কবিতা || বীরশ্বর বিবেকানন্দ || মঞ্জুলা বর
বীরশ্বর বিবেকানন্দ
হে বীর মহান যোগী আজও সবাই স্মরণ করে
সদাই মোরা তোমার বাণী রাখি হৃদয় ঘরে,
গর্জে ওঠে সকল যুবক তোমার বাণী শুনে
আসবে কবে মানব চেতন সবাই প্রহর গুনে।
ভারতবর্ষে সকল গ্লানি দূর করিতে গেলে
দেশে দেশে ভাষণ দিলে জ্ঞানের আলো জ্বেলে,
সবার মনে বিবেক জাগাও হাজার কষ্ট সয়ে
ভালোবাসা অর্ঘ্য পেলে সবার পাশে রয়ে।
জ্ঞানের দিশা শুধু ঢেলে বিশ্ব মানব হলে
ধরাধামে সবাই আজও তোমার কথা বলে,
স্বার্থত্যাগী মহান যোগী বিশ্বমানবই তুমি
তোমার জন্য ধন্য হলো আমার ভারত ভূমি।
সবার তরে জ্বেলেছিলেন হাজার জ্ঞানের আলো
মুগ্ধ চিত্তে চেয়ে ছিলেন সদাই সবার ভালো,
কঠোর শ্রমে মানব সেবা সদাই করেছিলেন
যুবক দলের মনের ঘরে সাহস ভরে দিলেন।
তোমার বাণী সদাই শুনে সকল মানব জাগে
অমর হয়ে সদা রবে হৃদে দোলা লাগে ,
সকল যুবা জাগলে পরে আসবে শান্তি ফিরে
হাসি ফুটবে মধুর ভবে সবুজ আঁচল ঘিরে।
Comments