Sunday, January 9, 2022

গল্প || লাস্ট প্রশ্ন || সিদ্ধার্থ সিংহ

 লাস্ট প্রশ্ন




বাড়ি ঢুকতেই বউ বলল, তুমি যে কৌন বনেগা ক্রোড়পতিতে গিয়েছিলে কেমন হল?

স্বামী বলল, অমিতাভ বচ্চন আমাকে একটা প্রশ্ন করেছিল। লাস্ট প্রশ্ন। সাত কোটি টাকার।

--- কী প্রশ্ন?

--- জিজ্ঞেস করেছিল পৃথিবীর সবচেয়ে খতরনাক মহিলার নাম কী? আমি সাত কোটি টাকার মুখে লাথি মেরে চলে এসেছি। তাও তোমার নাম বলিনি।

No comments: