Indian postal Recruitment 2022 || মাধ্যমিক পাশে পোস্ট অফিসে নিয়োগ || India post recruitment 2022 || WB postal Recruitment 2022 || Government Jobs


 


( *POST OFFICE RECRUITMENT) ডাকঘর নিয়োগ* 



মাধ‍্যমিক পাশ যোগ‍্যতায় পশ্চিমবঙ্গ ডাকঘরে _group D_

 কর্মী সরাসরি নিযুক্ত করা হবে। পশ্চিমবঙ্গ ডাকঘর *Group

 D* কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে সরাসরি পশ্চিমবঙ্গের

 ডাকঘরে নিয়োগ করা হবে। 



 *West Bengal Post Office Group D Recruitment* 



মাধ্যমিক পাশ করা থাকলেই সরাসরি পশ্চিমবঙ্গের ডাকঘরে D Group কর্মী নিয়োগীকরণ হচ্ছে। পশ্চিমবঙ্গের মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এটি বৃহত্তম সুখবর। লিখিত পরীক্ষা ব‍্যবস্থা নেই , সরাসরি সাক্ষাৎকারের স্থানে পৌঁছে সাক্ষাৎকার দিয়ে চাক‍রি পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গবাসী ও মাধ্যমিক পাশ করলেই এখানে চাকরি পেয়ে যাবেন। মহিলা পুরুষ সকলেই আবেদন করতে পারেন। চাকরিতে উৎসাহীদের জন‍্য বিস্তারিত তথ‍্য নিম্নরূপ ---- 



 *পদ* --- Post Office Superindent তরফে যে পদে নিয়োগ করা হবে সেটি হল ---- _Engagement Of Outsource Postal Agent_ 


  *শিক্ষাগত যোগ্যতা* ----- এখানে কাজ করতে চাইলে তাহলে ন‍্যুনতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ। এছাড়া computer এ জ্ঞান বা  computer certificate থাকতে হবে। 



 *নিয়োগ পদ্ধতি* --- এখানে আপনাকে কোন লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি সাক্ষাৎকার (Interview) নিয়ে নিয়োগ করা হবে। সাক্ষাৎকারের দিন উক্ত নির্ধারিত স্থানে গিয়ে সাক্ষাৎকার দিয়ে কাজ পেয়ে যাবেন। 



 *আবেদন পদ্ধতি* --- আগে থেকে এখানে কোন আবেদনের প্রয়োজন নেই। সরাসরি সাক্ষাৎকারের দিন সাক্ষাৎকার স্থলে গিয়ে সাক্ষাৎকার দেওয়া যাবে। নিজের একটি ভালো biodata তৈরী করে ; সব শিক্ষাগত যোগ‍্যতার নথিপত্র ও _PASSPORT_ আকৃতির ছবি নিয়ে যেতে হবে। 



   *Superintendent Of Post Office , Bankura Division* এ সাক্ষাৎকারের স্থান নির্ধারণ করা হয়েছে। 


জেলা ---- বাঁকুড়া 



  Bankura Head Post Office , Bishnupur MDG , Kotalpur SO , Khatra SO , MTPS SO ইত্যাদি। 


সাক্ষাৎকার নেওয়া হবে  জানুয়ারি ২০২২ , অর্থাৎ চলতি মাসের সতেরো তারিখ । 


     সাক্ষাৎকারের সময় সকাল ১১টা । ১১টার মধ্যে অবশ্যই সাক্ষাৎকারের স্থানে হাজির হয়ে যেতে হবে।


_________________________________________________







সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--

https://worldsahityaadda.blogspot.com/2022/01/employee-state-insurance-corporation.html



________________________________________________

বিজ্ঞাপন-





Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ