কবিতা || পিতৃদেবতা || বিমান প্রামানিক

 পিতৃদেবতা


 


বাবা আমাদের সবার প্রিয় দেবতার সমান,

কখনও যেন তাঁকে না করি অপমান। 

বাবার সাথে জগতে কারও হয় না তুলনা, 

বাবার মত অতি আপন কাউকে পাবো না। 


জীবনের প্রতি ক্ষণে থাকে বাবার আশীর্বাদ, 

তাঁকে করলে অবহেলা জীবন বরবাদ। 

বাবা শুধুই থাকেন আমাদের মুখটি চেয়ে,

আমরাও যেন ধন্য ধরায় তাঁকেই পেয়ে।


আমাদের যত কিছু চাওয়া পাওয়া করতে পুরণ,

সর্বস্ব নিজের সুখ বিলিয়ে দেন সারাজীবন। 

'বাবা' জাতি এমনই হয় জেনে রেখো সবাই,

আবারও বলি বাবা শুধু আমাদের মঙ্গল কামনায়। 


আমাদের পরিচয় যেমন বাবাকে জড়িয়ে আছে,

আমাদের নিয়েই যত স্বপ্ন ভাসে তাঁর চোখে। 

শত অভাব চেপে রেখে মিটিয়েছেন যত আবদার,

চিন্তায় চিন্তায় বিনিদ্রায় কত রাত কাটে বাবার। 


কাজের চাপে সব ভুলেও হাসি মুখে ফেরেন বাড়ি,

ভাবেন-'সন্তানদের সুখের জন্য যতই হোক কাজটি ভারী।' 

আমরা বাবার কষ্টের দিনগুলি যেন কখনও না ভুলি,

তাঁর আশীর্বাদ নিয়েই যেন কর্ম পথে এগিয়ে চলি।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র