২৪ তম সংখ্যার সম্পাদকীয়


   

                               অঙ্কন শিল্পী- তন্ময় পাল


___________________________________________________

সম্পাদকীয়:



নেতা হওয়ার আসল মাহাত্ম্য ও উদ্দেশ্য কি এই পরিচয় সমগ্র বিশ্ববাসীর কাছে পরিষ্কার করে দিয়েছেন আপনি। তেজস্বী ভাবমূর্তি ছাড়া আর ইটের বদলে পাটকেল নিক্ষেপ ছাড়া স্বাধীনতা আসেনা তা আপনি শিখিয়েছেন। আমরা আপনার আদর্শে অনুপ্রাণিত। যেখানে স্বাধীনতা আন্দোলনের প্রশ্ন, সেখানেনে দেশ রক্ষার্থে নিজ সেনাবাহিনী গঠনে বিদেশ যাত্রার প্রয়োজন সেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনি। 

ফিরে আসুন। উদ্ভাসিত হোক আমাদের সমাজ। নব চেতনার জাগরণে নতুন করে সামিল হোক সমগ্র দেশ। নেতাজি আপনি যেখানে থাকুন ভালো থাকুন। আপনি ভালো থাকুন। আমাদের কাছে চির অমর থাকুন।


                                 ধন্যবাদান্তে
                  World sahitya adda সম্পাদকীয় বিভাগ


___________________________________________________


বিজ্ঞাপন (Advertisement):


1)




____________________________________________

2)



__________________________________________________


3)


_________________________________________

৪)



##বইটি পাবেন- National Book house, Soma Book Store, Amor pustakaloy, Tarama Book Store , The Elegant publications(16B Sitaram Ghosh Street, kol 9.), 63no Saha book stall. এবং Amazon and Flipkart -এ।



##বইটি সরাসরি পেতে-- 9831533582 / 9433925262 দেবে।

________________________________________________

৫)


_________________________________________


৬)




##ছাপানো জীবনী গ্রন্থের জন্য-লেখকের জীবনী সংগ্রহ করা হচ্ছে।















" লেখকদের আত্মজীবনী" গ্রন্থ তৃতীয় খন্ডের জন্য, লেখকদের কাছে থেকে জীবনী সংগ্রহ করা হচ্ছে। আপনার মূল্যবান জীবনী 300 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দেন। বইটি ছাপানো অক্ষরে প্রকাশ করা হবে। কিন্তু কোন সৌজন্য কপি দিতে পারবে না।












বইটির সাথে সম্মানিক হিসাবে দেওয়া হবে।
















1/ সাম্মানিক সার্টিফিকেট।* (বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।)












2/ "লেখক পরিচয়পত্র কার্ড"। লেখকের ছবিসহ সংক্ষিপ্ত পরিচয় বহন করবে। (বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।)




















3/ সম্মানিত পদক (মেডেল)* {বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।}
















বইটির বুকিং মূল্য 300 টাকা দিয়ে কিনে, বাঙালি লেখক সংসদ কে অর্থনৈতিক ভাবে সাহায্য করতে হবে। ডেলিভারি সার্ভিস চার্জ আলাদাভাবে দিতে হবে না।




















গ্রন্থের কভার পৃষ্ঠায় আপনার ছবি দিতে আগ্রহী হলে, যোগাযোগ করুন।
















টাকা পাঠানোর একাউন্ট






শংকর হালদার








(1) ফোন পে 8926200021






(2) পেটিএম 8926200021










( 3) ব্যাংক একাউন্টের মাধ্যমে। 






স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( S.B.I.)






SANKAR HALDER






Account No : 34681068289




IFSC :SBIN 0015960






টাকা পাঠানোর পর রশিদের স্ক্রিনশট কপি করুন এবং জীবনী লেখা পাঠিয়ে দেবেন।






হোয়াইট অ্যাপস নম্বরে :-






 8926200021




যে কোন বিষয়ে যোগাযোগ :- শংকর হালদার শৈলবালা।  








মোবাইল :- 8926200021








বাঙালি লেখক সংসদ, দত্তপুলিয়া, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভার


______________________________________________






**বি.দ্র- বিজ্ঞাপন এর সব দায়িত্ব বিজ্ঞাপন দাতার।


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ