Sunday, January 9, 2022

কবিতা || বর্ষবিদায় || অরবিন্দ সরকার

 বর্ষবিদায়

             



উত্তীর্ণ এক বৎসর কাল মাপামাপি,

নতুনের আগমন জীর্ন রুগ্ন ঝেড়ে,

যা গেছে তা যাক গত বন্ধ ঝাঁপাঝাঁপি,

রোমন্থনে থাক্ প'ড়ে নতুনের ঘরে।


জমা খরচ খাতায় বিভক্তে বিয়োগ,

চাতকের চেয়ে থাকা একবিন্দু বৃষ্টি,

দূর্নীতির নামাবলী শিক্ষক নিয়োগ,   

চারিদিকে অনিয়ম মিথ্যা বাক্য সৃষ্টি।


দুগ্গার মহার্ঘ ভাতা শতাংশ হিসাবে,

রাজকর্মচারী ফাঁদে কুকুরের রব,

বাঙালির উত্সবে সবে ক'রে খাবে,

বিগত বছরে তৈরী বেকারীর হাব।


স্বাগতম নববর্ষ বিশ্ব ক্যালেণ্ডারে,

পুরোনো বিদায় হোক নব কলেবরে।


No comments: