Monday, January 30, 2023

জীবন আকস্মিক - মনোরঞ্জন গড়াই || গল্প || ছোটগল্প || বড় গল্প || অনুগল্প || Story || Short story

  জীবন আকস্মিক 

     মনোরঞ্জন গড়াই



গত রোববার আমার বাইকটির জীর্ণ হয়ে যাওয়া সিট কভারটি পাল্টাতে গিয়েছিলাম দাদুর দোকানে। 


        যাই হোক সেখানে গিয়ে দেখলাম দোকানের মালিক অর্থাৎ বয়স্ক দাদুটি সেখানে নেই।  প্রতিবার এখানেই আমি সিটকভার পাল্টাই কারণ যে দাদুর কথা বললাম তাঁর আন্তরিক ব্যবহার আমাকে মুগ্ধ করে। 


         টাকা কম থাকলে বা অন্য কোন অসুবিধা থাকলে তাঁর কাছে কাজ করাতে কোন অসুবিধাই হয় না।  যাই হোক আমি তাঁকে না দেখে অনুমান করলাম হয় তিনি আসেননি নতুবা শরীর খারাপ হয়েছে। 


         যাই হোক যে লোকটি ছিল তাকে বলে সিটকভারটি লাগালাম। 


        পয়সা দিতে যাব এমন সময় কি মনে করে বলে ফেললাম - দাদুকে দেখছি না শরীর খারাপ নাকি? 


         লোকটি বললেন দাদু দেওয়ালে আছেন। 


         আমার মাথা ঘুরে গেল। দেওয়ালে আছেন মানে? 


          লোকটি বললেন - বাবু পেছনের দেওয়ালে তাকান।

         

        এতক্ষণে লক্ষ্য করলাম পর্দা থাকায় আমি পিছনের দেয়াল দেখতে পাইনি। লোকটি পর্দা সরিয়ে দিতে আমি দেখলাম দাদুর ছবিটি দেয়ালে টাঙানো  এবং ছবিতে মালা দেওয়া রয়েছে।  


        লোকটি বললেন - দাদা মানুষের জীবনের কোন দাম নেই।  দু সপ্তাহ আগে রাত্রেবেলা বাবার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে পারিনি।  সব শেষ হয়ে গেল।  


        আমি  বাকরুদ্ধ হয়ে গেলাম।  কিভাবে লোকটিকে সান্ত্বনা দেব বুঝতে না পেরে মাথা নামিয়ে ফেললাম। 


         জীবন হয়তো এতোটাই অনিশ্চিত ও আকস্মিক।


No comments: