কেন্দ্রীয় সরকারের দপ্তরে 500 শূন্যপদে সুপারভাইজার নিয়োগ || Central Government Supervisor Recruitment 2022 || Central Government Jobs


 


কেন্দ্রীয় সরকারের দপ্তরে সুপারভাইজার | 500 শূন্যপদে নিয়োগ:




ভারত সরকার অনুমোদিত ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়ান লিমিটেডের ছয় মাসের চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গ সহ সারা দেশের সমস্ত ভারতীয় নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন।


ইনভেস্টিগেটর পদের মাসিক বেতন 24000 টাকা। শূন্য পদ 350 টি।

সুপারভাইজার পদের মাসিক বেতন 30000 টাকা। শূন্যপদ 150 টি।

প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়সের উর্ধ্বসীমা 50 বছর।


যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী থাকলে এবং কম্পিউটারের যথেষ্ট দক্ষতা থাকলে এই পদে আবেদন করা যাবে।

 প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার ভাষা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে।



যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রটি যথাযথ পূরণ করে ইমেইলের মাধ্যমে পাঠাবেন। অন্য কোনভাবে পাঠানো আবেদনপত্র কোনভাবেই গ্রাহ্য হবে না। আবেদনপত্র পাঠানোর মেল আইডি টি হল --

projecthr@becil.com


আবেদন করার শেষ তারিখ -25 শে জানুয়ারি 2022

ওবিসি, জেনারেল এবং ex-servicemen ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে 500 টাকা প্রদান করতে হবে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 350 টাকা প্রদান করতে হবে।


______________________________________________




কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে (কৃষ্ণনগর, নদীয়া) বৃত্তিমুখী কোর্স

---------------------------------------------



কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে ছয় মাসের গাইডেন্স কাউন্সিলিংয়ের উপর সার্টিফিকেট কোর্স চালু করা 

হয়েছে।

যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক পাস প্রার্থী আবেদন করতে পারেন।

কোর্স ফি 5000 টাকা।

সিট সংখ্যা 30

আবেদনের তারিখ 21 জানুয়ারি 2022 থেকে 28 শে জানুয়ারি 2022 পর্যন্ত।

নিম্নের এই ওয়েবসাইট লিঙ্ক এ সমস্ত তথ্য পাওয়া যাবে।


Official link-

https://www.kanyashreeuniversity.in/certification-course


_______________________________________________


বিজ্ঞাপন:




Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ