কবিতা || আলোকে || আশীষ কুন্ডু

 আলোকে




কেন জানি মনে হচ্ছে আলোকপথে 

আমার মুক্তি লেখা আছে অধরা

তবে তাই হোক, আলোক বিন্দুবৎ

একটু তাপের সঞ্চার হোক না মনে!


দীপ্যমান এ সময় লক্ষিত হোক

আলো সেকেন্ডে চলে যাবে দূর

কিছু অন্ধকার রাত বিভাজিত

সন্দেহ পড়ে থাক মগজের কোষে !


অনুরণিত হোক হৃদয়ের অজস্র স্বপ্ন

ক্ষেতে যে জীবন সৃষ্টির মহালগ্নে 

সম্ভাবনার মঞ্জিল ছিল বীজসুপ্ত

তবে তাই হোক, আলোকপথে বিন্দু।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024