Sunday, January 30, 2022

কবিতা || নারী ও রজঃস্বলা || চিরঞ্জিত ভাণ্ডারী

 নারী ও রজঃস্বলা




প্রিয়জনের হাতে প্রহৃত স্নেহা

ক্ষতদাগকে জেনেছে নিয়তির বিধান

বলে,নিয়ম ভাঙতে পারেনি আধুনিকা।


যে হাত জ্বালায় উনোন শাকে দেয় রসুন ফোড়ন

অশোউচ হলে পায় না ছুঁতে ঈশ্বরের বেদীমূল।


আমি মেলাতে অঙ্ক ভাঙতে বিস্ময় ঘোর

গিন্নিকে বলি,এঁকে দাও একে দাও আলপনা,

দেখি,তেমনি রয়েছে সতেজ সবুজ তুলসী পাতা।


আসলে,গুটির ভেতর পিউপার দশা

সেতো রঙিন প্রজাপতির পূর্বাভাস,

নারী রজঃস্বলা না হলে

হ্যাঁ,পিতৃত্ব কোন আশায় বাঁধতে ঘর?

প্রিয় যাপন সুতোয়।

No comments: