বর্ডার সিকিউরিটি ফোর্সে মাধ্যমিক যোগ্যতায় ২,৭৮৮ ট্রেডসম্যান নিয়োগ || Border security force Recruitment 2022 || BSF tradesman recruitment 2022

 



বর্ডার সিকিউরিটি ফোর্সে মাধ্যমিক যোগ্যতায় ২,৭৮৮ ট্রেডসম্যান  নিয়োগ



বর্ডার সিকিউরিটি ফোর্সে পশ্চিমবঙ্গসহ   ৬টি  রাজ্য থেকে২,৭৮৮ (কনস্টেবল) ট্রেডসম্যান পদে নিয়োগ হবে।

কার্পেন্টার ,পেইন্টার, টেলর, ইলেকট্রিশিয়ান, মালি , ওয়েটার, ড্রাফটসম্যান, সুইপার ,ওয়াটার ক্যারিয়ার , কবলার, কুক, বারবার ইত্যাদি পদে নিয়োগ করা হবে।




এই শূন্যপদ গুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১.০৮.২০২১'র হিসাবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তপশিলি প্রার্থীরা  ৫ বছর এবং ও.বি.সিরা ৩ বছর বয়সে ছাড় পাবেন ।

ছেলেদের ক্ষেত্রে শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৭.৫ সেমি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, আর আর তপশিলি উপজাতি প্রার্থী ক্ষেত্রে ১৬২.৫ সেমি, পাহাড়ি এলাকার প্রার্থীদের ক্ষেত্রে ১৬৫ সেমি

বুকের ছাতি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে না ফুলিয়ে ৭৮ সেমি আর তপশিলি উপজাতি প্রার্থীর ক্ষেত্রে ৭৬ সেমি

বুকের ছাতি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ফুলিয়ে ৮৩ সেমি আর তপশিলি উপজাতি প্রার্থী হলে৮১ সেমি। উভয় প্রার্থীর ক্ষেত্রেই উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে।


 সাধারণ প্রার্থীদের শরীরের মাপজোখ মেয়েদের ক্ষেত্রে হতে হবে  লম্বায় অন্তত ১৫৭ সেমি , তপশিলি উপজাতি প্রার্থীর ক্ষেত্রে ১৫০ সেমি আর পাহাড়ি এলাকার প্রার্থী হলে ১৫৫ সেমি। উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। দৃষ্টিশক্তি চশমা ছাড়া উভয় চোখে ৬/৬ ও ৬/৯

চোখে চশমা, ট্যরা দৃষ্টিশক্তি,  বর্ণান্ধতা, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, ধনুকের মতো বাঁকা হাটু থাকলে আবেদনের অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

 মূল বেতন-২১,৭০০-৬৯,১০০ টাকা।

প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা মাপা হবে। যথাযথ উচ্চতা না থাকলে বাদ দেওয়া হবে। এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা তে প্রথমে 24 মিনিটে 5 কিমি  দৌড়াতে হবে। সফল হলে মূল সার্টিফিকেট এর পরীক্ষা। তখন যাবতীয় প্রমানপত্রের প্রত্যয়িত জেরক্স সঙ্গে রাখবেন।

এরপর শারীরিক মাপজোখে সফল হলে ট্রেড টেস্ট। এর পরের ধাপে হবে 100 নম্বরের লিখিত পরীক্ষা। নির্ধারিত সময় থাকবে দু'ঘণ্টা। এই পরীক্ষায় থাকবে যে বিষয়গুলি সেগুলি হল--জেনারেল অ্যাওয়ারনেস/জেনারেল নলেজ, অ্যানালিটিক্যাল  অ্যাপটিটিউড, নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, বেসিক ইংরেজি বিষয়ে নলেজ।

প্রাক্তন সমর কর্মীরা  ও সাধারণ প্রার্থীরা ৩৫% পেলে কোয়ালিফাইং করতে পারবেন। মেধাতালিকা তৈরি হবে লিখিত পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে। সবশেষে ডাক্তারি পরীক্ষা।

দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে। প্রার্থীদের বৈধ ইমেইল আইডি থাকতে হবে। প্রথমে 


http://rectt.bsf.gov.in 


এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পরীক্ষা ফি বাবদ নির্দিষ্ট টাকা অনলাইনে জমা করতে হবে। টাকা জমা দেয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম টি প্রিন্ট 

করে রাখতে হবে। আরও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে দেওয়া আছে।


মোট শূন্যপদ:

কবলার ট্রেডে শূন্যপদ ছেলেদের জন্য ৮৮ টি জেনারেল প্রার্থীদের জন্য 40 টি, ওবিসি প্রার্থীদের জন্য 19 টি, ই ডাব্লিউ এস প্রার্থীদের জন্য সাতটি , তপশিলি জাতির জন্য 15 টি এবং তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য সাতটি শূন্যপদ আছে।

টেলর ট্রেডে মোট শূন্যপদ 47 টি, জেনারেল প্রার্থীদের জন্য 25 টি, ওবিসি দের জন্য 11 টি, তপশিলি জাতি প্রার্থীদের জন্য সাতটি, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য দুটি, ই ডাব্লিউ এস প্রার্থীদের জন্য দুটি।

ওয়াটার কেরিয়ার ট্রেডে 510 টি শূন্য পদ। জেনারেল প্রার্থীদের জন্য 213 টি ওবিসি দের জন্য 123 টি তপশিলি জাতির জন্য 83 টি তপশিলি উপজাতি জন্য 43 টি এবং  ই ডব্লিউ এসপ্রার্থীদের জন্য 48 টি।

কার্পেন্টার ট্রেডের তেরোটি শূন্যপদ।

ওয়েটার ট্রেডে ছটি শূন্য পদ । ছটি শূন্য পদ জেনারেলপ্রার্থীদের জন্য।

মালি ট্রেডে চারটি শূন্যপদ জেনারেলপ্রার্থীদের জন্য।

পেইন্টার পদের  শূন্য পদ ৩টি,

ইলেকট্রিশিয়ান পদে শূন্যপদ চারটি।

সুইপার ট্রেডে  শূন্যপদ 617 টি জেনারেল প্রার্থীদের জন্য 263 ওবিসি প্রার্থীদের জন্য 145 টি তপশিলি জাতি প্রার্থীদের জন্য 98 টি তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য 51 টি আর ঈ ডব্লিউ এস প্রার্থীদের জন্য ৬০টি।

বারবার ট্রেডের শূন্যপদ 123 টি জেনারেল প্রার্থীদের জন্য 54 টি ওবিসি প্রার্থীদের জন্য 30 টি তপশিলি জাতির প্রার্থীদের জন্য 18 টি, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য আটটি এবং ঈ ডাবলিউ এস প্রার্থীদের জন্য 13 টি।

ওয়াশার ম্যান ট্রেডে 338 শূন্য পদ, জেনারেল প্রার্থীদের জন্য 147 টি ওবিসি প্রার্থীদের জন্য 77টি , তপশিলি জাতি প্রার্থীদের জন্য 55 টি ,তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য চব্বিশটি এবং ঈ ডাব্লিউ এস প্রার্থীদের জন্য 35 টি।

কুক ট্রেডে শূন্যপদ 897 টি জেনারেল প্রার্থীদের জন্য 380 টি, ওবিসি প্রার্থীদের জন্য 208, তপশিলি জাতি প্রার্থীদের জন্য 144 টি ,তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য 76 টি ,এবং ঈ ডাব্লিউ এস প্রার্থীদের জন্য 89 টি।


শূন্যপদ মেয়েদের জন্য:---কুক ট্রেডে 47টি মোট শূন্যপদ। জেনারেল প্রার্থীদের জন্য 26 টি, তপশিলি জাতি প্রার্থীদের জন্য ছটি, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য দুটি এবং ঈ ডব্লিউ এস প্রার্থীদের জন্য দুটি, আর ওবিসি প্রার্থীদের জন্য 11 টি।

বারবার ট্রেডে শূন্যপদ সাতটি জেনারেল প্রার্থীদের জন্য।

কবলার ট্রেডে শূন্যপদ তিনটি জেনারেল প্রার্থীদের জন্য।

টেলর ট্রেডে শূন্য পদ দুটি জেনারেল প্রার্থীদের জন্য। ওয়াটার ক্যারিয়ার ট্রেডে মোট শূন্যপদ সাতাশটি ।জেনারেল প্রার্থীদের জন্য 19 টি তপশিলি জাতি প্রার্থীদের জন্য দুটি, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য একটি, ওবিসি প্রার্থীদের জন্য পাঁচটি। সুইপার ট্রেডের মোট শূন্যপদ 33 টি। জেনারেল প্রার্থীদের জন্য ২০টি ,তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য দুটি, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য শূন্য পদ দুটি, ই ডব্লিউএস প্রার্থীদের জন্য দুটি, আর ওবিসি প্রার্থীদের জন্য সাতটি।



প্রার্থীদের আবেদনের যোগ্যতা: প্রার্থীদের মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে (১)সংশ্লিষ্ট ট্রেডে দু'বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। (২)আইটিআই অথবা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস ও সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।(৩) আইটিআই থেকে দু বছরের ডিপ্লোমা কোর্স পাস হলেও আবেদন করা যাবে।

_______________________________________________



সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন----

https://worldsahityaadda.blogspot.com/2022/01/wb-group-d-post-recruitment-2022.html


_________________________________________________



বিজ্ঞাপন:




Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024