Saturday, January 28, 2023

স্বাধীনতার স্বপ্ন - মিঠু বিশ্বাস || কবিতা || Poetry

 স্বাধীনতার স্বপ্ন

 মিঠু বিশ্বাস


মারাত্মক মহামারী

যদি পুরুষের মগজে ছড়িয়ে যায়

পাগল কুত্তার মত 

বিষাক্ত আঙ্গ নিয়ে ছুটে আসে

তাইতো আমি ঘোমটার আড়ালে বসে থাকি

 গভীর অন্ধকারে

এই অন্ধকার কবরের থেকেও গাঢ়।


শীতের সকালে গা ছড়িয়ে বা

দক্ষিণের হাওয়ায় চুল খুলে উড়তে পারেনি

হ্যাঁ স্বাধীনতার পরও

বৃষ্টির জল মুক্ত হাওয়া খুজেঁ পাইনী এই মুখ

প্রত্যাশার চোখে পাপ, বিষ, আগুন

তাইতো কালো কাগজে মোড়ে থাকি

যাতে বীরপুরুষ কাপুরুষ না হয়ে ওঠ।


আমি বেঁচে আছি কবরে

কবরে থেকে খুবলে নিতে 

যমদূতের হাত ভেদকরে গোপন অঙ্গে।



 আমি স্বপ্ন দেখি এক নবজাত সমুদ্রের 

যার ঢেউ সুনামি হয়ে

আমার যন্ত্রণার কালো কাপড় ভাসিয়ে নিয়ে 

No comments: