কবিতা || বিবেকানন্দ || অভিজিৎ দত্ত

 বিবেকানন্দ 




বীর সন্ন্যাসী বিবেকানন্দ 

জাতিকে দিয়েছিলেন অভয়মন্ত্র 

উঠো,জাগো, লক্ষ্যে পৌঁছনোর জন্য 

নিজের উপর বিশ্বাস রাখো।


ভারতবর্ষের অবস্থা চাক্ষুষ করার জন্য 

পদব্রজে ঘুরেছিলেন সারা ভারতবর্ষ 

বুঝেছিলেন অশিক্ষা আর দারিদ্র্যে

ধীরে,ধীরে শেষ করছে ভারতবর্ষ। 


তিনি বুঝেছিলেন 

জড়ের শক্তিতে নয়,চৈতন্যের শক্তিতে

জাগাতে হবে দেশকে।

তাই তো আমেরিকার আমন্ত্রণ পেয়ে

যোগ দিয়েছিলেন বিশ্বধর্ম সম্মেলনে।

সেখানেই তুলে ধরেছিলেন 

সনাতন হিন্দুধর্মের শ্রেষ্ঠত্বকে।

যার মূল কথা,জীবে প্রেম করে যেইজন 

সেইজন সেবিছে ঈশ্বর। 


বিবেকানন্দ নিজের সমস্ত জীবন 

উৎসর্গ করেছিলেন দেশ ও দশের জন্য 

তৈরী করেছিলেন রামকৃষ্ণ মিশন

সাধারণ মানুষের শিক্ষা ও সেবার জন্য। 


বিবেকানন্দের বাণী ও রচনার দ্বারা

উদ্বুদ্ধ হয়েছিলেন ভারতের বিপ্লবীরা

এমনকি নেতাজীর চিন্তাধারার

প্রভাবিত হয়েছিল তার দ্বারা।


অথচ আজকে স্বামীজীর সাধের ভারতবর্ষে

মণীষাচর্চা অবহেলিত 

অপসংস্কৃতি,ধর্ম আর জাতপাতের ভেদাভেদে

দেশ আজ দ্বিধাবিভক্ত। 


বহুবৈচিত্র্যময় দেশ ভারতবর্ষ 

আজ নিজেদের মধ্যেই 

হানাহানিতে লিপ্ত। 

ভেবে দুঃখ হয় ,এটাই কী স্বামীজীর 

সাধের ভারতবর্ষ?

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র