্তি দিয়ে বাড়ীর কাজে মনযোগ দিলাম।

 রাত্রে সুশীলবাবু কখন যে দেবীর বৈঠকখানায় হাজির হয়েছেন জানতে পারিনি। প্রয়োজনে দেবীকে ডাকার জন্য বৈঠকখানায় উপস্থিত হতে, উভয়ের কণ্ঠস্বর কানে ভেসে এলো । দুজনের আলোচনার মধ্যে আমার উপস্থিতি কোন কাম্য নহে শুধু আড়াল হতে সুশীলবাবুকে দর্শন করে তার উদ্দেশ্যে মনে মনে বললাম, আমাদের এই নবজীবনের প্রবেশের পথে তোমার বিচার যেন কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করতে না পারে। অন্তরযামী জানেন কি পঙ্কিল অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে আজ আমি সামাজিক মর্য্যাদা ও নারীত্বের গৌরব লাভ করতে চলেছি।

 হঠাৎ সুশীলবাবুর গম্ভীর কণ্ঠস্বর আমার কানের মধ্যে প্রবেশ করতেই আমার চমক ভাঙ্গলো। তিনি দেবীকে বলে চলেছেন, ছিঃ ছিঃ দেবী, এ অন্যায় আমি মেনে নিতে পারবো না। তুমি নিশ্চয় জানো আমি তোমার বাবার একজন বিশ্বস্ত কর্মচারী ও বিশিষ্ট বন্ধু। সেই বিশ্বাসের “রজ্জু বন্ধন” ছিন্ন করতে বলো না। এক বারবনিতাকে কি করে তোমার বধূ রূপে স্বীকৃতি দেবো।

 দেবী বলল, এই বারবনিতার সামাজিক পদস্খলেনর জন্য আমি দায়ী। আমার অমানবিক ও অবিবেচনা প্রসূত কাজের জন্য একজন সম্ভ্রান্ত বংশীয় জমিদারের পৌত্রী বাধ্য হয়ে পতিতা গ্রহণ করেছে। আমার অন্যায়ের জন্য জমিদার সীতাংশুশেখর বাবু জমিদারী ত্যাগ করে পথের ভিখারী হয়ে মহানগরীর ফুটপাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুমন্তর খুনের ব্যাপারেও বর্ণণা করলো।

 দেবীদাসের কথা শুনে সুশীলবাবু বললেন, কি বললে! রমার বাবার নাম সীতাংশুশেখর সিংহ।

 হ্যাঁ।

 ওর দাদুর নাম জানো ? ব্রজকিশোর সিংহ।

 বাড়ী ?

 চন্ডীপুর।

 সুশীলবাবু একদৃষ্টে জানালা পানে তাকিয়ে থেকে কিসের চিন্তায় যেন মগ্ন হলেন। আমি ঐরূপ সুশীলবাবুর অবস্থা দেখে বা বাবার ও দাদুর নাম জিজ্ঞেস করতেই গভীর কৌতুহলী হয়ে উঠলাম। মনে হলো দৌড়ে গিয়ে সুশীলবাবুকে সবিনয়ে জিজ্ঞেস করি তিনি কি আমার বাবা ও দাদুকে চিনতেন ? যদি চিনতেন তাহলে তাদের সঙ্গে সুশীলবাবুর সম্পর্ক কি। কিন্তু পারিনি, মনের কথা মনেই চাপা দিয়ে রাখলাম।
এক সময় সানন্দে সুশীলবাবু বিয়েতে সম্মতি দিলেন। আর এও বললেন বিয়ের দিন স্থির করে তাকে যেন জানান হয় । বিলম্ব না করে তিনি দরজার কাছে এগিয়ে এসে আমার সজল নয়ন পানে তাকিয়ে বললেন, তুমি সুখি হও মা। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমার জীবন এবার মধুময় হোক। একদিন সময় করে এসে তোমার সাথে গল্প করব। আজ সময় নেই।

বাধা দেব ভাবলাম কিন্তু পারলাম না। তিনি ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে গেলেন। আমি গভীর দৃষ্টি নিয়ে তার পিছন পানে তাকিয়ে দরদর করে চোখের জল ফেলতে শুরু করলাম।


Saturday, February 4, 2023

রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগ || কয়েক হাজার নতুন আশা কর্মী নিয়োগ || Asha karmi recruitment 2023


 



##রাজ্যের মহিলাদের জন্য একটা বড় সুখবর। জেলায় জেলায় স্বাস্থ্য কর্মী নিয়োগ। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ হতে চলেছে প্রায় 13 হাজার, মুখ্যমন্ত্রীর নিজে ঘোষণা করেছেন বর্তমানে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ হতে চলেছে যার বিবরণ নিচে দেয়া হল।

তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।



পদের নাম - আশা কর্মী।

মোট শূন্যপদ - ১৭৪ টি।

শিক্ষাগত যোগ্যতা--- 
মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণব্যক্তি আবেদন করতে পারেন। আবার উচ্চতর যোগ্যতার ব্যক্তিরাও আবেদন করতে পারবেন তবে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর দেখে বিবেচনা করা হবে।

 



বয়স--- বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে
 সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।






আবেদন পদ্ধতি--- শুধু মাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পত্র সম্পূর্ণ পূরণ করে নিজ নিজ এলাকার বিডিও অফিসে জমা করবেন। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে তারপর বড় হাতে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF _______’ (কোন পদের জন্য আবেদন করছেন)।



কি কি ডকুমেন্ট লাগবে---

1) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।

2) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র রেশন কার্ড ভোটার কার্ড।

3) বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের এডমিট কার্ড)।

4) বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেট সার্টিফিকেট।

5) বিবাহিতদের ম্যারেজ সার্টিফিকেট।
6) ডিভোর্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট।
8) দুটি পাসপোর্ট ছবি।


আবেদন পত্র জমা দেওয়ার স্থান-
To The SDO & Member Secretary Asha Selection Committee, _____Sub Division, Purba Bardhaman.


আবেদনের শেষ তারিখ--- ১৫ ফেব্রুয়ারি, ২০২৩



নিয়োগের স্থান --
পূর্ব বর্ধমান জেলার ( Sadar North- 70, Sadar South – 38, Kalna- 41, Katwa- 23) সাব ডিভিশনে প্রার্থীদের নিয়োগ করা হবে।


Official notice -


Official Website -


______________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন




Telegram group-





Whatsapp group-



Friday, February 3, 2023

উপন্যাস - পদ্মাবধূ || বিশ্বনাথ দাস || Padmabadhu by Biswanath Das || Fiction - Padmabadhu Part -35


 

সেদিন মঙ্গলবার, ময়নাকে সাথে নিয়ে জগৎ জননী মায়ের পূজা দিতে গিয়ে মা, যে এক সৌভাগ্যবতী রমনীর সাথে আমার পরিচয় করিয়ে দেবে তা আমার অবিদিত ছিল না। তার দিন কয়েক পর ভদ্র রমনীর আমন্ত্রণ রক্ষার্থে তার বাড়ীতে উপস্থিত হলাম ময়নাকে সাথে নিয়ে।


ভদ্র রমনী অর্থাৎ গায়ত্রী দেবী যে দেবীদাসের পাশের বাড়ীতে থাকেন জানতাম না। ওর বাড়ীখানা দেখে বড় অবাক হলাম। এতো বড়ো বাড়ী যখন নিশ্চয় গাড়ীও আছে তাদের। কিন্তু গায়ত্রীদেবীকে দেখে মনে হয়েছে তিনি মানসিক যন্ত্রণায় ভীষণ কাতরাচ্ছেন ও নিজেকে তিলে তিলে দগ্ধ করছেন। তবে কি তিনি স্বামীর ভালোবাসা হতে বঞ্চিত।

এসব চিন্তা করতে করতে কখন যে ওদের বাড়ীর বারান্দায় এসে উপস্থিত হয়েছি খেয়াল ছিলো না। আমাকে দেখতে পেয়ে গায়ত্রী দেবীর বড় ছেলে মিন্টু গলা ফাটিয়ে চিৎকার করে ওর মাকে ডাকতে শুরু করল। মা দেখবে এসো কে এসেছে।

গায়ত্রীদেবী কৌতুহলের সঙ্গে বেরিয়ে এসে আমার দিকে দৃষ্টি ফেলতেই বলে উঠল, কে, ও রমা? এসো বোন, ভেতরে এসো। একলা বসে থাকতে মন চায় না। এখানে এসে বড় অতীষ্ঠ হয়ে গেছি। যখন জামসেদপুরে ছিলাম, তোমার মতো অনেক সই পেয়ে ছিলাম। একি দাঁড়িয়ে রইলে যে, ভেতরে এসো।

ময়নাকে নিয়ে ভেতরে প্রবেশ করলাম। গায়ত্রীদেবী আমাকে বিশ্রাম ঘরে নিয়ে গিয়ে গল্পে মশগুল থাকবে তার মনোভাব দেখে বুঝতে পারলাম। কিন্তু বিধাতা আমার শরীরে দারুন আলোড়ন সৃষ্টি করলেন। মনে হলো ধীরে ধীরে আমি সংজ্ঞাহীন হয়ে পড়বো। আমার দেহ যেন বরফের মতো ঠান্ডা হয়ে এলো। এ কোন বাড়ীতে এলাম।

এ যে কল্পনার বাইরে। কেন আমার চোখের সামনে ভেসে উঠলো শ্যামলীদির ছবি? তবে কি শ্যামলীদির সাথে গায়ত্রীদির কোন সম্পর্ক আছে।

 দেবীদাসের কাছে আশ্রয় পেয়ে স্বার্থপরের মতো শ্যামলীদিকে ভুলে গেছি। কোন দিনের জন্য শ্যামলীদির কথা আমার মনের মধ্যে ঠাঁই পায় নি। কত বড় স্বার্থপর আমি। শ্যামলীদির কথা মনে পড়তে কোন রকমে অশ্রু সংবরণ করে ওখান হতে দৌড়ে পালিয়ে এলাম। জানি না গায়ত্রীদির বিশ্রাম ঘরে কতক্ষণ শ্যামলীদির টাঙানো ছবির দিকে তাকিয়ে ছিলাম।

 ধরা যে পড়বো তা জানতাম। হয়তো একটুখানি নিজেকে চেপে রাখতে পারলে ধরা পড়তাম না, কিন্তু পারলাম না আমার প্রণম্য শ্যামলীদির প্রতিমূর্তি আমার চোখের সামনে হঠাৎ উদ্ভাসিত হওয়ায়। খুনের দায়ে সে আজ কারারুদ্ধ। হয়তো কারাগারের মধ্যে এক কোণে বসে নীরবে চোখের জল ফেলছে।

 বাড়ীতে এসে বিছানার উপর উপুড় হয়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকলাম। ময়না

 মা মা বলে ডাকা সত্বেও কোন ভ্রুক্ষেপ ছিল না। সহসা গায়ত্রীদির কণ্ঠস্বরে হকচকিয়ে উঠলাম। ভাবলাম নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে ওর কাছে অভিনয় করবো। কিন্তু পারলাম না গায়ত্রীদির এজহারে দূর্বল হয়ে পড়লাম।

 গায়ত্রীদি বললেন, তুমি শ্যামলীর ছবি দেখে ওভাবে ব্যাকুল হয়ে কেন চলে এলে

 বোন ?

 আমি সরলভাবে বললাম, ও কিছু না গায়ত্রীদি, মানে শ্যামলীদির ছবি দেখে

 আমার মনটা বড় খারাপ হলো তাই -

 তুমি শ্যামলীকে চেনো ?

 কই না তো?

 কেন লুকোচ্ছ বোন। শ্যামলীকে যে চেনো তা আগেই বুঝতে পেরেছি নইলে তোমার মুখ দিয়ে শ্যামলীদি উচ্চারণ হতো না। কোথায় আছে সে বলতে পারো ? আমি ভীত হয়ে বললাম, বিশ্বাস করুন আমি ওকে চিনি না।

 আমি জানি তুমি শ্যামলীকে চেনো। কেন তার কথা বলতে চাইছো না। গায়ত্রীদি গভীর শ্বাস নিয়ে পুনরায় বললেন, আমি ও শ্যামলীর জামাইবাবু খবর পেয়েছি, শ্যামলী যাকে ভালবেসে বিয়ে করতে চেয়েছিলো সে বেইমানী করে তাকে নোংরা পথে ঠেলে দিয়েছে। বিশেষ করে ওকে খোঁজ করার জন্য ওর জামাইবাবুকে কলকাতায় বদলি নিতে বললাম। সন্ধান তোমারই কাছে পাবো এর কোন ব্যতিক্রম নেই। দয়া করে তার সন্ধানের পথ বলে দাও বোন। শ্যামলীর জন্য মা, বাবা কতখানি যে শোকে দূর্বল হয়েছেন তা প্রত্যক্ষ করলে তুমিও চোখের জলে ভাসবে।
গায়ত্রীদির চোখ দুটো জলে ভরে এলো দেখলাম। শ্যামলীদি যে গায়ত্রীদির অতি আদুরে বোন তা ওর কাছে বারবার শুনেছি কিন্তু ভাবলাম এই পরিস্থিতিতে বা এই পর্যায়ে কোন প্রকারে বলা সম্ভব নয় সে কোথায় আছে। যখন একটা নিশ্চিন্ত আশ্রয় পাওয়া গেছে তখন শ্যামলীদির অতীত জীবনের গুপ্ত ইতিহাস উদঘাটন করে দিয়ে আর নিজের সর্বনাশ ডেকে আনবো না। বিলম্ব না করে ময়নাকে টেনে নিয়ে উদভ্রান্তের মতো পাশের ঘরের খিল এঁটে কাঁদতে থাকলাম।

 গায়ত্রীদি বদ্ধদ্বারে করাঘাত করতে থাকল। ওভাবে কিছুক্ষণ আঘাত করার পর এক সময় দেবীদাস এসে গায়ত্রীদিকে ও অবস্থায় দেখে অবাক যে হলো না তা নয় । দেবীদাস হকচকিয়ে গিয়ে মুহুর্তের মধ্যে ক্রুদ্ধস্বরে বলল, কি ব্যাপার, ওভাবে আঘাত করছেন কেন?

 গায়ত্রীদি ধীরে ধীরে মুখ তুলে দেবীদাসের চোখে চোখ রাখতেই বিস্ময়ে পাষাণ প্রতিমার মতো দাঁড়িয়ে রইলো। সহসা দেবীদাসের মুখ দিয়ে বেরিয়ে এলো, গায়ত্রীদি তুমি এখানে?

 গায়ত্রীদি ভাবতে পারেনি এ বাড়ী দেবীদাসের। দেবীদাসকে ভাইয়ের মতো ভালোবাসেন, কারণ সুভাষের বন্ধু সে। একই সাথে পড়াশুনা করেছে। কিন্তু ও কথা থাক। গায়ত্রীদি ধীরে ধীরে নম্র কণ্ঠে বললেন, আমি তোমাকে এখানে দেখবো ভাবতে পারিনি। তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো, নতুবা আমি ভীষণ ভেঙ্গে পড়তাম। এখন তোমার সহযোগিতা আমার বিশেষ প্রয়োজন গায়ত্রীদির চোখ দুটো পুনরায় ছলছল করে উঠলো।

 দেবীদাসের মন বড় চঞ্চল ও কৌতুহলী দৃষ্টিতে তার মুখপানে তাকিয়ে বলল, কি ব্যাপার বলতো, আমি ঠিক বুঝতে পারছি না। আর এতো ব্যাকুল হবার কারণই বা কি।

 আর ধৈর্য্য ধরতে পারছি না ভাই। শুধু আমি নই ;শ্যামলীর জন্য বাবা, মা, সুভাষ সকলেই মন মরা হয়ে জীবন কাটাচ্ছে। তুমি আমাদের বাঁচাও দেবীদাস। শ্যামলীর খোঁজ তোমাকে করতেই হবে।

 কোন শ্যামলীর কথা বলছো? তুমি পরিস্কার করে আমার কাছে ব্যক্ত করো। আমি জানি না শ্যামলী কোথায় আছে। আমার অনুমান রমা জানে।

 রমা জানে। রমার নাম শুনে দেবীর হৃৎপিন্ড কাঁপতে থাকলো তবে কি রমার সহচরী সেই শ্যামলী। দেবীদাস দ্বিতীয় প্রশ্ন করলো, তুমি কি করে জানলে রমা শ্যামলীর খবর জানে?

 গায়ত্রীদি সংক্ষেপে প্রকাশ করলেন আমি শ্যামলীদির খবর জানি। দেবীদাস তাঁর কথার ছলে বুঝতে বারলো গায়ত্রীদির অনুমান অসত্য নয়। দ্বিতীয়তঃ

রমা যে শ্যামলীর কথা গোপন রাখতে চায় এও বিশ্বাস করল। রমা তার অতীতকে যে গায়ত্রীদির কাছে প্রকাশে অনিচ্ছুক। বুঝতে পারলো দেবীদাস কি করবে কিছুক্ষণের মধ্যে স্থির করে তাকে কথা দিলো, রমার মারফৎ শ্যামলীর সংবাদ নিয়ে আজই সন্ধ্যায় ওদের বাড়ীতে গিয়ে প্রকাশ করবে।

গায়ত্রীদি নিজেকে সংযত করে কোন প্রকারে বাড়ী মুখে পা বাড়ালেন। শত চিন্তাকে স্তুপীকৃত করে দরজার কাছে এসে অতি নম্রকণ্ঠে ডাক দিলো দেবী, রমা, দরজা খোল।

দরজা খুলে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে বললাম, আমাকে রক্ষে করো। দেবীদাস সান্ত্বনা দিলো। সেই সময় মনে হয়েছিলো আমার হৃৎপিণ্ড যেন শতাধিক বিদীর্ণ হয়ে যাবে। বার বার মনের দরজায় করাঘাত করতে লাগলো।

শ্রীরামচন্দ্রের পাদস্পর্শে পাষানী অহল্যা যেমন মানুষ হয়ে ছিলেন, আমারও কি দেবীদাসের স্পর্শে পরিবর্তন ঘটবে না?

দেবীদাসের উক্তি, কোন ভয় নেই রমা। আমি তো জেনে গায়ত্রীদিকে বিদায় করলাম। তবে এ আমার বড় আশ্চর্য লাগছে বা আমি ভেবে পাচ্ছি না, শ্যামলী কি সুভাষের বোন? সুভাষের বাড়ী আমার যথেষ্ট যাতায়াত ছিল। তথাপি শ্যামলীর সাথে কখনো সাক্ষাৎ হয়নি। তবে শুনেছিলাম ওদের বংশের একজন মেয়ে মামাবাড়ী থেকে পড়াশুনা করছে। শ্যামলীর কথা সুভাষ মাঝে মাঝে বলতো, কিন্তু চাক্ষুষ পরিচয় ঘটেনি। তখনকার মতো নিজেকে সংযত করে শ্যামলীদি যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা বিস্তারে প্রকাশ করলাম। তারপর আমাদের দুজনের পতিতা বৃত্তির জন্য ঘৃণ্য পথে নেমে আসার কথা গোপন রাখলাম না।

আমার কথা শুনে দেবীদাস গভীর চিন্তায় মগ্ন হলো। ঈশ্বরের নিকটে শ্যামলীদির সহজ মুক্তির জন্য প্রার্থনা করলাম। এই বর্তমান যুগে অর্থবল থাকলে নিশ্চয় খুনীকে বাঁচাতে পারা যায়। সঠিক প্রমাণ হলেও কেস হালকা করা যায় যদি উকিল ঠিক মতো প্রমাণ করতে পারেন। শ্যামলীদি খুন করলেও সেই খুনের পিছনে যুক্তিপূর্ণ কারণ আছে। যেহেতু সমাজ বিরোধীদের প্রশ্রয় দিলে সমাজে অপরাধের মাত্রা দিন দিন বৃদ্ধি পাবে। এ প্রসঙ্গে দেবীদাসকেও নির্দোষী বলা চলে না। তবুও ওর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা অবলম্বন করা আমার সাধ্যাতীত।

কারণ পাঠক / পাঠিকার নিশ্চয় অভিজ্ঞ যে, কি কারণে দেবীদাসকে আমি শত্ৰু বলে অভিযুক্ত করতে পারিনি।

সহস্র বেদনা দুঃখকে বুকে নিয়ে কিছুক্ষণ চিন্তায় মগ্ন থাকার পর বিকেলে দেবীদাসের সাথে শ্যামলীদির কারাকক্ষের কাছে উপস্থিত হলাম। ভাবতে পারিনি শ্যামলীদিকে এতোখানি হর্ষোৎফুল্ল দেখবো। তার মানসিক দূর্বলতার কোন চিহ্ন লক্ষ্য করলাম না। অসীম ধৈর্য্য ও দৃঢ় মনোবলের সঙ্গে সে কারাবাস করছে।

এইরূপ মানসিক স্থৈর্য সাধারণতঃ লক্ষ্য করা যায় না। কিন্তু আমি নিজের চোখকে সংযত করতে পারলাম না। আমার এ অবস্থা দেখে শ্যামলীদি হাসি মুখে বলল, এতে কাঁদবার কি আছে? তুই বিশ্বাস কর পদ্মা আমি খুব সুখে আছি। ঐ বারাঙ্গনার প্রাসাদের চেয়ে কারাকক্ষে অনেকখানি শান্তির পরিবেশ বিরাজ করে। অতি সুন্দরভাবে আমার দিন কেটে যাচ্ছে। মনে কোন গ্লানি বা সংশয় আসেনি। এখানকার বিষাক্ত নিঃশ্বাস আমার মনকে কলুষিত করেনি। এখন কোথায় আছিস ?

দেবীদাসের পানে তাকিয়ে জানিয়ে দিলাম তার আশ্রয়ে আছি বাকি কথা আর বলতে হলো না, আভাসেই বুঝে নিলো। শ্যামলীদি দেবীকে কাছে ডেকে ওর হাত দুটো ধরে কাতর অনুরোধ করল, আমার মতো হতভাগিনী পদ্মাকে ও যেন দূরে সরিয়ে না দেয়।

দেবীদাস ঘাড় নেড়ে জানিয়ে দিলো সে তার কথা রাখবে।

রাজ্যে নতুন গ্রুপ-ডি কর্মী নিয়োগ|| WB Group D Recruitment 2023 || রাজ্যের বোস ইন্সটিটিউটে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি || Kolkata Bose Institute Group-D Recruitment 2023

 





রাজ্যে বসবাস কারী প্রতিটি চাকরি প্রার্থীদের জন্য সুখবর আছে। আবার নতুন গ্রুপ -ডি পোস্ট এ নিয়োগ হতে চলেছে। রাজ্যের কোলকাতা বোস ইনস্টিটিউট (Kolkata Bose Institute) থেকে গ্রুপ-ডি (Group-D) পোস্ট এ নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজি (Ministry of Science & Technology)-র অধীনে এই নিয়োগ করানো হবে। 

সমগ্র দেশ তথা পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবে। সবাইকে অনলাইনের মাধ্যমে আবেদন করে তার প্রিন্ট কপি স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে জমা করতে হবে।

তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।


নোটিশ নম্বরঃ BI/NON-ACA/11/2022-23


নোটিশ প্রকাশের তারিখঃ 14.01.2023


আবেদনের মাধ্যমঃ শুধু মাত্র অনলাইন।



(1) পদের নামঃ জুনিয়র মেকানিক (Junior Mechanic)     


বেতনঃ এই পদের জন্য পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতাঃ শুধু মাত্র অষ্টম শ্রেণি পাশ (Eight Pass) থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।


বয়সসীমাঃ প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।



মোট শূন্যপদঃ


Electrical – 2 টি।

Mechanical – 1 টি।



(2) পদের নামঃ ড্রাইভার কাম মেকানিক (Driver Cum Mechanic)   


বেতনঃ এই পদের জন্যও একইভাবে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতাঃ শুধু মাত্র অষ্টম শ্রেণি পাশ (Eight Pass) করে থাকতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মোটর গাড়ি চালানোর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।


বয়সসীমাঃ প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


মোট শূন্যপদঃ 1 টি।


আবেদন পদ্ধতি

প্রতিবেদনে শুরুতেই বলা হয়েছে এখানে সকলকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আবেদন করতে চাইলে দেখে নিন- 


(1) কোলকাতা বোস ইনস্টিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারিদের সুবিধার জন্য নিচে আবেদন করার লিঙ্ক দেওয়া হয়েছে। 


(2) নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে। এরপরে নির্দিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্রটি খুলতে হবে।


(3) তারপরে নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।


(4) আবেদনপত্র পূরণ করার পর শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।


(5) আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আবেদনপত্রটি প্রিন্ট আউট (হার্ড কপি) করে বার করতে হবে।


(6) সবশেষে প্রিন্ট আউট করা আবেদনপত্র এর হার্ড কপিটি একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। 


আবেদনপত্রের হার্ড কপি দেওয়ার ঠিকানা -

The Registrar (Officiating), Bose Institute, Unified Academic Campus, Block-EN 80, Sector-V, Bidhannagar, Kolkata-700091. 



গুরুত্বপূর্ণ তারিখ :


নোটিশ প্রকাশ - 14.01.2023

আবেদন শুরু - 14.01.2023

আবেদন শেষ - 13.02.2023



গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

👇👇👇👇


Official Website -

Click here 🔴


Notice -

Click here 🔴


Apply Now-

Click here 🔴



______________________________________


চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন





Telegram group-

Click here 🔴






Whatsapp group-

Click here 🔴