কবিতা || আকাশ || নবকুমার

আকাশ 



খাদানের ভেতরে আকাশ নেই

আকাশের জন্য ব্যাকুল হই -

হয়তো নীলাকাশে ফুটেছে খই

কিংবা মেঘে মেঘে

বৃষ্টি জল

জানি না কিছুই -

শুধুই অতল--অতল--।


যেমন বুঝতে পারি না তোমার আকাশ

কখন রৌদ্র কখন মেঘ

কখন হাওয়া আনে মনের আবেগ

বুঝতে পারিনা বলেই

কবিতাগুলি কব্ তে

হয়ে যায়--


সাধারণ মানুষ ,বলি সোজাসুজি--

দিনমান আকাশ

না দেখলেও

খাদানে নিমীল আকাশ খুঁজি -।


Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024