*দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে*
৫৭৫ *জন জুনিয়র ইঞ্জিনিয়ার* *নিয়োগ*
দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাব অর্ডিনেট
সার্ভিসেস সিলেকশন বোর্ড সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার /
সিভিল সেকশন অফিসার পদে ৫৭৫ জন নিচ্ছে। কারা
কোন বিভাগের জন্য আবেদনের যোগ্য তা নিম্নে দেওয়া হল ----
সিরিয়াল নং ১ নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশেরা যোগ্য ।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের ডিপ্লোমা কোর্স
পাশরা ; পাশের পর সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে অন্তত ২
বছরের পেশাগত কোর্স পাশ হলেও যোগ্য। ১৮-২৭ এর
মধ্যে বয়সসীমা হতে হবে। ৯৩০০-৩৪৮০০ এখানে প্রধান
মাইনে। এখানে গ্রেড পে ৪২০০ টাকা।
শূন্যপদ ৮৮টি (জেনাঃ ৩৫ , ওবিসি ২৪, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৭ , ই ডব্লু এস ৯) । এর মধ্যে প্রতিদ্বন্দ্বী ৪।
সিরিয়াল নং ২ সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (801/02):
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশেরা যোগ্য ।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের ডিপ্লোমা কোর্স
পাশরা কোর্স পাশের পর সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে বছর
দুয়েকের পেশাগত কোর্স পাশ হলেও যোগ্য। ১৮-২৭ বছর
বয়স , মূল মাইনে ৯৩০০ -- ৩৪৮০০ টাকা ও গ্রেড পে
৪২০০ টাকা । ৪৮ টি শূন্যপদ , প্রতিবন্ধী ১ জন।
সিরিয়াল নং ৩ ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (801/03) :
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশেরা যোগ্য ।
সিভিল ইঞ্জিনিয়ারিং এর তিন বছরের ডিপ্লোমা কোর্স
পাশরা ডিপ্লোমা কোর্স পাশের পর সিভিল ইঞ্জিনিয়ার
হিসাবে কমপক্ষে ২ বছরের পেশাগত কোর্স পাশ হলেও
যোগ্য । বয়স হতে হবে ১৮-২৭ এর মধ্যে। মূল মাইনে
৯৩০০ -- ৩৪৮০০ টাকা ও গ্রেড পে ৪২০০ টাকা । শূন্যপদ আছে ১২৩ টি । (জেনা : ৫১ , ওবিসি ৩৩ , তঃজাঃ ১৮, তঃউঃজা ৯, ই ডব্লিউ এস ১২ ) । এর মধ্যে প্রতিদ্বন্দ্বী ৫।
বয়স হতে হবে ১৮-২৭ এর মধ্যে। মূল মাইনে ৯৩০০ -- ৩৪৮০০ টাকা ও গ্রেড পে ৪২০০ টাকা । শূন্যপদ আছে ১২৩ টি । (জেনা : ৫১ , ওবিসি ৩৩ , তঃজাঃ ১৮, তঃউঃজা ৯, ই ডব্লিউ এস ১২ ) । এর মধ্যে প্রতিদ্বন্দ্বী ৫। বয়স হতে হবে ১৮-২৭ এর মধ্যে। মূল মাইনে ৯৩০০ -- ৩৪৮০০ টাকা ও গ্রেড পে ৪২০০ টাকা । শূন্যপদ আছে ১২৩ টি । (জেনা : ৫১ , ওবিসি ৩৩ , তঃজাঃ ১৮, তঃউঃজা ৯, ই ডব্লিউ এস ১২ ) । এর মধ্যে প্রতিদ্বন্দ্বী ৫।
সিরিয়াল নং ৪ (৮০১/০৪)দিল্লি এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড:
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশরা উপযুক্ত। বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা জরুরী। ১৮- ২৭ বছর বয়স হতে হবে। মূল মাইনে : ৯৩০০ -৩৪৮০০ টাকা ও গ্রেড পে ৪২০০ টাকা ।
৯টি পদ খালি। (জেনা : ২ ওবিসি ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ই . ডব্লু. এস ২ ) । প্রতিবন্ধী এর মধ্যে আছেন ১ জন।
সিরিয়াল নং ৫ দিল্লি জল বোর্ড (৮০১/০৫):
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা যোগ্য ।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা প্ল্যানিং , এক্সিকিউশন ও মেন্টেন্যান্স (সিভিল সার্ভিস) এর
কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। বয়স
১৮ -৩০ বছরের মধ্যে ।
মূল পারিশ্রমিক ৯৩০০-৩৪৮০০ টাকা । গ্রেড পে ৪২০০ টাকা ।। ৯৮টি পদ শূন্য। (জেনাঃ ৬৩, ওবিসি ১ , তঃজাঃ ১০ , তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ২৩)। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী ৪।
সিরিয়াল নং ৬ দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড (৮০১/০৬) :
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশেরা যোগ্য । সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা ২ বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য । ১৮-২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। মূল মাইনে ৯৩০০-৩৪৮০০ টাকা । গ্রেড পে ৪২০০ টাকা। শূন্যপদ ৭৫টি (জেনা ৩৭, তজা ১৮, ত উ জা ২ , ই ডব্লু এস ১৮ )
সিরিয়াল নং ৭ দিল্লি ট্রান্সকো লিমিটেড (৮০১/০৭)
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশরা যোগ্য । সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা ২ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলেও যোগ্য। বয়স হতে হবে ১৮-২৮এর মধ্যে । মূল মাইনে ৯৩০০-৩৪৮০০ টাকা। গ্রেড পে ৪২০০ , ১৯টি শূন্যপদ। (জেনাঃ ৯, ওবিসি ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ই.ডব্লু. এস ১) । এর মধ্যে প্রতিবন্ধী ১।
সিরিয়াল নং ৮ দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (৮০১/০৮)
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরাও যোগ্য। ১৮-৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। মূল মাইনে ৯৩০০- ৩৪৮০০ টাকা। গ্রেড পে ৪৮০০ টাকা। শূন্যপদ ৫২ টি ।
(জেনা: ১৫, ও.বি.সি ১৭, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ই.ডব্লু. এস ৫ )। এর মধ্যে ৩ জন প্রতিবন্ধী।
সিরিয়াল নং ৯ ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল (৮০১/০৯)
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য । বয়স হতে হবে ১৮-২৭এর মধ্যে। মূল মাইনে : ৯৩০০- ৩৪৮০০ টাকা ও গ্রেড পে ৪৮০০ টাকা । শূন্যপদ ৫৯টি (জেনা ৩৪, ওবিসি ৮, ত জা ১১, ত উ জা ১ , ই ডব্লু এস ৫ ) ।
সিরিয়াল নং ১১ দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (৮০১/১১)
সিভিল ই়ঞ্জিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশরা ১ বছর কাজ করার অভিজ্ঞতা বা ১ বছরের ডিপ্লোমা অ্যপ্রেন্টিস হলে যোগ্য। বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। মূল মাইনে : ৯৩০০-৩৪৮০০ টাকা। গ্রেড পে ৪৮০০ টাকা । শূন্যপদ ৪টি (জেনাঃ২ , ওবিসি ১, তঃজাঃ ১ )। এর মধ্যে প্রতিবন্ধী ১
প্রতি ক্ষেত্রেই তপশিলীরা প্রচলিত নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। এই পদের বিজ্ঞপ্তি নং ১/২২
দুটি পর্বে পরীক্ষা হবে। প্রথম পর্বে ২০০ তে পরীক্ষা ২ ঘন্টা সময়। প্রথম পর্বে জেনারেল অ্যওয়ারনেস , জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং এবিলিটি , অ্যারিথমেটিক্যাল অ্যন্ড নিউম্যারিকেল এবিলিটি , টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গোয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন ।
ইংরাজি ভাষা পরীক্ষা (প্রতি অংশে ২০ নম্বর করে ১০০ নম্বর , সংশ্লিষ্ট বিষয়ের উপর ১০০ টি প্রশ্ন ) ।
দ্বিতীয় পর্ব ২.৫ ঘন্টা , ২০০ নম্বর , ১৫০ প্রশ্ন।
সংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন মোট ১০০ টি প্রশ্ন।
কনসেপ্ট , প্রবলেম সলভিং ক্যাপাসিটি , কমপ্রিহেন্ড কনটেস্ট ও ১০০ নম্বরের ৫০ টি থিওরিটিক্যাল প্রশ্ন।
ইংরাজী ও হিন্দি তে MCQ প্রশ্ন হবে। পরীক্ষা বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেখুন----
সফল হলে স্কিল টেস্ট।
১০ই জানুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারি online দরখাস্ত করা যাবে।
এজন্য বৈধ একটি ইমেল আই ডি থাকতে হবে । প্রথমে পাসপোর্ট আকারের রঙিন ছবি ও সই scan করে নিতে হবে। এবার ওয়েবসাইটে যাবতীয় তথ্য দিয়ে submit করে নাম register ও system generated application form print করে নিতে হবে। online এ ১০০ টাকা দিতে হবে। প্রাক্তন সমরকর্মী, তপসিলি , প্রতিবন্ধীদের টাকা লাগবে না। এবার scan করা সব প্রমাণ upload করে submit করলে নাম registration সম্পন্ন হয়ে যাবে। তখন system generated application form print করে নেবেন ।
বিস্তারিত তথ্য জানতে দেখুন website ।
No comments:
Post a Comment