Tuesday, January 2, 2024

এ ভাবে - সুশান্ত সেন || Ea vabe - Sushanta sen || Kobita || Bengali Poems || Bengali poetry || Poems

 এ ভাবে

সুশান্ত সেন



এ ভাবে নয় ও ভাবে

এই রকম নির্দেশ প্রতিপদে।

এই রাস্তায় নয় ওই রাস্তায়

ওই যে রাস্তায় বেলফুলের গাছ

সেই রাস্তা ধরে সোজা চলে আসুন।


মানতে মানতে

নির্দেশ গুলো মানতে মানতে

কখন যে স্ব - ইচ্ছার কথা

বেমালুম ভুলে গেলাম সে আর

মনে করতে পারি না।


এখন আবার নানা রকমের মত হয়েছে।

কবিতা লেখাতেও।

যাচাই করার মানদণ্ডের কাছে

দু দন্ড যে দাড়াব তার উপায় নেই,

পেছন থেকে ঠেলা মারছে

মৌমাছির দল ,

ওরা বেরিয়েছে মধু আহরণে।


এগিয়ে চলুন এগিয়ে চলুন

সময় যে ফুরিয়ে যাবে।




তুমি - শ্যামল রক্ষিত || Tumi - Shyamal Rakhshit || Kobita || Bengali Poems || Bengali poetry || Poems

 তুমি 

শ্যামল রক্ষিত 


হে

দূরের পাখি 

তোমাকে নির্মাণ দেব 

এমন শাশ্বত সন্ধ্যা কোথায় 


আমি পলক ফিরে চেয়ে দেখি  

ক্ষণজীবন নিয়ে তুমি একা একা বসে আছ 

                                 মগজের মগডালে ৷

সেতারের তার - আনন্দ গোপাল গরাই || Setarer tar - Ananda gopal garai || Kobita || Bengali Poems || Bengali poetry || Poems

 সেতারের তার

       আনন্দ গোপাল গরাই


মনটা তোমার সেতারের তারের মতো

হাত পড়তেই কেঁপে উঠে

বেরিয়ে আসে সুর---

সে সুর কখনো হাসির

কখনো কান্নার -----অভিমানের

কখনো বা বেদনার শুধু।


থাকব না যেদিন আমি

তুলে যেতে সুর সেতারের তারে তোমার

কেউ যদি সাধে সুর

সেই তার নিয়ে

পড়বে কি মনে

সেই গান সেই সুর সেই ভালোবাসা!

সেদিন গাইবে কি গো মিলনের গান?

নাকি রুদ্ধ হয়ে যাবে কণ্ঠ

ঝরে পড়বে বেদনার বাণী

বৃষ্টির ধারার মতো

সেতারের তার হ'তে

অজান্তে তোমার!

শেষের ধারাপাত - শুভজিৎ ব্যানার্জী || Seser Dharapat - Subhajit Banerjee || Kobita || Bengali Poems || Bengali poetry || Poems

 শেষের ধারাপাত

                শুভজিৎ ব্যানার্জী



হঠাৎ করে থামতে হল মাঝে, 

চটা ওঠা স্মৃতির গ্রাম্য ধূলো;

ডাবের খোলায় তপ্ত দুপুর সাজে,

নীরব কাঁদে আলতো শপথগুলো।


রাগছে নরম আঁধার দূরের বনে,

বাঁধের ধারে পাগলী বাঁধে ঘর;

টুকরো আকাশ নীল পুকুরের কোণে,

ইচ্ছেমত লুকোয় চরাচর।


তোকে দিলাম সূর্য রাঙা ভোর, 

একটা মেঘের আকাশ আমার থাক;

ইচ্ছা হলে রাখিস খুলে দোর,

আবছায়াটা ঢেউয়ে ভেসে যাক।


পাখিগুলো আসবে নীড়ে ফিরে,

ঝিম ধরানো অশথ বটের ছায়ে;

সেদিনও কি থাকবি আমায় ঘিরে,

লালচে হাসি ভুলেও যদি যায়?


ভুলেই গেছি কিনতে কাঁচের চুড়ি, 

ঝড়ের পরে ঝরে পড়ার মত;

জলের উপর অবাধ্য সুড়সুড়ি,

আসুক আবার দিন বদলের ক্ষত।


শেষ ছিল এক শেষের ধারাপাতে, 

নামতে গিয়ে নেমেছিলাম তাই;

সব হারিয়ে সব পেয়েছির সাথে,

ঐ নদীতে আদর খুঁজতে যাই।



শীত কথা - আবদুস সালাম || Sitkotha - Abdus Salam || Kobita || Bengali Poems || Bengali poetry || Poems

 শীত কথা

আবদুস সালাম



আমরা অপেক্ষা করি একেকটা বিবর্ণ শীতের

ফেলে দেওয়া উচ্ছিষ্ট নবান্নের পিঠে পুলি ভক্ষণ করি

শীতার্ত হৃদয় মন্দের ভালো খোঁজে


পৃথিবীর সব সুখী মানুষের উচ্ছিষ্ট পড়ুক আমাদের পাতে

জুবুথুবু শীত মুখ দিয়ে বেরোয় ভাপ


রোজ আমরা লাল সূর্য দেখি সকালে

রাতের আকাশে দেখি তারার লুকোচুরি

বিছানা হীন ,বালিশ হীন ফুটপাত আমার কতো প্রিয়

নিদ্রাহীন রাতের বিছানায় নগ্ন হাঁটুর ঠকঠকানী

গোড়ালি আর ঠোঁট ফাটার শীতালী কাব্য


পৃথিবীর সব সুখের মানুষের প্রতিকূলে দিলাম ঘৃণার অক্ষর

তোমার আমার কবিতা পড়ে অনুভবের শীত কাব্য

শীতের ভোরে খক,খক দলা পাকানো সর্দি নিয়ে লিখে দিলাম আমার কাব্য কথা

সিমেন্টের বস্তার তোষক আর 

চটের বস্তার বালিশ

Sunday, November 5, 2023

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

 




সম্পাদকীয়:-

শারদ প্রাতে নরম তুলার মেঘ, কাশে কাশে ঘন দাবদাহ, কোথাও ফ্যাকাসে আলো, কোথাও মুষলধারার অগ্নি স্নান। এমতাবস্তায় মায়ের দর্শন, মায়ের আশিষ লাভ ভাগ্যের ব্যাপার। যদি ঘরে ফিরে আসি, খাঁচার পাখি সোনার খাচায় কিংবা রুপার খাজায় বন্দী হই সেখানে শুধু দুদন্ড শান্তি দেয় সাহিত্য চর্চা। বিশেষত শারদ শুভেচ্ছার শারদ সংখ্যা গুলি। কল্পনা পিয়াসী কবি হৃদয়, আশায় ডুবে থাকা মধ্যবিত্ত পাঠক শুধু মুক্তির পথ খোঁজে যন্ত্র চালিত জীবনে থেকে পালিয়ে বাঁচার একটা নতুন আবেগ নিয়ে। এ শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়। এ সার্বজনীন। বাঙালির আবেগ দুর্গাপূজা। দেশ দেশান্তরের আকুল আকাঙ্ক্ষা হলো শারদ উৎসব‌। মা সবার। মায়ের আশিষ সবার প্রাপ্য। সাহিত্য চর্চার অমোঘ টান নিয়ে কেটে উঠুক দুর্গা পূজার আনন্দ। ভরে উঠুক বাঙালি তথা সমগ্র ভারতবাসীর হৃদয়।


পরপর দুটি বছরের সন্ধিক্ষণ পেরিয়ে ২০২৩ এর শারদ শুভেচ্ছা নিয়ে হাজির হচ্ছে আমরা- আপনাদের সকলের কাছে। তাই সকলেই এর স্বাদ নিন। সাধ মিটিয়ে আত্মসাৎ করুন প্রতিটি গল্প, প্রতিটি কবিতা। পুরাতন গ্লানিকে ছুটি দিন। সাহিত্য চর্চায় মজে উঠুন। ওয়াল সাহিত্য আড্ডা আপনাদের কাছে এক আনন্দময় মালাট। এক নতুন ভাবনার চিত্রপট। তাই একে উপলব্ধি করুন সম্পূর্ণ বিনামূল্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাহিত্যে থাকুন। ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সাইট সকলের জন্য এই প্রার্থনা করে আসছে আর করে যাবে। ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলুন পাতায় পাতায়, পাঠক বর্গ মশগুল হোক আমাদের সকলের প্রিয় পত্রিকা ওয়ার্ল্ড সাহিত্য আড্ডাতে। সকলকে শারদীয়া ১৪৩০ এর শুভেচ্ছা জানাচ্ছে ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা।



                                ধন্যবাদান্তে

          ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সম্পাদকীয় 

_________________________________________________


বিজ্ঞাপন:-




_________________________________________________

বিজ্ঞাপন:-


___________________________________________________


সূচিপত্র:-



কবিতা -

অঞ্জনা ভট্টাচার্য, নিখিল মিত্র ঠাকুর, অন্তরা মন্ডল, সব্যসাচী মন্ডল, পরাগ চৌধুরী, ভুবনেশ্বর মন্ডল, অঞ্জন বল, সুশান্ত সেন, তুষার ভট্টাচার্য, প্রদীপ ভট্টাচার্য, অসীম কুমার সমাদ্দার, লালন চাঁদ, অভিজিৎ দত্ত, আনন্দ গোপাল গড়াই, মিলি দাস, বদরুদ্দোজা শেখু, গৌড় দাস, সিক্তা পাল, রুপায়ন হালদার, পাভেল রহমান, জয়ন্ত সাহা, সতু মালাকার, সোমা রায়, আব্দুস সালাম, পরাগ চৌধুরী, শুভজিৎ ব্যানার্জি, কাজল মৈত্র, পলাশ পোড়েল, রথীন পার্থ মন্ডল, দিবাকর মন্ডল, রঞ্জিত বিশ্বাস, তুষার ভট্টাচার্য, দীপঙ্কর বেরা, বীরেন্দ্রনাথ মহাপাত্র, বিজন বেপারী, দীপক বসু, বিদিশা চক্রবর্তী, রবীন প্রামানিক, জয়ন্ত কুন্ডু, উৎপলেন্দু দাস, নিখিল মিত্র ঠাকুর, আঁখি রায়, ঝুমা করাতি, সুমিত কুমার রানা, সৌহার্দ্য মুখার্জী, চিরঞ্জিত ভান্ডারী, রিঙ্কু পাল, সাদ্দাম প্রমিথিউস



প্রবন্ধ -

শংকর ব্রহ্ম, অভিজিৎ দত্ত, তন্ময় কবিরাজ




গল্প -

শাশ্বত বোস, সিদ্ধার্থ সিংহ, দেবদাস কুন্ডু, কাশফিয়া নাহিয়ান, কাজল মন্ডল, ইলা সূত্রধর, প্রীতম সরকার, তনিমা সাহা, ঝুমা দত্ত, অর্পিতা বিশ্বাস, চৈতালি ভট্টাচার্য, তপন তরফদার, সামিমা ইয়াসমিন, দেবযানী দত্ত প্রামানিক, কাহার মল্লিক, অসিত কুমার পাল, লিসা মাঝি, সাইয়িদ রফিকুল হক, আব্দুস সালাম, মনোরঞ্জন ঘোষাল, শ্রাবণী আচার্য্য, মনোজ মন্ডল, পাপিয়া চট্টোপাধ্যায়



English Poem -

Mousumi Pramanik



অনুগল্প -

অনিন্দ্য পাল, কাজল মন্ডল, পার্থপ্রতিম দাস, সুদাম কৃষ্ণ মন্ডল, সুনির্মল বসু, কাহার মল্লিক, অমিত কুমার রায়, সুপ্রিয় ঘোষ, দিলীপ পন্ডা, মধুরিমা ব্যানার্জি



মুক্ত গদ্য ও রম্যরচনা -

অশোক বন্দ্যোপাধ্যায়, শিবানী বাগচী, দেবাংশু সরকার ঝুমা দত্ত, তিলোত্তমা চ্যাটার্জী



অঙ্কন ও চিত্রশিল্পী -

মৈত্রেয়ী মুখার্জি



English Story -

Bhaskar Sinha



English Article -

Saikat das

অঙ্কন শিল্প - মৈত্রেয়ী মুখার্জী || চিত্র শিল্পী - মৈত্রেয়ী মুখার্জী || Photography