Sunday, January 9, 2022

কবিতা || বর্ষবিদায় || অরবিন্দ সরকার

 বর্ষবিদায়

             



উত্তীর্ণ এক বৎসর কাল মাপামাপি,

নতুনের আগমন জীর্ন রুগ্ন ঝেড়ে,

যা গেছে তা যাক গত বন্ধ ঝাঁপাঝাঁপি,

রোমন্থনে থাক্ প'ড়ে নতুনের ঘরে।


জমা খরচ খাতায় বিভক্তে বিয়োগ,

চাতকের চেয়ে থাকা একবিন্দু বৃষ্টি,

দূর্নীতির নামাবলী শিক্ষক নিয়োগ,   

চারিদিকে অনিয়ম মিথ্যা বাক্য সৃষ্টি।


দুগ্গার মহার্ঘ ভাতা শতাংশ হিসাবে,

রাজকর্মচারী ফাঁদে কুকুরের রব,

বাঙালির উত্সবে সবে ক'রে খাবে,

বিগত বছরে তৈরী বেকারীর হাব।


স্বাগতম নববর্ষ বিশ্ব ক্যালেণ্ডারে,

পুরোনো বিদায় হোক নব কলেবরে।


কবিতা || কক্সবাজার সমুদ্র সৈকত টিউলিপময় || মহীতোষ গায়েন

 কক্সবাজার সমুদ্র সৈকত টিউলিপময়




আমি কক্সবাজারে গিয়ে সমুদ্র সৈকতে 

নেমেছি ভয়ংকর এক ভালোবাসার টানে,

মরতে গিয়েও আমি পারিনি,ডাঙায় এসেছি

টিউলিপ ফুলের টানে,ভয়ংকর প্রেমের টানে।


আমি জল কেটে কেটে ডাঙায় উঠেছি;

অথচ পাখি নই,মাছ নই,মাছরাঙা নই,

আমি ডাঙায় উঠে দেখতে পেলাময বহু গর্ত,

গর্ত দিয়ে বহু মানুষ ঢুকছে,আর বেরুচ্ছে।


কেউ ফিরছে,কেউ ফিরছে না,হারিয়ে

যাচ্ছে সব,মাঝে মাঝে লেজ দেখা যাচ্ছে,

মাঝে মাঝে মাথা,যারা বেরিয়ে আসছে

তারা মাটি হয়ে যাচ্ছে নতুবা জল বাতাস।


আমি এক ভয়ংকর প্রেমের‍ টানে ডাঙায় এসে

দেখি পাহাড়ের কোলে বাহারি সব ফুলের গাছ,

একটি গাছে একটিই ফুল টিউলিপ...সাঁঝের

কক্সবাজারে সূর্য ডোবা সৈকত টিউলিপময়।

কবিতা || উদ্বিগ্ন || তৈমুর খান

 উদ্বিগ্ন

    



ভাঙা নৌকা আর দুপুরের মেঘ

আমরা কোথায় চলেছি আবেগ?

ঝড় আসবে সেসব আততায়ী ঝড়

কী করে বাঁচাবে মূর্খ আবেগ আমাদের? 

চারিপাশ ঘিরে দাঁড়াবে কাতিল অন্ধকার।

২৩ তম সংখ্যার সম্পাদকীয়






#সম্পাদকীয়:


ওরা বেড়ে উঠছে ওদের বাড়তে দাও। সব শেষ - উপচে পড়া ভাতের হাঁড়ি তে এক জল ঢালা। তবে এই ভাবে করোনা কে মাত দেওয়ার প্রক্রিয়া শিখে নিয়েছো। এবার যেটুকু সময় তুমি বিশ্রাম নিতে চাইছ সেইটাই যথেষ্ট সময় সাহিত্য চর্চার। জানি তুমি ব্যস্ত । কিন্তু তুমি কাজ করার জন্য ব্যস্ত না । তুমি ভাবতে ব্যস্ত। চিন্তা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি জানি। কিন্তু এখন শুধু চিন্তা দূর করার একটি টোটকা--- সাহিত্য চর্চা। আমরা আপনার পাশে আছি, আপনাদের প্রিয় পত্রিকা world Sahitya Adda blog magazine নিয়ে। তাই পড়ুন। লিখুন। চিন্তা দূর করুন। আমরা পরস্পরের পাশে আছি। পাশে থাকব।





                                ধন্যবাদান্তে

                   World sahitya adda সম্পাদকীয় বিভাগ

   

________________________________________________


**Advertisement (বিজ্ঞাপন):

১)



__________________________________________________


২)


_________________________________________________


৩) 


___________________________________________________

৪)



##বইটি পাবেন- National Book house, Soma Book Store, Amor pustakaloy, Tarama Book Store , The Elegant publications(16B Sitaram Ghosh Street, kol 9.), 63no Saha book stall. এবং Amazon and Flipkart -এ।



##বইটি সরাসরি পেতে-- 9831533582 / 9433925262 দেবে।




___________________________________________________


৫)




___________________________________________________


৬)


##ছাপানো জীবনী গ্রন্থের জন্য-লেখকের জীবনী সংগ্রহ করা হচ্ছে।








" লেখকদের আত্মজীবনী" গ্রন্থ তৃতীয় খন্ডের জন্য, লেখকদের কাছে থেকে জীবনী সংগ্রহ করা হচ্ছে। আপনার মূল্যবান জীবনী 300 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দেন। বইটি ছাপানো অক্ষরে প্রকাশ করা হবে। কিন্তু কোন সৌজন্য কপি দিতে পারবে না।






বইটির সাথে সম্মানিক হিসাবে দেওয়া হবে।








1/ সাম্মানিক সার্টিফিকেট।* (বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।)






2/ "লেখক পরিচয়পত্র কার্ড"। লেখকের ছবিসহ সংক্ষিপ্ত পরিচয় বহন করবে। (বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।)










3/ সম্মানিত পদক (মেডেল)* {বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।}








বইটির বুকিং মূল্য 300 টাকা দিয়ে কিনে, বাঙালি লেখক সংসদ কে অর্থনৈতিক ভাবে সাহায্য করতে হবে। ডেলিভারি সার্ভিস চার্জ আলাদাভাবে দিতে হবে না।










গ্রন্থের কভার পৃষ্ঠায় আপনার ছবি দিতে আগ্রহী হলে, যোগাযোগ করুন।








টাকা পাঠানোর একাউন্ট



শংকর হালদার




(1) ফোন পে 8926200021



(2) পেটিএম 8926200021





( 3) ব্যাংক একাউন্টের মাধ্যমে। 



স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( S.B.I.)



SANKAR HALDER



Account No : 34681068289


IFSC :SBIN 0015960



টাকা পাঠানোর পর রশিদের স্ক্রিনশট কপি করুন এবং জীবনী লেখা পাঠিয়ে দেবেন।



হোয়াইট অ্যাপস নম্বরে :-



 8926200021


যে কোন বিষয়ে যোগাযোগ :- শংকর হালদার শৈলবালা।  




মোবাইল :- 8926200021




বাঙালি লেখক সংসদ, দত্তপুলিয়া, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত।



______________________________________________



**বি.দ্র- বিজ্ঞাপন এর সব দায়িত্ব বিজ্ঞাপন দাতার।


Saturday, January 8, 2022

২৩ তম সংখ্যার সূচিপত্র (৪০ জন)

 



সম্পূর্ণ সূচিপত্র:






বাংলা কবিতা ও ছড়া---




তৈমুর খান, মহীতোষ গায়েন, অরবিন্দ সরকার, চাতক পাখি, সৌমেন্দ্র দত্ত ভৌমিক, নিমাই জানা, জয়িতা চট্টোপাধ্যায়, সুব্রত মিত্র, চাঁদ রায়, দিলীপ কুমার মধু,

সৈয়দ শীষ মহাম্মদ, সোনালী মীর, চিরঞ্জিত ভাণ্ডারী, 

বিশ্বেশ্বর মহাপাত্র, সামসুজ জামান, নমিতা বোস,

ফরমান সেখ, অভিজিৎ দত্ত , বিমান প্রামানিক, সব্যসাচী মজুমদার, শ্যামল চক্রবর্ত্তী, আবদুস সালাম।




বাংলা গল্প---



আশীষ কুন্ডু, সিদ্ধার্থ সিংহ, রথীন পার্থ মণ্ডল, রঞ্জিত মল্লিক, সুজিত চট্টোপাধ্যায়।





নিবন্ধ -----


শিবাশিস মুখোপাধ্যায়।





বাংলা গদ্য তথা রম্য রচনা---


সত্যেন্দ্রনাথ পাইন, তাপস কুমার বেরা,

অরবিন্দ সরকার। 






ইংরেজি কবিতা--


Pavel Rahman.





Poem---


Kunal Roy






Photography---



Amit pal, Nilanjan de, Moushumi chandra, Sohini Shabnam, Dr Atef kheir.


Friday, January 7, 2022

দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে ৫৭৫ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ || Delhi subordinate services selection board Recruitment 2022 || httpp// dsssbonline.nic.in


 


*দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে* 

৫৭৫ *জন জুনিয়র ইঞ্জিনিয়ার* *নিয়োগ*




দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাব অর্ডিনেট 

সার্ভিসেস সিলেকশন বোর্ড সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার / 

সিভিল সেকশন অফিসার পদে ৫৭৫ জন নিচ্ছে। কারা 

কোন বিভাগের জন‍্য আবেদনের যোগ‍্য তা নিম্নে দেওয়া হল ---- 



সিরিয়াল নং ১   নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন 


সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশেরা যোগ্য । 

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের ডিপ্লোমা কোর্স 

পাশরা ; পাশের পর সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে অন্তত ২ 

বছরের পেশাগত কোর্স পাশ হলেও যোগ্য। ১৮-২৭ এর 

মধ্যে বয়সসীমা হতে হবে। ৯৩০০-৩৪৮০০ এখানে প্রধান 

মাইনে। এখানে গ্রেড পে ৪২০০ টাকা। 




শূন‍্যপদ ৮৮টি (জেনাঃ ৩৫ , ওবিসি ২৪, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৭ , ই ডব্লু  এস ৯) । এর মধ্যে প্রতিদ্বন্দ্বী ৪। 


সিরিয়াল নং ২     সাউথ দিল্লি মিউনিসিপ্যাল  কর্পোরেশন (801/02):


  সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশেরা যোগ‍্য । 


সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের ডিপ্লোমা কোর্স 


পাশরা কোর্স পাশের পর সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে বছর 


দুয়েকের পেশাগত কোর্স পাশ হলেও যোগ্য। ১৮-২৭ বছর 


বয়স , মূল মাইনে ৯৩০০ -- ৩৪৮০০ টাকা ও গ্রেড পে 


৪২০০ টাকা । ৪৮ টি শূন‍্যপদ , প্রতিবন্ধী ১ জন। 





সিরিয়াল নং ৩    ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (801/03) :


সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশেরা যোগ্য । 

সিভিল ইঞ্জিনিয়ারিং এর  তিন বছরের ডিপ্লোমা কোর্স 

পাশরা ডিপ্লোমা কোর্স পাশের পর সিভিল ইঞ্জিনিয়ার 

হিসাবে কমপক্ষে ২ বছরের পেশাগত কোর্স পাশ হলেও 

যোগ্য । বয়স হতে হবে ১৮-২৭ এর মধ্যে। মূল মাইনে 


৯৩০০ -- ৩৪৮০০ টাকা ও গ্রেড পে ৪২০০ টাকা । শূন‍্যপদ আছে ১২৩ টি ।  (জেনা : ৫১ , ওবিসি ৩৩ , তঃজাঃ ১৮, তঃউঃজা ৯, ই ডব্লিউ এস ১২ ) । এর মধ্যে প্রতিদ্বন্দ্বী ৫। 

বয়স হতে হবে ১৮-২৭ এর মধ্যে। মূল মাইনে ৯৩০০ -- ৩৪৮০০ টাকা ও গ্রেড পে ৪২০০ টাকা । শূন‍্যপদ আছে ১২৩ টি ।  (জেনা : ৫১ , ওবিসি ৩৩ , তঃজাঃ ১৮, তঃউঃজা ৯, ই ডব্লিউ এস ১২ ) । এর মধ্যে প্রতিদ্বন্দ্বী ৫। বয়স হতে হবে ১৮-২৭ এর মধ্যে। মূল মাইনে ৯৩০০ -- ৩৪৮০০ টাকা ও গ্রেড পে ৪২০০ টাকা । শূন‍্যপদ আছে ১২৩ টি ।  (জেনা : ৫১ , ওবিসি ৩৩ , তঃজাঃ ১৮, তঃউঃজা ৯, ই ডব্লিউ এস ১২ ) । এর মধ্যে প্রতিদ্বন্দ্বী ৫। 



সিরিয়াল নং ৪  (৮০১/০৪)দিল্লি এগ্রিকালচারাল  মার্কেটিং  বোর্ড:


সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশরা উপযুক্ত। বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা জরুরী।  ১৮- ২৭ বছর বয়স হতে হবে। মূল মাইনে  : ৯৩০০ -৩৪৮০০ টাকা ও গ্রেড পে ৪২০০ টাকা । 

  ৯টি পদ খালি। (জেনা : ২ ওবিসি ৩, তঃজাঃ ১,  তঃউঃজাঃ ১, ই . ডব্লু.  এস ২ ) । প্রতিবন্ধী এর মধ্যে আছেন ১ জন। 




সিরিয়াল নং ৫  দিল্লি জল বোর্ড (৮০১/০৫): 


সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা যোগ্য । 

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা প্ল‍্যানিং , এক্সিকিউশন ও মেন্টেন‍্যান্স (সিভিল সার্ভিস) এর

কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। বয়স 

১৮ -৩০ বছরের মধ্যে । 

মূল পারিশ্রমিক ৯৩০০-৩৪৮০০ টাকা । গ্রেড পে ৪২০০ টাকা ।। ৯৮টি পদ শূন‍্য। (জেনাঃ ৬৩, ওবিসি ১ , তঃজাঃ ১০ , তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ২৩)। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী ৪। 



সিরিয়াল নং ৬   দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড (৮০১/০৬) : 


সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশেরা যোগ্য । সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা  ২ বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ‍্য । ১৮-২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। মূল মাইনে ৯৩০০-৩৪৮০০ টাকা । গ্রেড পে ৪২০০ টাকা। শূন‍্যপদ  ৭৫টি (জেনা ৩৭, তজা ১৮, ত উ জা ২ , ই ডব্লু এস ১৮ ) 


সিরিয়াল নং ৭    দিল্লি ট্রান্সকো লিমিটেড (৮০১/০৭) 


সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশরা যোগ‍্য । সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা ২ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলেও যোগ‍্য। বয়স হতে হবে ১৮-২৮এর মধ্যে । মূল মাইনে ৯৩০০-৩৪৮০০ টাকা। গ্রেড পে ৪২০০ , ১৯টি শূন‍্যপদ। (জেনাঃ ৯, ওবিসি ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ই.ডব্লু. এস ১) । এর মধ্যে প্রতিবন্ধী ১। 



সিরিয়াল নং ৮  দিল্লি  স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (৮০১/০৮) 


সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরাও যোগ‍্য। ১৮-৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। মূল মাইনে ৯৩০০- ৩৪৮০০ টাকা। গ্রেড পে ৪৮০০ টাকা। শূন‍্যপদ ৫২ টি । 

(জেনা: ১৫, ও.বি.সি ১৭, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ই.ডব্লু. এস ৫ )। এর মধ্যে ৩ জন প্রতিবন্ধী। 



সিরিয়াল নং ৯  ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল (৮০১/০৯) 


সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশরা যোগ‍্য । বয়স হতে হবে ১৮-২৭এর মধ্যে। মূল মাইনে : ৯৩০০- ৩৪৮০০ টাকা ও গ্রেড পে ৪৮০০ টাকা । শূন‍্যপদ ৫৯টি (জেনা ৩৪, ওবিসি ৮, ত জা ১১, ত উ জা ১ , ই ডব্লু এস ৫  ) । 



সিরিয়াল নং ১১  দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (৮০১/১১


সিভিল ই়ঞ্জিয়ারিং ডিপ্লোমা কোর্স  পাশরা ১ বছর কাজ করার অভিজ্ঞতা বা ১ বছরের ডিপ্লোমা অ্যপ্রেন্টিস হলে যোগ্য। বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। মূল মাইনে : ৯৩০০-৩৪৮০০ টাকা। গ্রেড পে ৪৮০০ টাকা । শূন‍্যপদ ৪টি (জেনাঃ২ , ওবিসি ১, তঃজাঃ ১  )। এর মধ্যে প্রতিবন্ধী ১ 

প্রতি ক্ষেত্রেই তপশিলীরা প্রচলিত নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। এই পদের বিজ্ঞপ্তি নং ১/২২ 


দুটি পর্বে পরীক্ষা হবে। প্রথম পর্বে ২০০ তে পরীক্ষা ২ ঘন্টা সময়।  প্রথম পর্বে জেনারেল অ্যওয়ারনেস , জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং এবিলিটি , অ্যারিথমেটিক‍্যাল  অ্যন্ড নিউম‍্যারিকেল এবিলিটি , টেস্ট অফ হিন্দি ল‍্যাঙ্গোয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন । 


ইংরাজি ভাষা পরীক্ষা (প্রতি অংশে ২০ নম্বর করে ১০০ নম্বর , সংশ্লিষ্ট বিষয়ের উপর ১০০ টি প্রশ্ন ) । 


দ্বিতীয় পর্ব ২.৫ ঘন্টা , ২০০ নম্বর , ১৫০ প্রশ্ন। 


সংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন মোট ১০০ টি প্রশ্ন। 


কনসেপ্ট , প্রবলেম সলভিং ক‍্যাপাসিটি , কমপ্রিহেন্ড কনটেস্ট ও ১০০ নম্বরের ৫০ টি থিওরিটিক‍্যাল প্রশ্ন। 


ইংরাজী ও হিন্দি তে MCQ প্রশ্ন হবে। পরীক্ষা বিষয়ে বিস্তারিত তথ‍্য জানতে দেখুন----

 www.dsssb.delhigovt.nic.in 

সফল হলে স্কিল টেস্ট। 


১০ই জানুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারি online দরখাস্ত করা যাবে। 


httpp// dsssbonline.nic.in


www: // dsss.delhigovt.nic.in


 এজন‍্য বৈধ একটি ইমেল আই ডি থাকতে হবে । প্রথমে পাসপোর্ট আকারের রঙিন ছবি ও সই scan করে নিতে হবে। এবার ওয়েবসাইটে যাবতীয় তথ‍্য দিয়ে  submit করে নাম register ও system  generated application form print করে নিতে হবে। online এ ১০০ টাকা দিতে হবে। প্রাক্তন সমরকর্মী, তপসিলি , প্রতিবন্ধীদের  টাকা লাগবে না। এবার scan করা সব প্রমাণ  upload করে submit করলে নাম registration সম্পন্ন হয়ে যাবে। তখন system generated application form print  করে নেবেন । 


বিস্তারিত তথ্য জানতে দেখুন website ।

Thursday, January 6, 2022

WB Agriculture Research Recruitment 2022 || পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরে মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিয়োগ || মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে নিয়োগ || WB government jobs


 


##পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরে মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিয়োগ | WB Agriculture Research Recruitment 2022





বিরাট বড় চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে পশ্চিমবঙ্গে। 

মাধ্যমিক পাসেই আবেদন করতে পারবেন

যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে এটা 

আপনার জন্য অবশ্য একটি বিরাট বড় সুখবর । 

আপনি পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যে কোনো জায়গায় 

বাসিন্দা হলেই  অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন 

করতে পারবেন । মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে প্রচুর

 কর্মী নিয়োগ করা হচ্ছে । পুরুষ অথবা মহিলা সকলেই 

এখানে আবেদন করতে পারবেন। চাকরি সম্বন্ধে 

বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া 

আছে যেগুলো ভালো করে আপনারা জেনে নিতে পারবেন।


 ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং 10 জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত আবেদন চলবে।



শূন্য পদ-- 641 টি কর্মী নিয়োগ করা হবে।


গুরুত্বপূর্ণ তারিখ (Important Date)---

এখানে 18 ডিসেম্বর 2021 তারিখ থেকে আবেদন 

প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন চলবে 10 জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত।




বেতন(Salary)--

এখানে পেয়ে level3 অনুযায়ী প্রতি মাসে আপনাকে 

34286/- টাকা করে বেতন দেওয়া হবে। Pay Level :3 

( 7th অনুযায়ী এখানে Pay:21,000/- টাকা + 

HRA:5859/- টাকা + DA:6727/- টাকা। এর সঙ্গে আরো অন্যান্য ভাতা যুক্ত হবে।




আবেদন পদ্ধতি (Application Process)----

এখানে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।


এরপর আপনাকে অনলাইনে ফরম ফিলাপ করতে হবে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।

 

ফরম ফিলাপ করার সময় আপনার একটি ফটো ও 

সিগনেচার আপলোড করতে হবে।

আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এই 

অফিশিয়াল ওয়েবসাইট থেকে---




নিয়োগ পদ্ধতি (Selection Process)---

এখানে আপনাকে 100 নাম্বারের একটি mcq পরীক্ষা 

দিতে হবে। যার সময়সীমা থাকবে 90 মিনিট। 

পরীক্ষাটি অনলাইনের মাধ্যমে Computer Based Test (CBT ) হবে।


পরীক্ষার ধরন( Exam Pattern)---

General knowledge - 25 Marks
Mathematics- 25 Marks
Science- 25 Marks
Social Science- 25 Marks




পরীক্ষার স্থান(Exam Center)----

পশ্চিমবঙ্গের যেসব জায়গায় Computer Based Test হবে তার লিস্ট নিচে দেওয়া হল।

Burdwan
Durgapur
Kalyani
Kolkata
Siliguri
Asansol
Suri
Howrah
Others State




এডমিট কার্ড ডাউনলোড(Admit Card Download Date)----


পরীক্ষার 10 দিন আগে আপনার মোবাইলে

 এসএমএসের মাধ্যমে বা ইমেইল আইডির মাধ্যমে 

এডমিট কার্ড ডাউনলোড এর তারিখ ও পরীক্ষা সম্বন্ধে 

বিস্তারিত তথ্য পাঠিয়ে দেওয়া হবে।




OFFICIAL WEBSITE: https://www.iari.res.in/



বিজ্ঞানী || রবীন্দ্রনাথ ঠাকুর || গল্প || short story || sciencetist - Rabindranath Tagore || ছোট গল্প - বিজ্ঞানী - রবীন্দ্রনাথ ঠাকুর

 





দাদামশায়, নীলমণিবাবুকে তোমার এত কেন ভালো লাগে আমি তো বুঝতে পারি নে।

এই প্রশ্নটা পৃথিবীর সবচেয়ে শক্ত প্রশ্ন, এর ঠিক উত্তর ক'জন লোকে দিতে পারে।

তোমার হেঁয়ালি রাখো। অমন এলোমেলো আলুথালু অগোছালো লোককে মেয়েরা দেখতে পারে না।

ওটা তো হল সার্টিফিকেট, অর্থাৎ লোকটা খাঁটি পুরুষমানুষ।

জান না তুমি, উনি কথায় কথায় কী রকম হুলুস্থূল বাধিয়ে তোলেন। হাতের কাছে যেটা আছে সেটা ওঁর হাতেই ঠেকে না। সেটা উনি খুঁজে বেড়ান পাড়ায় পাড়ায়।

ভক্তি হচ্ছে তো লোকটার উপরে।

কেন শুনি।

হাতের কাছের জিনিসটাই যে সবচেয়ে দূরের সে ক'জন লোক জানে, অথচ নিশ্চিন্ত হয়ে থাকে।

একটা দৃষ্টান্ত দেখাও দেখি।

যেমন তুমি।

আমাকে তুমি খুঁজে পাও নি বুঝি?

খুঁজে পেলে যে রস মারা যেত, যত খুঁজছি তত অবাক হচ্ছি।

আবার তোমার হেঁয়ালি।

উপায় নেই। দিদি, আমার কাছে আজও তুমি সহজ নও, নিত্যি নূতন।

কুসমি দাদামশায়ের গলা জড়িয়ে বললে, দাদামশায় এটা কিন্তু শোনাচ্ছে ভালো। কিন্তু, ও কথা থাক্‌। নীলুবাবুর বাড়িতে কাল কী রকম হুলুস্থূল বেধেছিল সে খবরটা বিধুমামার কাছে শোনো- না।

কী গো মামা, কী হয়েছিল শুনি।

অদ্ভুত- বিধুমামা বললেন, পাড়ায় রব উঠল নীলুবাবুর কলমটা পাওয়া যাচ্ছে না; খোঁজ পড়ে গেল মশারির চালে পর্যন্ত। ডেকে পাঠালে পাড়ার মাধুবাবুকে।

বললে, ওহে মাধু, আমার কলমটা?

মাধুবাবু বললেন, জানলে খবর দিতুম।

ধোবাকে ডাক পড়ল, ডাক পড়ল হারু নাপিতকে। বাড়িসুদ্ধ সবাই যখন হাল ছেড়ে দিয়েছে তখন তার ভাগ্নে এসে বললে, কলম যে তোমার কানেই আছে গোঁজা।

যখন কোনো সন্দেহ রইল না তখন ভাগ্নের গালে এক চড় মেরে বললে, বোকা কোথাকার, যে কলমটা পাওয়া যাচ্ছে না সেটাই খুঁজছি।

রান্নাঘর থেকে স্ত্রী এল বেরিয়ে; বললে, বাড়ি মাথায় করেছ যে।

নীলু বললে, যে কলমটা চাই ঠিক সেই কলমটা খুঁজে পাচ্ছি না।

বউদি বললে, যেটা পেয়েছ সেই দিয়েই কাজ চালিয়ে নেও, যেটা পাও নি সেটা কোথাও পাবে না।

নীলু বললে, অন্তত সেটা পাওয়া যেতে পারে কুণ্ডুদের দোকানে।

বউদি বললে, না গো, দোকানে সে মাল মেলে না।

নীলু বললে, তা হলে সেটা চুরি গিয়েছে।

তোমার সব জিনিসই তো চুরি গিয়েছে, যখন চোখে পাও না দেখতে। এখন চুপচাপ ক'রে এই কলম নিয়েই লেখো, আমাকেও কাজ করতে দাও। পাড়াসুদ্ধ অস্থির করে তুলেছ।

সামান্য একটা কলম পাব না কেন শুনি।

বিনি পয়সায় মেলে না ব'লে।

দেব টাকা- ওরে ভুতো।

আজ্ঞে-

টাকার থলিটা যে খুঁজে পাচ্ছি না।

ভুতো বললে, সেটা যে ছিল আপনার জামার পকেটে।

তাই নাকি।

পকেট খুঁজে দেখলে থলি আছে, থলিতে টাকা নেই। টাকা কোথায় গেল।

খুঁজতে বেরোল টাকা। ডেকে পাঠালে ধোবাকে।

আমার পকেটের থলি থেকে টাকা গেল কোথায়।

ধোবা বললে, আমি কী জানি। ও জামা আমি কাচি নি।

ডাকল ওসমান দর্জিকে।

আমার থলি থেকে টাকা গেল কোথায়।

ওসমান রেগে উঠে বললে, আছে আপনার লোহার সিন্দুকে।

জামাইবাড়ি থেকে স্ত্রী ফিরে এসে বললে, হয়েছে কী।

নীলমণি বললে, বাড়িতে ডাকাত পুষেছি। পকেট থেকে টাকা নিয়ে গেছে।

স্ত্রী বললে, হায় রে কপাল- সেদিন যে বাড়িওয়ালাকে বাড়িভাড়া শোধ করে দিলে ৩৫৲ টাকা।

তাই নাকি। বাড়িওয়ালা যে বাড়ি ছাড়বার জন্য আমাকে নোটিশ পাঠিয়েছিল।

তুমি ভাড়া শোধ করে দিয়েছিলে তার পরেই।

সে কী কথা। আমি যে বাদুড়বাগানে নিমচাঁদ হালদারের কাছে গিয়ে তার বাড়ি ভাড়া নিয়েছি।

স্ত্রী বললে, বাদুড়বাগান, সে আবার কোন্‌ চুলোয়।

নীলমণি বললে, রোসো, ভেবে দেখি। সে যে কোন্‌ গলিতে কোন্‌ নম্বরে তা তো মনে পড়ছে না। কিন্তু লোকটির সঙ্গে লেখাপড়া হয়ে গেছে- দেড় বছরের জন্য ভাড়া নিতে হবে।

স্ত্রী বললে, বেশ করেছ, এখন দুটো বাড়ির ভাড়া সামলাবে কে।

নীলমণি বললে, সেটা তো ভাবনার কথা নয়। আমি ভাবছি, কোন্‌ নম্বর, কোন্‌ গলি। আমার নোটবুকে বাদুড়বাগানের বাসা লেখা আছে। কিন্তু, মনে পড়ছে না, গলিটার নম্বর লেখা আছে কি না।

তা, তোমার নোটবইটা বের করো- না।

মুশকিল হয়েছে যে, তিন দিন ধরে নোটবইটা খুঁজে পাচ্ছি না।

ভাগ্নে বললে, মামা, মনে নেই? সেটা যে তুমি দিদিকে দিয়েছিলে স্কুলের কপি লিখতে।

তোর দিদি কোথায় গেল।

তিনি তো গেছেন এলাহাবাদে মেসোমশায়ের বাড়িতে।

মুশকিলে ফেললি দেখছি। এখন কোথায় খুঁজে পাই, কোন্‌ গলি, কোন্‌ নম্বর।

এমন সময়ে এসে পড়ল নিমচাঁদ হালদারের কেরানি। সে বললে, বাদুড়বাগানের বাড়ির ভাড়া চাইতে এসেছি।

কোন্‌ বাড়ি।

সেই যে ১৩ নম্বর শিবু সমাদ্দারের গলি।

বাঁচা গেল, বাঁচা গেল। শুনছ, গিন্নি? ১৩ নম্বর শিবু সমাদ্দারের গলি। আর ভাবনা নেই।

শুনে আমার মাথামুণ্ডু হবে কী।

একটা ঠিকানা পাওয়া গেল।

সে তো পাওয়া গেল। এখন দুটো বাড়ির ভাড়া সামলাবে কেমন করে।

সে কথা পরে হবে। কিন্তু, বাড়ির নম্বর ১৩, গলির নাম শিবু সমাদ্দারের গলি।

কেরানির হাত ধরে বললে, ভায়া, বাঁচালে আমাকে। তোমার নাম কী বলো, আমি নোটবইয়ে লিখে রাখি।

পকেট চাপড়ে বললে, ঐ যা। নোটবই আছে এলাহাবাদে। মুখস্থ করে রাখব- ১৩ নম্বর, শিবু সমাদ্দারের গলি।

কুসমি বললে, এই কলম হারানো ব্যাপারটা তো সামান্য কথা। যেদিন ওঁর একপাটি চটিজুতো পাওয়া যাচ্ছিল না, সেদিন নীলমণিবাবুর ঘরে কী ধুন্দুমার বেধে গিয়েছিল। ওঁর স্ত্রী পণ করলেন, তিনি বাপের বাড়ি চলে যাবেন। চাকর- বাকররা একজোট হয়ে বললে, যদি একপাটি চটিজুতো নিয়ে তাদের সন্দেহ করা হয় তবে তারা কাজে ইস্তফা দেবে- তার উপরে সে চটিতে তিন তালি দেওয়া।

আমি বললুম, খবরটা আমারও কানে এসেছিল; দেখলেম ব্যাপারটা গুরুতর হয়ে দাঁড়িয়েছে। গেলুম নীলুর বাড়িতে। বললুম, ভায়া, তোমার চটি হারিয়েছে?

সে বললে, দাদা, হারায় নি, চুরি গিয়েছে, আমি তার প্রমাণ দিতে পারি।

প্রমাণের কথা তুলতেই আমি ভয় পেয়ে গেলুম। লোকটা বৈজ্ঞানিক; একটা দুটো তিনটে ক'রে যখন প্রমাণ বের করতে থাকবে আমার নাওয়া- খাওয়া যাবে ঘুচে। আমাকে বলতে হল, নিশ্চয় চুরি গিয়েছে। কিন্তু এমন আশ্চর্য চোরের আড্ডা কোথায় যে একপাটি চটি চুরি করে বেড়ায়, আমার জানতে ইচ্ছে করে।

নীলু বললে, ওইটেই হচ্ছে তর্কের বিষয়। এর থেকে প্রমাণ হয় যে, চামড়ার বাজার চড়ে গিয়েছে।

আমি দেখলুম, এর উপরে আর কথা চলবে না। বললুম, নীলুভাই, তুমি আসল কথাটি ধরতে পেরেছ। আজকালকার দিনে সবই বাজার নিয়ে। তাই আমি দেখেছি, মল্লিকদের দেউড়িতে পাঁচ- সাত দিন অন্তর মুচি আসে দরোয়ানজির নাগরা জুতোয় সুকতলা বসাবার ভান ক'রে। তার দৃষ্টি রাস্তার লোকদের পায়ের দিকে।

তখনকার মতো তাকে আমি ঠাণ্ডা করেছিলুম। তার পরে সেই চটি বেরোল বিছানার নীচে থেকে। নীলুর পেয়ারের কুকুর সেটা নিয়ে আনন্দে ছেঁড়াছেঁড়ি করেছে। নীলুর সবচেয়ে দুঃখ হল এই চটির সন্ধান পেয়ে, তার প্রমাণ গেল মারা।

কুসমি বললে, আচ্ছা, দাদামশায়, মানুষ এতবড়ো বোকা হয় কী ক'রে।

আমি বললুম, অমন কথা বোলো না দিদি, অঙ্কশাস্ত্রে ও পণ্ডিত। অঙ্ক ক'ষে ক'ষে ওর বুদ্ধি এত সূক্ষ্ম হয়েছে যে, সাধারণ লোকের চোখে পড়ে না।

কুসমি নাক তুলে বললে, ওঁর অঙ্ক নিয়ে কী করছেন উনি।

আমি বললুম, আবিষ্কার। চটি কেন হারায় সেটা উনি সব সময়ে খুঁজে পান না, কিন্তু চাঁদের গ্রহণ লাগায় সিকি সেকেণ্ড দেরি কেন হয়, এ তাঁর অঙ্কের ডগায় ধরা পড়বেই। আজকাল তিনি প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন যে, জগতে গ্রহ তারা কোনো জিনিসই ঘুরছে না, তারা কেবলই লাফাচ্ছে। এ জগতে কোটি কোটি উচ্চিংড়ে ছাড়া পেয়েছে। এর অকাট্য প্রমাণ রয়েছে ওর খাতায়। আমি আর কথা কই নে, পাছে সেগুলো বের করতে থাকেন।

কুসমি অত্যন্ত বিরক্ত হয়ে বললে, ওঁর কি সবই অনাসৃষ্টি। খাওয়া- দাওয়া ছেড়ে উচ্চিংড়ের লাফ মেপে মেপে অঙ্ক কষছেন! এ না হলে ওঁর এমন দশা হবে কেন।

আমি বললুম, ওর ঘরকন্না ঘুরতে ঘুরতে চলবে না, তিড়িং- বিড়িং করে লাফাতে লাফাতে চলবে।

কুসমি বললে, এতক্ষণে বুঝলুম, এ লোকটার কলমই বা হারায় কেন, একপাটি চটিই বা পাওয়া যায় না কেন, আর তুমিই বা কেন ওঁকে এত ভালোবাস। যত পাগলের উপরে তোমার ভালোবাসা, আর তারাই তোমার চার দিকে এসে জোটে।

দেখো দিদি, সবশেষে তোমাকে একটা কথা বলে রাখি। তুমি ভাবছ, নীলু লক্ষ্ণীছাড়াকে নিয়ে তোমার বউদি রেগেই আছেন। গোপনে তোমাকে জানাচ্ছি- একেবারে তার উল্টো। ওর এই এলোমেলো আলুথালু ভাব দেখেই তিনি মুগ্ধ। আমারও সেই দশা।

*

* *

পাঁচটা না বাজতেই ভুলুরাম শর্মা সে

টেরিটিবাজারে গেল মনিবের ফর্‌মাশে।

মরেছে অতুল মামা, আজি তারি শ্রাদ্ধের

জোগাড় করতে হবে নানাবিধ খাদ্যের।

বাবু বলে, ভুলো না হে, আরো চাই দর্‌মা।

ভোলা কি সহজ কথা, বলে ভুলু শর্মা।

কাঁক্‌রোল কিনে বসে কাঁচকলা কিনতে।

শাঁকআলু কচু কিনা পারে না সে চিনতে।

বকুনি খেয়েছে যেই মাছওলা মিন্‌সের,

তাড়াতাড়ি কিনে বসে কামরাঙা তিন সের।

বাবু বলে, কামরাঙা এতগুলো হবে কী।

ভুলু বলে, কানে আমি শুনি নাই তবে কি।

দেখলেম কিনছে যে ও পাড়ার সরকার,

বুঝলেম নিশ্চয় আছে এর দরকার।

কানে গুঁজে নিয়ে তার হিসাবের লেখনী

বাবু বলে, ফিরে দিয়ে এসো তুমি এখনি।

মনিবের হুকুমটা শুনল সে হাঁ ক'রে,

ফিরে দিতে চ'লে গেল কিছু দেরি না ক'রে।

বললে সে, দোকানিকে যা করেছি জব্দ-

ফলগুলো ফিরে নিতে করে নি টুঁ শব্দ।

বাবু কয় 'টাকা কই' টান দিয়ে তামাকে।

ভুলু বলে, সে কথাটা বল নি তো আমাকে।

এসেছি উজাড় ক'রে বাজারের ঝুড়িটা-

দোকানির মাসি ছিল, হেসে খুন বুড়িটা।


_________________________________________________



গল্প টি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--


Wednesday, January 5, 2022

মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ || Asha karmi recruitment from Murshidabad district || Asha karmi recruitment 2022 || icds recruitment 2022






##মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ।প্রতিটি গ্রামে গ্রামে আবেদন। থাকছে নিজের গ্রামে চাকরির সুযোগ।

 


 

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য রয়েছে নতুন 


বছরে সুখবর। রাজ্যের জেলার প্রত্যেক গ্রামে গ্রামে 


নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা শাসক। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাশে 


জেলার ব্লক অফিসের গ্রামের সাব সেন্টারে নিয়োগ 


করা হবে। থাকছে নিজের গ্রামে চাকরি করার বিরাট 


সুযোগ। বিজ্ঞপ্তি থেকে জানতে পারি , কোনো পরীক্ষা 


দিতে হবে না। শুধু মাধ্যমিকের নম্বরের উপর মেরিট 


লিস্ট তৈরি হবে । তারপর তাদের ইন্টারভিউ-র মাধ্যমে 


এই চাকরিতে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি 


প্রার্থীরা আবেদন করবেন তারা সম্পূর্ণ বিষয় নীচে পড়ে নিন---





আবেদন পদ্ধতি : 


অফলাইনের মাধ্যমে জেলার প্রত্যেক ব্লক অফিসে / 


গ্রাম পঞ্চায়েত অফিসে / নিকটবর্তী সাব সেন্টারে 


আবেদন ফর্ম জমা করতে পারেন। নীচের দিকে 


আবেদন ফর্মের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান 


থেকে ডাউনলোড করে নেবেন।





নিয়োগ প্রক্রিয়া : 


মাধ্যমিকের নম্বর দেখে মেরিট লিস্ট তৈরি করা হবে 


এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী ইন্টারভিউ -তে ডাকা হবে। 




শূন্যপদের নাম : আশা কর্মী (Asha Workers)




মোট শূন্যপদ :


আগে শূন্যপদ ছিল 111 টি এবং পরে নতুন সৃষ্ট শূন্য 


289 টি। মোট শূন্যপদ 400 টি। প্রত্যেক গ্রামে নিয়োগ করা হবে। 




শিক্ষাগত যোগ্যতা :


 শুধু মাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করতে 


পারবে এবং উচ্চ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে 


তবে মাধ্যমিকের নম্বর দেখে নিয়োগ করা হবে। 




কারা কারা আবেদন করবেন:


1. শুধু মহিলারাই আবেদন করতে পারবে। 


2. মহিলাদের অবশ্যই বিবাহিত /বিধবা /বিবাহ বিচ্ছেদ হতে হবে। 


3. আবেদনকারীরকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে 


হবে। যে গ্রামে শূন্যপদ রয়েছে সেই গ্রামের বাসিন্দা 


ছাড়া অন্য গ্রাম থেকে আবেদন করতে পারবে না। 






আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন:



1. মাধ্যমিক এডমিট কার্ড / বয়সের প্রমাণপত্র 


2. মাধ্যমিকের মার্কশিট 


3.বয়সের প্রমান পত্র 


4. বাসিন্দা প্রমান 


5. কাস্ট সার্টিফিকেট


6. অন্যান্য (যদি থাকে)





আবেদন পত্র জমা করার ঠিকানা ও নিয়োগের স্থান : 


মূর্শিদাবাদ জেলার প্রত্যেক ব্লকের গ্রামে গ্রামে নিয়োগ 


করা হবে। নিচে অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিন


কোন কোন গ্রামে শূন্য পদ রয়েছে। 




আবেদন পত্র জমা করবেন :


 ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আবেদন পত্র জমা করতে 


পারবেন নিজের ব্লক অফিসে / গ্রাম পঞ্চায়েতে / সাব 


সেন্টারে আবেদন পত্র জমা করতে পারবে। তবে 


আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ দেখেনিবেন 


এবং আরও বিস্তারিত জানতে মূর্শিদাবাদ জেলার 


বিভিন্ন ব্লক অফিসে যোগাযোগ করবেন। 




আবেদনের তারিখ : 


আবেদন শুরু হবে 03/01/2022 থেকে এবং আবেদন চলবে 24 তারিখ পর্যন্ত। 




 বিস্তারিত জানতে এবং ফর্ম টি পেতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন।




Official Notification : 


https://murshidabad.gov.in/notice_category/recruitment/

 

_________________________________________________






সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন---


https://worldsahityaadda.blogspot.com/2022/01/health-and-family-welfare-samity.html

Monday, January 3, 2022

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকে নিয়োগ || Health And Family Welfare Samity Bankura Recruitment 2022 || WB government jobs 2022





##রাজ্যের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকে নিয়োগ, ইন্টারভিউ দিয়ে চাকরি




 
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে 

ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। 

লিখিত পরীক্ষা দিতে হবে না। বিভিন্ন পদে নিয়োগের 

বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর 

হেলথ ডিসট্রিক্টে এই নিয়োগ হবে। রাজ্যের ২৩ টি 

জেলার প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে 

পারবেন।




নিয়োগ কোন কোন পদে হবে, শুন্যপদ কতগুলো,
 
শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউ কবে হবে সবকিছুর
 
বিবরণ নিচে দেওয়া হল---




Health And Family Welfare Samity Bankura Recruitment 2022


নোটিশ মেমো নম্বরঃ  DH&FWS/BHD/1837


নোটিশ প্রকাশের তারিখঃ  28.12.2021


যে সমস্ত পদে নিয়োগ হবে:

(1) রাধুনী (Cook)


 
(2) অ্যাটেনড্যান্ট (Attendant)


(3) নিউট্রিশনিস্ট (Nutritionist) 


(4) মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার (Medical Social Worker) 


(5) ক্লিনিকাল সাইকোলজিস্ট (Clinical Psychologist) 



শুন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতনঃ


(1) পদের নাম- রাধুনী (Cook)


বেতন- প্রতি মাসে ৮ হাজার টাকা 

বয়সসীমা- 01.01.2021 তারিখ অনুযায়ী 20 – 40 বছরের মধ্যে হতে হবে। 


শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

 জেলার স্থানীয় ভাষায় ভালো কমিউনিকেশন করতে

 পারতে হবে। 

শুন্যপদ- 1 টি (UR-মহিলা)


(2) পদের নাম- অ্যাটেনড্যান্ট (Attendant)


বেতন- প্রতি মাসে ৫ হাজার টাকা 


 

বয়সসীমা- 01.01.2021 তারিখ অনুযায়ী 20 – 40 

বছরের মধ্যে হতে হবে।


শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। 

জেলার স্থানীয় ভাষায় ভালো কমিউনিকেশন করতে পারতে হবে। 



শুন্যপদ- 3 টি (UR-1, SC-1, ST-1- মহিলা)


(3) পদের নাম- নিউট্রিশনিস্ট (Nutritionist) 


বেতন- প্রতি মাসে ২৫ হাজার টাকা 


বয়সসীমা-  01.01.2021 তারিখ অনুযায়ী 21 – 40

 বছরের মধ্যে হতে হবে।


শিক্ষাগত যোগ্যতা- ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে B.Sc 

অথবা M.Sc করা থাকতে হবে। এছাড়া কম্পিউটারে 

MS Word, MS Excel, MS Power Point ইত্যাদির 

কাজ জানতে হবে।  

শুন্যপদ- 1 টি (UR- মহিলা)



(4) পদের নাম- মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার (Medical Social Worker) 


বেতন- প্রতি মাসে ১৮ হাজার টাকা 


বয়সসীমা- 01.01.2021 তারিখ অনুযায়ী 21 – 40 বছরের মধ্যে হতে হবে।


শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো 

ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। 

এছাড়া কম্পিউটারে MS Word, MS Excel, MS 

Power Point ইত্যাদির কাজ জানতে হবে।  



শুন্যপদ- 1 (UR) 

(5) পদের নাম- ক্লিনিকাল সাইকোলজিস্ট (Clinical Psychologist) 


বেতন- প্রতি মাসে ৩০ হাজার টাকা 


 
বয়সসীমা- 01.01.2021 তারিখ অনুযায়ী 21 – 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- সাইকোলজি বিষয়ে পোষ্ট

 গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। 


শুন্যপদ- 1 (UR) 


নিয়োগ প্রক্রিয়া:

অ্যাকাডেমিক কুয়ালিফিকেশন, কম্পিউটার টেস্ট এবং 

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে, তারপর 

নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। 


ইন্টারভিউয়ের স্থান:

Office of the CMOH, Bishnupur Health District, 

1st Floor Meeting Hall.



ইন্টারভিউয়ের তারিখ:

রাধুনী (Cook) এবং অ্যাটেনড্যান্ট- 3 জানুয়ারি 2022


বাকি পদগুলির ইন্টারভিউ নেওয়া হবে- 4 জানুয়ারি 2022



আবেদন প্রক্রিয়া:

এই চাকরির জন্য আলাদা করে আবেদন করতে হবে 

না। শুধুমাত্র ইন্টারভিউয়ের দিন একটি ফর্ম ফিল আপ 

করে নিয়ে যেতে হবে। ঐ ফর্মটি অফিসিয়াল নোটিশের 

৫ নম্বর পেজে দেওয়া আছে। প্রথমে নোটিশটি 

ডাউনলোড করে ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। 

তারপর সেটি ফিল আপ করতে হবে। ইন্টারভিউয়ের 

দিন ঐ ফর্মটি এবং দরকারি ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে। 





গুরুত্বপূর্ণ লিংক:


অফিসিয়াল ওয়েবসাইট---




অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন---