এমপ্লয়ীজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশনে নিয়োগ || Employee state Insurance corporation recruitment 2022 || ESIC RECRUITMENT 2022 || www.esic.nic.in





 *এমপ্লয়ীজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশনে* 


                *৩২০ ক্লার্ক ও গ্রুপ 'ডি'* 




##এমপ্লয়ীজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশনের পশ্চিমবঙ্গ

 ও সিকিম রিজিয়নে কাজের জন‍্য  ' আপার ডিভিশন

 ক্লার্ক' ও ' স্টেনোগ্রাফার' পদে ৩২০ জন ছেলে মেয়ে

 নিচ্ছে। কারা কোন পদের জন‍্য যোগ্য --- 



আপার ডিভিশন ক্লার্ক :  যে কোন শাখার ডিগ্রি কোর্স

 পাশরা কম্পিউটারে অফিস ও ডাটাবেস সংক্রান্ত কাজে

 জ্ঞান থাকলে যোগ্য। ১৮-২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। 



    প্রধান মাইনে  ২৫,৫০০- ৮১,১০০ টাকা। ১১৩টি পদ খালি (জেনা ৫৭ , তঃজাঃ ২৫ , তঃউঃজাঃ ৫, ওবিসি ১৫, ই ডব্লু এস ১১)।   প্রাঃসঃকঃ ১১ ও প্রতিবন্ধী ১২ । 



স্টেনোগ্রাফার : উচ্চমাধ্যমিক পাশরা ইংরাজী শর্টহ‍্যা্যান্ডে

 মিনিটে কমপক্ষে ৮০ শব্দ তুলতে পারলে আর কম্পিউটার অফিস ও ডাটাবেস সংক্রান্ত কাজে জ্ঞান থাকলে যোগ্য। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে ২৫,৫০০-৮১,১০০ টাকা।  ৪টি শূন‍্যপদ আছে (জেনাঃ ২ , তঃজাঃ ১, তঃউঃজাঃ ১) । এর মধ্যে প্রতিবন্ধী ১ ও প্রাঃসঃকঃ ১ । 



এম টি এস : মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন ।

 ১৮ -২৫ বছর বয়স হতে হবে। মূল মাইনে ১৮০০০-৫৬৯০০ টাকা । ২০৩টি শূন‍্যপদ (জেনা ৮২ , ত জা ৪৯ , ত উ জা ৯ , ওবিসি ৪৩ , ই ডব্লিউ এস ২০)।  প্রতিবন্ধী ১০ ও প্রাঃসঃকঃ ২০ । 



সব পদের জন‍্য  বয়স হতে হবে ১৫/২/২০২২-র নিরিখে। তপশিলীরা ৫ বছর , ওবিসি রা ৩ বছর , প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা  যথারীতি বয়সে ছাড় পাবেন । 



লিখিত পরীক্ষার পরিপ্রেক্ষিতে প্রার্থী বাছাই হবে। স্টেনোগ্রাফার পদের বেলায় ২ ঘন্টা ১০ মিনিটের ২০০ নম্বরের পরীক্ষায় এইসব বিষয় থাকবে। 


ইংরাজী ল‍্যাঙ্গোয়েজ ও কম্প্রিহেনশন । ১০০ টি প্রশ্ন , মোট নম্বর ১০০ ।  


রিজনিং এবিলিটি  ৫০ নম্বর , ৫০টি প্রশ্ন । জেনারেল অ্যাওয়ারনেস ৫০ নম্বর , ৫০টি প্রশ্ন । সফল হলে স্টেনোগ্রাফি টেস্ট ও ৫০ মিনিটের ইংরাজী ভাষার পরীক্ষা। 



আপার ডিভিশন ক্লার্ক ও এম টি এস পদের জন‍্য প্রিলিমিনারি পরীক্ষা হবে আগে। যেখানে ১০০ প্রশ্ন থাকবে , নম্বর থাকবে ২০০ ।  সময় ১ ঘন্টা । তাতে সফল হলে মেন পরীক্ষা। যে বিষয়গুলো থাকবে সেগুলো হল ---- জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং , জেনারেল অ্যাওয়ারনেস , কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট , ইংলিশ কম্প্রিহেনশন । প্রতিটিতে ৫০ নম্বরের ২৫ টি প্রশ্ন থাকবে। 


সফল হলে মেন পরীক্ষা হবে। এখানে ২ ঘন্টা সময়ে , ২০০ নম্বর ২০০ টি প্রশ্ন থাকবে। 


বিষয়গুলি হল ----  জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড

 রিজনিং , জেনারেল অ্যাওয়ারনেস , কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট , ইংলিশ কম্প্রিহেনশন । প্রতিটিতে ৫০ নম্বর , ৫০টি প্রশ্ন । সফল হলে হবে কম্পিউটার টেস্ট। এজন‍্য পাওয়ার পয়েন্ট স্লাইডিংয়ের জন‍্য ১০ নম্বর , ওয়ার্ড ২০ নম্বর , এক্সেল সংক্রান্ত কাজে ২০ নম্বর থাকবে। সময় ৩০ মিনিট।  নগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তর হলে ১ নম্বর কাটা যাবে। 


Online দরখাস্ত হবে ১৫ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি র মধ্যে। 


ওয়েবসাইট টি হল -----  www.esic.nic.in


Online দরখাস্ত করার আগে বৈধ ইমেল থাকতে হবে। (২০-৫০ KB) পাসপোর্ট ছবি , সাক্ষর , left thumb impression সবগুলোই

(২০-৫০ KB ) । scan করে নিতে হবে । এছাড়া নিম্নলিখিত লাইনগুলো সাদা কাগজে নিজ হাতে লিখে scan করতে হবে -----------------  ( Name Of the candidate ) , here by declare that all the information submitted by me in the application form is correct , true and valid . I will present the supporting documents as and when required . 


প্রথম ওপরের এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ‍্য । এরপর সব scanned প্রমাণপত্র upload করবেন। এরপর পরীক্ষার টাকা বাবদ ৫০০ (তপশিলীরা, মহিলা , প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীদের বেলায় ২৫০ টাকা) debit card , credit card বা net banking এর মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর system generated application form print করে নেবেন। 


সবিস্তারিত আরো তথ‍্য পেতে উক্ত websiteটি দেখুন।


_______________________________________________


বিজ্ঞাপন-




Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ